ঢাকা ৬ বৈশাখ ১৪৩২, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
English

জীবনে ভারসাম্য চান র‌্যাচেল

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১১:৩৫ এএম
জীবনে ভারসাম্য চান র‌্যাচেল
ছবি: সংগৃহীত

হলিউড অভিনেত্রী র‌্যাচেল জেগলার বর্তমানে তার আসন্ন সিনেমা ‘স্নো হোয়াইট’ মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি এ অভিনেত্রী জানিয়েছেন, ব্যক্তিগত জীবনে ভীষণ ইচ্ছে তার নিজের একটা পরিবার হোক। এমনকি র‌্যাচেল পেশাজীবনেও মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে যেতে চান। মূলত এ দুটির মধ্যে ভারসাম্য রাখতে চান ‘স্পেলবাউন্ড’খ্যাত এ তারকা। 

প্রসঙ্গটি নিয়ে জেগলার অ্যালুরকে বলেন, ‘আমি একটি পরিবার চাই কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত কাজও করতে চাই। আমি পর্দায় গল্প বলতে ভালোবাসি। কখনোই এটা বন্ধ করতে চাই না কিন্তু সত্যিই আমি এমন একটি দিনের অপেক্ষায় আছি যেদিন বাড়ি ফিরে আমার জীবনসঙ্গীকে দেখতে পাব। বিয়ে করব, আমারও বাচ্চা থাকবে, কুকুর থাকবে এবং মনে হবে যেন জীবনে সবকিছু করে ফেলেছি।’ 

ব্রিটিশ এক গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই অভিনেত্রী নতুন মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমায় তার চরিত্র স্নো হোয়াইট এবং তার বাস্তব জীবনের মধ্যে কিছু মিল দেখতে পাচ্ছেন। জেগলার বলেন, ‘স্নো হোয়াইট তার নিজের লক্ষ্যেই আছে এবং এক সময়ে সে প্রেমে পড়ে যায় যেটা সত্যিই অসাধারণ। এটাই জীবন। কখন কার সঙ্গে কী ঘটবে সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি না।’ 

জেগলার বিশ্বাস করেন, তরুণদের জন্য ‘স্নো হোয়াইট’-এর মতো সিনেমা দেখা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘পরবর্তী প্রজন্মের জন্য স্নো হোয়াইটের মতো সিনেমা দেখা খুবই গুরুত্বপূর্ণ। আপনি সঠিক কাজ করলে সেখানে ভুলের কোনো অবকাশই থাকে না।’ উল্লেখ্য, ছবিটিতে গ্যাল গ্যাদত ইভিল কুইনের ভূমিকায় অভিনয় করেছেন। 

/শাকিল  

বাগদান সারলেন ঋতাভরী

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৬:২৫ পিএম
আপডেট: ১৮ এপ্রিল ২০২৫, ০৫:৪৪ পিএম
বাগদান সারলেন ঋতাভরী
ছবি: সংগৃহীত

কলকাতার জনপ্রিয় তারকা ঋতাভরী চক্রবর্তী। টলিউডের সীমানা পেরিয়ে কাজ করেছেন বলিউডেও। বর্তমানে টলিউড ও বলিউডে নিয়মিত অভিনয় করছেন ঋতাভরী। এবার জানা গেল তার বাগদানের খবর। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করে অবশেষে প্রেমিক সুমিত অরোরার সঙ্গে বাগদান সারলেন এই অভিনেত্রী। 

সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে এই সুখবরটি নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করে ঋতাভরী লিখেছেন, ‘সারা জীবনের জন্য পরস্পরকে ‘বিরক্ত’ করার জন্য আমি হ্যাঁ বলেছি। মিস্টার রাইটের সঙ্গে বাগদান সেরেছি।’

পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অসংখ্য ভক্ত-অনুরাগী তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই তালিকা থেক বাদ যায়নি কলকাতার তারকারাও। ঋতাভরীর পোস্টের নিচে মন্তব্য করে তাদেরকে শুভকামনা জানিয়েছেন নুসরাত জাহান, ইশা সাহা, রাহুল দাশগুপ্তসহ অনেকেই। 

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, পহেলা বৈশাখের দিন বাগদান সেরেছেন এই জুটি। চলতি বছরই বিয়ে করবেন তারা। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে থাইল্যান্ডে বিয়ে করার পরিকল্পনা চূড়ান্ত করেছেন ঋতাভরী ও সুমিত। 

