ঢাকা ১০ বৈশাখ ১৪৩২, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
English
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ভ্রমণবিষয়ক ইসলামি অনুষ্ঠান ‘আরাবি কাফেলা’

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৮:৪৫ পিএম
ভ্রমণবিষয়ক ইসলামি অনুষ্ঠান ‘আরাবি কাফেলা’
ছবি: সংগৃহীত

প্রতিবারের মতো এবারও রমজান উপলক্ষে ইসলামিক ভ্রমণবিষয়ক অনুষ্ঠান ‘আরাবি কাফেলা’ বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হচ্ছে। অনুষ্ঠানটি নির্মাণ করেছেন মো. ইয়ামিন হামিদ লুৎফর। এটি মূলত ধারাবাহিক ইসলামিক ডকুমেন্টারি, যা মিসরের প্রাচীন ঐতিহাসিক স্থাপনা, সেখানকার ইসলামের ইতিহাস, ঐতিহ্য, বর্তমান প্রেক্ষাপট তুলে ধরার চেষ্টা করা হয়েছে অনুষ্ঠানে। 

ইসলামিক ভ্রমণবিষয়ক শিক্ষামূলক অনুষ্ঠান হিসেবে সর্বস্তরে জনপ্রিয় অনুষ্ঠান ‘আরাবি কাফেলা’। রমজান মাস উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন এই পবিত্র মাসটিকে ইফতারের আগ মুহূর্তে উল্লেখযোগ্য করে তোলে। 

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মোস্তাফিজ রহমান। সঙ্গে সাদিকুর রহমান আজহারী বর্ণনা দিয়েছেন। পবিত্র রমজান মাস জুড়ে প্রতিদিন এটি বিকেল ৪টা ১০ মিনিটে আরটিভিতে প্রচার হচ্ছে। 

/শাকিল  

পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ পিএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ১০:৫২ এএম
পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে আদালতে মামলা করেছেন গৃহকর্মী পিংকি আক্তার (২৪)। ভুক্তভোগী পিংকি নেত্রকোনা জেলা সদরের মৌগাতী ইউনিয়নের ফাদুলিয়া গ্রামের মো. মোজাম্মেলের মেয়ে।

মারধর, হত্যাচেষ্টা ও ভয়ভীতির অভিযোগ এনে দণ্ডবিধির ৩২৩/৩২৪/৩০৭/৫০৬/৩৪ ধারায় দায়ের করা পরীমণিকে ১ নম্বর আসামি এবং একই ফ্ল্যাটে বসবাস করা সৌরভ (২৮) নামের এক ব্যাক্তিকে ২ নম্বর আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি মামলাটি করা হয়।

ভুক্তভোগী পিংকির আইনজীবী অ্যাডভোকেট নাসিদুস জামান নিশান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সংশ্লিষ্ট আমলি আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার বাদীর জবানবন্দি গ্রহণ করেন। মামলার ঘটনা তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। একইসঙ্গে আগামি ৮ মে তারিখের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের মার্চে মামলার বাদী পিংকি আসামিদ্বয়ের বাসায় কাদের অ্যাজেন্সি নামক প্রতিষ্ঠানের মাধ্যমে গৃহপরিচারিকা হিসেবে চাকরি নেন। একটি বাচ্চাকে দেখাশোনার দায়িত্ব নেওয়ার কথা বলে অ্যাজেন্সি হতে বাদীকে নিয়োগ দেওয়া হলেও তাকে দুটি বাচ্চার দায়িত্ব পালন করতে হতো।

এছাড়া দিনে ও রাতে বাসার রান্নার কাজ করতে হতো। চাকরি একান্ত আবশ্যক হওয়ায় তিনি মুখ বুঝে সহ্য করে আন্তরিকতার সাথে সে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে চলতি বছরের ২ এপ্রিল দুপুর ১টায় আসামি পরীমনি তার মেকআপ রুম থেকে মাদক গ্রহণ করে বাচ্চার রুমে এসে বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। 

গালিগালাজ কেন করছেন জানতে চাইলে পরীমনি বাদীকে বলেন, ‘তুই আমার বাচ্চার জন্য দুধ কেন তৈরি করছিস, এখন ওকে সলিড খাবার দিবি।’ 

