
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে নারী হেনস্তা, হয়রানি, ধর্ষণ বা ধর্ষণের হুমকির মতো ঘটনা উল্লেখযোগ্য মাত্রায় ঘটতে দেখা যাচ্ছে। প্রায়দিনই নারী ও শিশু নির্যাতনের নতুন নতুন ঘটনা ঘটেই চলেছে। এছাড়াও সর্বপ্রাণ-প্রকৃতির সুরক্ষাও আজ বিপন্নপ্রায়।
এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে তাই ‘বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন’ এবং ‘বটতলা’ যৌথভাবে আয়োজন করছে ‘নারী ও প্রকৃতি নিপীড়ন রুখে দিন’ শীর্ষক সাংস্কৃতিক সমাবেশ। আগামীকাল শুক্রবার (২১ মার্চ) বেলা ৩টায় পান্থকুঞ্জে এ সাংস্কৃতিক সমাবেশটি অনুষ্ঠিত হবে।
নারী এবং প্রকৃতির উপর সমূহ নিপীড়ন রুখে দিতে বিবেকবান নাগরিকদেরকে এই সমাবেশে যোগ দিতে সংগঠনটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এছাড়াও অপরিণামদর্শী উন্নয়ন পরিকল্পনার বলি পান্থকুঞ্জকে সুরক্ষা দিতেও তাদের এই সাংস্কৃতিক সমাবেশের আহ্বান জানিয়েছেন তারা। সঙ্গে নারীর নিরাপত্তাহীনতার বর্তমান দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তির আশায় যৌথভাবে এই সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে প্রতিবাদী সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে যোগ দেবেন বটতলা এবং সমমনা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের এক্টিভিস্ট ও শিল্পীরা।
/শাকিল