ঋতাভরীর হবু বর সুমিত অরোরা পেশায় লেখক। ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চান্দু চ্যাম্পিয়ান’ ইত্যাদি সিনেমার ছবির সংলাপ লেখক তিনি। এ ছাড়া সোনাক্ষী সিনহা অভিনীত ‘দাহাড়’ ও মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলিম্যান’ ওয়েব সিরিজেরও সংলাপ লিখেছেন সুমিত। 

সুমিতের আগে তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ঋতাভরী। তবে সে সম্পর্ক বেশিদিন টেকেনি। মৈনাক ভৌমিকের ‘গৃহস্থ’ সিনেমায় ঋতাভরীকে সবশেষ দেখা গেছে। গত মার্চ মাসে মুক্তি পায় সিনেমাটি। 

/শাকিল 

‘দ্য লাস্ট মিসেস প্যারিশ’ ছবিতে লোপেজ

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৮:৪৫ পিএম
আপডেট: ১৮ এপ্রিল ২০২৫, ০৫:৪৫ পিএম
‘দ্য লাস্ট মিসেস প্যারিশ’ ছবিতে লোপেজ
ছবি: সংগৃহীত

দুনিয়াব্যাপী জনপ্রিয় সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর পরিচালক রবার্ট জেমেকিস। গুণী এই নির্মাতার পরবর্তী ‘লাস্ট মিসেস প্যারিশ’ ছবিতে এবার কাজ করতে যাচ্ছেন হলিউড তারকা জেনিফার লোপেজ। এর আগে ২০২১ সালে লিভ কনস্ট্যান্টাইনের সর্বাধিক বিক্রীত বইটির স্বত্ব কিনে নেয় নেটফ্লিক্স। এবার এই উপন্যাসটির ওপর ভিত্তি করেই সিনেমাটি তৈরি করা হবে। 

ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, এই মনস্তাত্ত্বিক থ্রিলারটিতে একজন বিকৃত প্রতারক শিল্পীর গল্প বলা হবে- যিনি এক ধনী দম্পতি, প্যারিশকে তার পরবর্তী শিকার হিসেবে লক্ষ্য করেন। 

তার মূল লক্ষ্য, পরবর্তী মিসেস প্যারিশ হওয়া। এই লক্ষ্য নিয়ে তিনি মিসেস প্যারিশের সঙ্গে বন্ধুত্ব করেন এবং তার স্বামীকে প্রলুব্ধ করে দম্পতির মধ্যে অনুপ্রবেশ করেন। কিন্তু পরে জানতে পারেন যে, মিসেস প্যারিশের জীবন তার কল্পনার চেয়েও অনেক বেশি জটিল। ছবিটির চিত্রনাট্য লিখছেন আন্দ্রেয়া বার্লফ এবং জন গ্যাটিনস। 

যদিও ২০২১ সালে যখন ‘দ্য লাস্ট মিসেস প্যারিশ’-এর ওপর ভিত্তি করে সিনেমা তৈরির ঘোষণা দেওয়া হয়েছিল, তখন লিসা রুবিন (যিনি নেটফ্লিক্সের টিভি সিরিজ ‘জিপসি’ তৈরি করেছিলেন)কে মূলত চিত্রনাট্য লেখার জন্য নিয়োগ করা হয়েছিল। ভ্যারাইটি অনুসারে এমনটাই জানা গেছে। তবে পরে সেটি পরিবর্তন করা হয়। 

প্রযোজকদের মধ্যে রয়েছেন থ্রিডট প্রোডাকশনের লিজা চ্যাসিন, সামথিং হ্যাপি প্রোডাকশনের মলি সিমস এবং নুয়োরিকান প্রোডাকশনের লোপেজ, এলেন গোল্ডস্মিথ-থমাস এবং বেনি মেডিনা। 

লোপেজ সম্প্রতি অনুপ্রেরণামূলক ক্রীড়া নাটক ‘আনস্টপেবল’-এ অভিনয় করেছেন। পরবর্তী সময়ে পরিচালক বিল কন্ডনের ‘কিস অব দ্য স্পাইডার ওম্যান’-এর মিউজিক্যাল রিমেকেও দেখা যাবে এ আমেরিকান অভিনেত্রীকে। 