বাদী বলেন, ‘বাচ্চার খাওয়ার রুটিন অনুসারে এখন দুধ খাওয়ানোর কথা, তাই আমি দুধ তৈরি করেছি।’

এ সময় পরীমনি ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়িভাবে বাদীর মাথায়, মুখে ও চোখে চড়-থাপ্পড় মেরে আহত করে। 

পরীমনির মারধরে একসময় অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর বাদী ভীত-সন্ত্রস্ত্র হয়ে পড়েন। ঘটনাস্থল থেকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য পিংকি পরীমনিকে হাসপাতালে নেওয়ার অনুরোধ করতে থাকেন। ঘটনার সময় ২নং আসামি সৌরভ উপস্থিত ছিলেন। 

আসামিরা বাদীর কোনো কথা শোনেননি। উপরন্তু আসামি সৌরভ পিংকিকে নির্যাতন করার জন্য পরীমনিকে উৎসাহিত করতে থাকেন ও বাদীকে বাসার বাইরে যাওয়া থেকে বিরত করেন।

পরে ভুক্তভোগী পিংকি ৯৯৯ এ কল করে পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে নিরাপদে যান। পরে ভুক্তভোগী পিংকি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

এ ঘটনায় পিংকি গত ৩ এপ্রিল ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

ওই জিডি-র কোনো অগ্রগতি না থাকায় আদালতে মামলা করেন বলে আবেদনে উল্লেখ করা হয়।

এম এ জলিল উজ্জ্বল/অমিয়/

চলচ্চিত্র অনুদান নীতিমালার বিরুদ্ধে চলচ্চিত্র নির্মাতা ও কর্মীর প্রতিবাদ

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ পিএম
চলচ্চিত্র অনুদান নীতিমালার বিরুদ্ধে চলচ্চিত্র নির্মাতা ও কর্মীর প্রতিবাদ
ছবিঃসংগৃহীত।

বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় ঘোষিত ‘চলচ্চিত্রে সরকারি অনুদান প্রদান নীতিমালা ২০২৫’-এ বেশ কিছু ইতিবাচক দিক অন্তর্ভুক্ত হয়েছে, যা প্রশংসনীয়। 

তবে এই নীতিমালার ধারা ৬.৫-এ বর্ণিত ‘প্রস্তাবিত বাজেটের কমপক্ষে শতকরা ১০ ভাগ অর্থ প্রযোজক/প্রস্তাব দাখিলকারীর ব্যাংক হিসাবে জমা থাকতে হবে। আবেদনের সঙ্গে এ-সংক্রান্ত প্রমাণ দাখিল করতে হবে।’ এই শর্তের বিরুদ্ধে প্রতিবাদ ও বিবৃতি দিয়েছেন ১১৯ জন চলচ্চিত্র নির্মাতা ও কর্মী।

গত ২১ এপ্রিল চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবী ও প্রগতিশীল নির্মাতারা এই ধারা বাতিলের দাবিতে তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব, যুগ্ম সচিব, উপসচিব এবং মন্ত্রণালয়ের চলচ্চিত্র বিভাগে কর্মরত কর্মকর্তাদের কাছে স্বাক্ষরসহ একটি আবেদনপত্র পৌঁছে দেওয়ার কথা জানান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে। 


যেখানে প্রধান দাবিসমূহ ছিল

১) চলচ্চিত্রে সরকারি অনুদান প্রদান নীতিমালা ২০২৫-এর ধারা ৬.৫ সম্পূর্ণভাবে বাতিল করতে হবে।
২) একটি সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও চলচ্চিত্রবান্ধব নীতিমালা পুনরায় প্রণয়ন করতে হবে।
৩) প্রজ্ঞাপন জারির সময়সীমা বাড়িয়ে এই নীতিমালা পুনর্বিবেচনার সুযোগ দিতে হবে।


এ ছাড়া আগামী অর্থবছর থেকে চলচ্চিত্রে অনুদানের আবেদন-প্রক্রিয়ায় অন্যান্য আন্তর্জাতিক ফিল্ম গ্র্যান্টের মতো করে অনলাইনে জমা দেওয়ার সুযোগ থাকার কথাও বলা হয় বিবৃতিতে। 

