
বলিউড সিনেমা ‘পিংক’। তিনজন নারীর গল্প নিয়ে নির্মিত এই ছবিটি মুক্তির পর সমালোচকদের থেকে প্রশংসিত হওয়ার পাশাপাশি ব্যবসায়িকভাবেও সফল ছিল। কিছুদিন আগে ছবিটিতে অভিনয় করা অন্যতম প্রধান চরিত্র কীর্তি কুলহারি বলেছেন, সিনেমার প্রচারণার সময়ে তাকে ঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। এবার সহশিল্পীর করা সেই মন্তব্য নিয়ে মুখ খুললেন একই ছবিতে অভিনয় করা তাপসী পান্নু।
কীর্তির করা মন্তব্যের ব্যাপারে এ অভিনেত্রী বলেন, ‘তার অনুভূতি সম্পর্কে কথা বলার তার সম্পূর্ণ অধিকার আছে। কারও অনুভূতিকে ভুল বলার অধিকার আমার নেই। কারও মধ্যে কখনো মিছেমিছি বাজে অনুভূতি আসে না। যদি এসে থাকে তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি, এর অবশ্যই কোনো না কোনো কারণ আছে।’
‘পিংক’ ছবিটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায় এবং সুজিত সরকার এটির প্রযোজনায় ছিলেন। তিনজন নারীর গল্প যারা একটি ঘটনায় জড়িয়ে পড়েন এবং সে কারণে তাদের আদালত পর্যন্ত যেতে হয়। ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাপসী পান্নু, কীর্তি কুলহারি এবং আন্দ্রেয়া তারিয়াং।
কীর্তিকে নিয়ে তাপসী আরও বলেন, ‘আমি এবং কীর্তি ঘনিষ্ঠ বন্ধু না হলেও পেশাদার দিক থেকে আমরা আন্তরিক সম্পর্ক বজায় রেখে চলেছি। তবে যেহেতু তিনি আমাদের সম্পর্ক বা পরিস্থিতিকে অন্যভাবে দেখেছেন, তাই হয়তো তিনি আমার থেকে দূরত্ব অনুভব করেছিলেন। তবে আমি তার সঙ্গে অতীতের মতো এখনো পেশাদার সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি।’
/শাকিল