‘দ্য লাস্ট মিসেস প্যারিশ’-এর নির্মাতা জেমেকিসের চলচ্চিত্র তালিকার মধ্যে রয়েছে ‘রোমান্সিং দ্য স্টোন’, ‘ব্যাক টু দ্য ফিউচার’, ‘হু ফ্রেমড রজার র‌্যাবিট’, ‘কাস্ট অ্যাওয়ে’ এবং ‘দ্য পোলার এক্সপ্রেস’-এর মতো সিনেমা। 

/শাকিল  

বলিউড পার্টি ট্রমার মতো

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৩৫ পিএম
আপডেট: ১৮ এপ্রিল ২০২৫, ০৫:৪৪ পিএম
বলিউড পার্টি ট্রমার মতো
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বড় পর্দায় সাহসী চরিত্রে অভিনয় করা এ তারকা পর্দার বাইরেও ঠোঁটকাটা স্বভাবের। অপ্রকাশিত গোপন কথা হরহামেশাই অকপটে বলে ফেলেন তিনি। সাহসী মন্তব্যের জন্য পরিচিত এই অভিনেত্রী ইন্ডাস্ট্রির অপ্রচলিত রহস্য উন্মোচন করার সুযোগ কখনো হাতছাড়া করেন না। 

এর আগে এক পডকাস্টে, বলিউডের অভ্যন্তরীণ বৃত্তের সঙ্গে নিজের অস্বস্তির কথা জানিয়েছিলেন এ অভিনেত্রী। এতে করে তাকে নিয়ে সমালোচনাও কম হয়নি। তার পরও নিজের নীতিতে অটুট আছেন এই তারকা। 

কিছুদিন আগে রাজ শামানীর পডকাস্টে কঙ্গনা তার ইন্ডাস্ট্রির সহকর্মীদের সরাসরি আক্রমণ করেন। বলিউড শিল্পীদের বোকা, বুদ্ধিহীন এবং বলিউড পার্টিকে ‘ট্রমা’ বলে বর্ণনা করেছিলেন। বিষয়টি বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল। 

যদিও কঙ্গনার থেকে এমন কথাবার্তা এটাই প্রথমবার নয়। মাঝে মধ্যেই ইন্ডাস্ট্রির নেতিবাচক দিক নিয়ে সমালোচনা করতে দেখা যায় এ অভিনেত্রীকে। বলিউডের অনেক প্রভাবশালী তারকার সঙ্গেও তিনি কথার লড়াইয়ে জড়িয়েছেন। উল্লেখ্য, কঙ্গনা তার ক্যারিয়ারে ‘রাজ’, ‘গ্যাংস্টার,’ ‘সিমরান’, ‘কুইন’ এবং ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’-এর মতো সিনেমায় কাজ করেছেন। 

কর্মক্ষেত্রে শেষবার কঙ্গনাকে ইন্দিরা গান্ধীর জীবনী নিয়ে নির্মিত ‘ইমার্জেন্সি’ ছবিতে দেখা গিয়েছিল। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এ ছাড়াও সিনেমাটিতে পরিচালক এবং সহ-প্রযোজক হিসেবেও যুক্ত ছিলেন বলিউডের ‘কুইন’খ্যাত এ তারকা।

অভিনয় ও পরিচালনা দিয়ে দর্শকদের কাছ থেকে খুব ভালো সাড়া পেলেও বক্স অফিস আয়ে ছবিটি ব্যর্থ হয়েছিল। সিনেমাটি চলতি বছরের ১৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। 

/শাকিল  

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জাভেদ

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৫২ পিএম
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জাভেদ
ছবি: সংগৃহীত

বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক ইলিয়াস জাভেদ। দীর্ঘদিন ধরেই ক্যানসারসহ নানা অসুখে ভুগছেন তিনি। হঠাৎ করেই গত ১৬ এপ্রিল দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। এবার জানা গেল কিছুটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জাভেদ। এই অভিনেতার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। 

নৃত্য পরিচালক ইউসুফ খান গণমাধ্যমকে বলেন, ‘উনার (জাভেদ) শরীর হঠাৎ বেশি খারাপ হয়ে গেলে গত বুধবার হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকের তত্ত্বাবধানে তার নানারকম পরীক্ষানিরীক্ষা হয়েছে। চিকিৎসায় অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় বুধবারই তাকে বাসায় নেওয়া হয়েছে। চিকিৎসক তাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে বলেছেন। সবাই আমাদের ইলিয়াস জাভেদ ভাইয়ের জন্য জন্য দোয়া করবেন’। 