এই বিবৃতি এবং দাবিগুলোর পক্ষ্যে স্বাক্ষরকারী ১১৯ জন চলচ্চিত্র নির্মাতা ও কর্মীর মধ্যে রয়েছেন আকরাম খান, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক; আ-আল মামুন, অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়; মো. আল আমিন রাকিব তনয়, শিক্ষক, নির্মাতা এবং আহবায়ক, জাতীয় সার্চ কমিটি, তথ্য মন্ত্রণালয়; নুরুল আলম আতিক, চলচ্চিত্রকার; সোহেল মণ্ডল, অভিনেতা; মনোজ প্রামাণিক, অভিনেতা; গোলাম রাব্বানী, লেখক ও চলচ্চিত্র পরিচালক।

/ফারজানা ফাহমি

বিনয়ী থাকার পরামর্শ

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৮:০০ এএম
বিনয়ী থাকার পরামর্শ
প্যারিস হিলটন। ছবিঃসংগৃহীত।

আমেরিকান মিডিয়া ব্যক্তিত্ব, ব্যবসায়ী এবং সমাজসেবী হিসেবে প্যারিস হিলটনের বিশেষ খ্যাতি রয়েছে। এই মার্কিনিকে চেনেন না বা নাম শোনেননি এমন হলিউড-ভক্ত খুব কমই রয়েছে। সম্প্রতি এই টিভি তারকা এবং উদ্যোক্তা তার মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। খ্যাতির মুখেও বিনয়ী থাকার গুরুত্ব শেখানোর জন্য মা ক্যাথি হিলটনকে এর কৃতিত্ব দেন প্যারিস।

২০০০ সালের শুরুর দিকে ‘দ্য সিম্পল লাইফ’ অনুষ্ঠানের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। পেজ সিক্স-এর প্রতিবেদন অনুসারে, এই অনুষ্ঠানটি প্রিমিয়ারের আগে তার মা তাকে যে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন সেটা শেয়ার করেন এ টিভি তারকা।

হিলটনের মা তাকে পরামর্শ হিসেবে বলেছিলেন, ‘প্যারিস, আগামীকাল যখন ফক্সে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে, তখন তোমার জীবন চিরতরে বদলে যাবে। আমি সব সময় চাই, সারা জীবন তুমি এমনই মিষ্টি এবং সরল থাকো। কখনোই এটি ভুলে যেও না।’ হিলটন আরও বলেন যে, তিনি পুরো ক্যারিয়ার-জুড়ে এই কথাগুলো তার হৃদয়ে গেঁথে রেখেছেন।

এই বছরের শুরুতে প্যালিসেডস এবং ইটন অগ্নিকাণ্ডের পর তার ত্রাণ প্রচেষ্টার জন্য হিলটনকে ‘বর্ষসেরা নারী’ হিসেবে সম্মানিত করা হয়েছে। পেজ সিক্স অনুসারে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ঘটা এই ধ্বংসযজ্ঞে ৮.৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের মালিবু বাড়ি হারিয়েছেন এ তারকা। তা সত্ত্বেও হিলটন বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করেছেন এবং তার অলাভজনক ইলেভেন: ইলেভেন মিডিয়া ইমপ্যাক্টের মাধ্যমে লস অ্যাঞ্জেলেসের দাবানলের ত্রাণ প্রচেষ্টার জন্য ৮০০,০০০ মার্কিন ডলারেরও বেশি তহবিল সংগ্রহ করেছেন।

পাশাপাশি হিলটন তার বাবা-মা ও দাদির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদেরকে নিজের আদর্শ বলে উল্লেখ করেন।বাড়ি হারানোর কথা স্মরণ করে হিলটন জানান, তিনি মর্মাহত এবং তার হৃদয় ভেঙে গিয়েছিল।

কিন্তু যারা আরও বেশি কিছু হারিয়েছেন, তাদের জন্য তিনি আরও বেশি ব্যথিত।‘আমার হৃদয় ভেঙে যাচ্ছিল সেই সমস্ত মা এবং তাদের সমস্ত সন্তানের জন্য, যাদের সেই রাতে ঘুমানোর জায়গা ছিল না এবং যারা সবকিছু হারিয়েছিল,’ হিলটন যোগ করেন।

/ফারজানা ফাহমি

 

মহেশ বাবুর বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৭:১১ পিএম
মহেশ বাবুর বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা
মহেশ বাবু। ছবিঃসংগৃহীত।

