
বলিউডে গত কয়েক বছর ঈদুল ফিতরের সময়ে সালমান খানের সিনেমা মুক্তি যেন অবধারিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবারও সেটার ভিন্ন কিছু হচ্ছে না। আসন্ন ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে সালমান খান ও রাশমিকা মান্দানা অভিনীত আলোচিত ছবি ‘সিকান্দার’। সিনেমাটি ৩০ মার্চ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।
এটি নির্মাণ করেছেন এআর মুরুগাদোস; যিনি ‘গজিনি’ এবং ‘থুপাক্কি’র মতো সুপারহিট সিনেমা তৈরি করে অনেক খ্যাতি পেয়েছেন। ‘সিকান্দার’-এর মুক্তির তারিখ নিয়ে ভক্তদের মধ্যে দিন দিন আগ্রহ যেন বেড়েই চলেছে। কারণ ছবিটি ঈদের সময়ে মুক্তি দেওয়া হচ্ছে। এ ছাড়া সে সময়ে মহারাষ্ট্রে গুড়ি পদোয়া এবং দক্ষিণ ভারতে উগাদির মতো প্রধান উৎসব উদযাপিত হবে। বিষয়টি উৎসবের উৎসাহকে আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।
বলিউড ভাইজান সালমান খান সম্প্রতি সিনেমার একটি পোস্টার ইনস্টাগ্রামে পোস্ট করে তার ক্যাপশনে মুক্তির তারিখ ঘোষণা করেছেন। তিনি লিখেছেন, ‘৩০ মার্চ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে দেখা হবে। সিকান্দার পরিচালনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা।’ আর নির্মাতা মুরুগাদোস পিঙ্কভিলাকে এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন, ২ ঘণ্টা ২০ মিনিটের ছবিটি মোট দুটি অংশে ভাগ করা হয়েছে। প্রথমার্ধটি ১ ঘণ্টা ১৫ মিনিট এবং দ্বিতীয়ার্ধ ১ ঘণ্টা ৫ মিনিটের।
ছবি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘মূলত সব ধরনের দর্শকের কথা মাথায় রেখে ‘সিকান্দার’ তৈরি করা হয়েছে। এটি খুব আবেগপূর্ণ একটি চলচ্চিত্র এবং আমরা সালমান স্যারের ভক্ত থেকে শুরু করে জনসাধারণ, পারিবারিক এবং সব শ্রেণির দর্শকের কথা চিন্তা করে ছবিটি নির্মাণ করেছি।’
তারকাবহুল এই সিনেমায় সালমান, রাশমিকা ছাড়াও কাজল আগরওয়াল, সত্যরাজ, শারমন যোশি, প্রতীক বব্বর, অঞ্জিনী ধাওয়ান এবং যতীন সারনার মতো তারকারা অভিনয় করেছেন।
/শাকিল