জানা গেছে, ক্যানসার আক্রান্ত এই অভিনেতা এর আগে একবার ব্রেইন স্ট্রোক করেছিলেন। ২০২০ সালের ৪ এপ্রিল মূত্রনালির জটিলতায় আক্রান্ত হলে জাভেদের অস্ত্রোপচার করা হয়। তারপর থেকেই বলা চলে শারীরিকভাবে আর সুস্থ হতে পারছেন না তিনি। 

উল্লেখ্য, জাভেদ অভিনীত সর্বশেষ সিনেমার নাম ‘মা বাবা সন্তান’। এরপর আর সিনেমায় দেখা যায়নি।  নৃত্য পরিচালক থেকে অভিনেতা হওয়া জাভেদ দীর্ঘ ক্যারিয়ারে- মালেকা বানু, অনেক দিন আগে, শাহজাদা, রাজকুমারী চন্দ্রবান, সুলতানা ডাকু, আজো ভুলিনি, কাজল রেখা, সাহেব বিবি গোলাম, নিশান, বিজয়িনী সোনাভানসহ অনেক সুপারহিট সিনেমায় কাজ করেছেন। 

/শাকিল  

ফারিণের প্রথম সিনেমা ওটিটিতে

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০১:৫০ পিএম
আপডেট: ১৮ এপ্রিল ২০২৫, ১২:৫৪ পিএম
ফারিণের প্রথম সিনেমা ওটিটিতে
ছবি: সংগৃহীত

এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে ঈদে মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর ওয়েবফিল্ম ‘হাউ সুইট’। কাজল আরেফিন অমি পরিচালিত এতে ফারিণের নায়ক হয়েছেন জনপ্রিয় তারকা অপূর্ব। এই ওয়েবফিল্মে অভিনয় করে প্রশংসা পাচ্ছেন এই অভিনেত্রী। এবার ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাচ্ছে ফারিণ অভিনীত প্রথম সিনেমা ‘ফাতিমা’। 

এর আগে ২০ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তির ঘোষণা এলেও অজানা কারণে তখন সেটি হয়নি। গত বছর ২৪ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটি মুক্তির আগেই ইরানের ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল। এই সিনেমায় অভিনয়ের জন্য ফারিণ সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছিলেন। সিনেমাটি লন্ডনের রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অর্জন করেছিল সেরা চলচ্চিত্রের পুরস্কার। বঙ্গতে মুক্তির খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ছবির নির্মাতা ধ্রুব হাসান নিজেই। 

তাসনিয়া ফারিণ ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, পান্থ কানাই, মানস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
আবেগঘন ও ভাবনার উদ্রেককারী সিনেমাটিতে একজন নারীর অতীত, বর্তমান, স্বপ্ন ও বাস্তবতার সংমিশ্রণে গড়ে উঠেছে এক হৃদয়স্পর্শী গল্প।
প্রথমে সিনেমাটির নাম ছিল ‘দাহকাল’। পরবর্তী সময়ে নাম পাল্টে রাখা হয় ‘ফাতিমা’। এটি নির্মাণে সময় লেগেছে টানা ৮ বছর। ৮ বছর পর ২০২৪ সালে এটি মুক্তি দেওয়া হয়।

তাসনিয়া ফারিণ বলেন, “আট বছর পর পরিচালক হঠাৎ ফোন করে বললেন, সিনেমাটি শেষ করবেন, তখন আমি অবাক হয়েছিলাম। কিন্তু ‘ফাতিমা’ শেষ করা, মুক্তি পাওয়া এবং এটা থেকে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পাওয়া ছিল অসম্ভব সুন্দর অভিজ্ঞতা। এবার সেটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। এটিও সুন্দর একটি খবর আমার জন্য। আশা করি, দর্শকরা ছবিটি দেখবেন।” 

নির্মাতা ধ্রুব হাসান বলেন, ‘ওটিটিতে এর আগেও মুক্তির কথা থাকলেও অবশেষে মুক্তি পাচ্ছে ছবিটি। এতে করে দেশের বাইরের দর্শকরা ছবিটি দেখার সুযোগ পাবেন। এ ছাড়া একটা বড় দর্শক ওটিটির মাধ্যমে দেখতে পাবেন।’ 

/শাকিল