
হলিউড অভিনেত্রী আনা ডি আরমাস। ‘নাইভস আউট’, ‘নক নক’, ‘ইডেন’-এর মতো সিনেমায় কাজ করে ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। আর ‘মিশন ইম্পসিবল’খ্যাত অভিনেতা টম ক্রুজের নাম শোনেনি এমন সিনেমাপ্রেমী দুনিয়াতে নেই বললেই চলে। গুঞ্জন উঠেছে, একে অপরের প্রেমে মজেছেন এ দুই হলিউড তারকা। চলতি সপ্তাহে লন্ডনে তাদের একসঙ্গে দেখতে পাওয়ার পর গুঞ্জনটি আরও জোরেশোরে উঠতে শুরু করেছে।
গত কয়েক মাসে টম ক্রুজ ও আনা ডি আরমাসকে একসঙ্গে একাধিকবার বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া গেছে। তাই ভক্তরা অনুমান করছেন তাদের সম্পর্ক ‘শুধুমাত্র বন্ধুত্বের’ চেয়েও বেশি কিছু। সর্বশেষ তাদের দেখা গেছে লন্ডন হেলিপোর্টে। তবে এবারই প্রথম নয়, এর আগে গত বৃহস্পতিবার রাতেও ক্রুজ এবং আরমাসকে এই একই জায়গায় দেখতে পাওয়া গেছে।
গত ১৩ ফেব্রুয়ারি রাতেও লন্ডনে নাইট আউটের সময় তাদের দেখা গিয়েছিল। সেদিন সাংবাদিকদের তোলা ছবিতে সোনালি চুলের এ অভিনেত্রীকে টম ক্রুজের সঙ্গে রেস্টুরেন্ট থেকে বের হতে দেখা গেছে। বাইরে এসে ভক্তদের তারা অভ্যর্থনাও জানিয়েছিলেন।
তবে তাদের প্রেমের গুঞ্জনকে ঘিরে একটি সূত্র পিপল ম্যাগাজিনকে জানিয়েছে, তারা দুজন শুধুই বন্ধু মাত্র এবং সম্ভাব্য আসন্ন সিনেমার বিষয়ে আলোচনা করার জন্য এজেন্টদের সঙ্গে নিয়ে তারা ডিনার করছিলেন। সূত্রটি আরও উল্লেখ করে, তাদের মধ্যে বন্ধুত্ব ছাড়া আর কোনো সম্পর্ক নেই।
উল্লেখ্য, সামনে টম ক্রুজকে ‘মিশন ইম্পসিবল- দ্য ফাইনাল রেকনিং’-এ দেখা যাবে। সিনেমাটি চলতি বছরের ২৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।
/শাকিল