
হলিউড অভিনেত্রী র্যাচেল জেগলার বর্তমানে তার আসন্ন সিনেমা ‘স্নো হোয়াইট’ মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি এ অভিনেত্রী জানিয়েছেন, ব্যক্তিগত জীবনে ভীষণ ইচ্ছে তার নিজের একটা পরিবার হোক। এমনকি র্যাচেল পেশাজীবনেও মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে যেতে চান। মূলত এ দুটির মধ্যে ভারসাম্য রাখতে চান ‘স্পেলবাউন্ড’খ্যাত এ তারকা।
প্রসঙ্গটি নিয়ে জেগলার অ্যালুরকে বলেন, ‘আমি একটি পরিবার চাই কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত কাজও করতে চাই। আমি পর্দায় গল্প বলতে ভালোবাসি। কখনোই এটা বন্ধ করতে চাই না কিন্তু সত্যিই আমি এমন একটি দিনের অপেক্ষায় আছি যেদিন বাড়ি ফিরে আমার জীবনসঙ্গীকে দেখতে পাব। বিয়ে করব, আমারও বাচ্চা থাকবে, কুকুর থাকবে এবং মনে হবে যেন জীবনে সবকিছু করে ফেলেছি।’
ব্রিটিশ এক গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই অভিনেত্রী নতুন মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমায় তার চরিত্র স্নো হোয়াইট এবং তার বাস্তব জীবনের মধ্যে কিছু মিল দেখতে পাচ্ছেন। জেগলার বলেন, ‘স্নো হোয়াইট তার নিজের লক্ষ্যেই আছে এবং এক সময়ে সে প্রেমে পড়ে যায় যেটা সত্যিই অসাধারণ। এটাই জীবন। কখন কার সঙ্গে কী ঘটবে সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি না।’
জেগলার বিশ্বাস করেন, তরুণদের জন্য ‘স্নো হোয়াইট’-এর মতো সিনেমা দেখা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘পরবর্তী প্রজন্মের জন্য স্নো হোয়াইটের মতো সিনেমা দেখা খুবই গুরুত্বপূর্ণ। আপনি সঠিক কাজ করলে সেখানে ভুলের কোনো অবকাশই থাকে না।’ উল্লেখ্য, ছবিটিতে গ্যাল গ্যাদত ইভিল কুইনের ভূমিকায় অভিনয় করেছেন।
/শাকিল