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার অভিনেতা মহেশ বাবু। এবার অর্থ আত্মসাতের মামলায় ফাঁসতে পারেন তিনি। কারণ আগামী ২৭ এপ্রিল অর্থ আত্মসাতের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এই অভিনেতাকে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। সেদিন তাকে হাজির হতে বলা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হায়দ্রাবাদের রিয়েল এস্টেট সংস্থা সাই সূর্য ডেভেলপারস এবং সুরানা গ্রুপের বিরুদ্ধে উঠা অর্থ আত্মসাতের মামলায় ডাকা হয়েছে মহেশকে। এই দুই প্রতিষ্ঠান থেকে জমি কিনে নিঃস্ব হয়েছেন অনেকে। কোম্পানি দুটির বিজ্ঞাপনের মুখ হয়ে মামলায় নাম উঠেছে মহেশের।

তদন্তে উঠে এসেছে, সাই সুরিয়া ডেভেলোপারস মহেশবাবুকে প্রায় ৬ কোটি টাকা দিয়েছিল। এর মধ্যে ব্যাংকের মাধ্যমে সাড়ে ৩ কোটি টাকা দেওয়া হয়। বাকি আড়াই কোটি দেওয়া হয় নগদে। তদন্তকারীদের সন্দেহ, মহেশ বাবুকে যে নগদ টাকা দেওয়া হয়েছিল, তা রিয়েল এস্টেট জালিয়াতিসংক্রান্ত অপরাধের অংশ। তদন্তে নেমে গত ১৬ এপ্রিল হায়দরাবাদ, সেকেন্দ্রাবাদের চারটি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। ২০০২ সালের আর্থিক তছরুপ আইনে এই মামলার তদন্ত চলছে।

মহেশবাবুর বিরুদ্ধে অভিযোগ, এই অভিনেতাকে দেখে অনেক মানুষ সম্পত্তি কিনতে উৎসাহিত হয়েছে। এ জন্যই প্রতারণা, জালিয়াতির শিকার হয়েছে অনেকে। তাই মহেশ বাবু সরাসরি দুর্নীতি না করলেও, নগদে তিনি যে টাকা নিয়েছেন, সেই পদ্ধতি নিয়ে প্রশ্ন রয়েছে ইডির। যেখানে ১০০ কোটি টাকার লেনদেনে অনিয়ম চোখে পড়েছে।

/ফারজানা ফাহমি

অহনার ভাঙ্গা সংসার

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৮:৩০ পিএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ১২:২৩ পিএম
অহনার ভাঙ্গা সংসার
ছবি: সংগৃহীত

ছোটপর্দার প্রিয় মুখ অহনা রহমান। নিজেকে পর্দায় দারুণভাবে মেলে ধরেছেন তিনি। ভিন্ন ধাঁচের চরিত্রে অভিনয় করে খুব অল্প সময়ে দর্শকপ্রিয়তা পেয়েছেন রাশেদ সীমান্ত। দুইজন কাজ করছেন জুটি বেঁধে। একের পর এক ভালো নাটক উপহার দিয়ে যাচ্ছেন। তারা দুইজনই কাজ করছেন চ্যালেঞ্জিং সব চরিত্রে। অহনার ইচ্ছা নিজেকে ভিন্নভাবে দর্শকের সামনে মেলে ধরার। তেমনি একটি নাটক ‘ভাঙ্গা সংসার’।

জান্নাতার ফেরদৌস মিলার রচনা ও জিয়াউদ্দিন আলমের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, নবাগত পারিসা জান্নাত, টুটিয়া ইয়াসমিন, মেহজাবিন নূর, নাসির উদ্দিন ভুঁইয়া, তুহিন খান, সেজতি খন্দকার। 

নাটকে অভিনয় প্রসঙ্গে অহনা বলেন, ‘আমাকে নেতিবাচক চোখে দেখা হয়। এই নাটকটি ভিন্ন এক বার্তা দেবে। নাটকটি দর্শকদের দেখার আহ্বান জানাই। অনেক কষ্ট করে কাজটি করেছি, সবার কাজটি ভালো লাগবে বলে বিশ্বাস করি।

পরিচালক বলেন, নাটকে শ্বশুরবাড়ির সীমাহীন নির্যাতনের মুখে পড়তে হয় গৃহবধূ অহনাকে। নির্মম চিত্র নাটকটিতে তুলে ধরা হয়েছে। 

নাটকটি আজ বুধবার একটি ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।  

/রিয়াজ