
এ সময়ের জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী এঞ্জেল নূর। বর্তমানে গান দিয়ে শ্রোতাদের কাছে বেশ প্রশংসা কুঁড়িয়েছেন। সম্প্রতি তিনি মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। গত বুধবার (১৯ মার্চ) দেশের এক গণমাধ্যমকে এই গায়ক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
কিছুদিন আগে হঠাৎ মধ্যরাতে এই মাইল্ডস্ট্রোকে আক্রান্ত হন তিনি। ফলে তার মুখের বাঁ পাশটা অবশ হয়ে যায়। বিষয়টি গায়ক নিজেই জানিয়েছেন। স্ট্রোকের বিষয়ে নূর বলেন, ‘ব্যক্তিগত কিছু কারণে দীর্ঘদিন ধরে হাইপার টেনশনে ভুগছিলাম। এ কারণেই স্ট্রোক হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।’
তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন নূর। বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘এখন মুখ নাড়াতে পারছি। চিকিৎসকরা জানিয়েছেন, পুরোপুরি সেরে উঠতে আর কিছুদিন সময়ের প্রয়োজন।’
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অ্যাঞ্জেল নূর মূলত সবার নজরে আসেন সামাজিক মাধ্যমে কাভার গান প্রকাশের মধ্য দিয়ে। তবে এসবের পাশাপাশি তার নিজস্ব কিছু মৌলিক গানও শ্রোতাদের কাছে খুব জনপ্রিয়তা পেয়েছে।
এর মাঝে তার ‘যদি আবার’ শিরোনামের গানটি তো উপমহাদেশের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং নিজের টুইটার একাউন্টে শেয়ার করে তাকে প্রশংসায়ও ভাসিয়েছেন।
/শাকিল