
টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় এই নায়িকা এবার কলকাতার গণ্ডি পেরিয়ে কাজ করতে যাচ্ছেন বলিউডে। তবে সেখানকার কোনো ছবিতে নয় বরং হিন্দি সিনেমার একটি গানের মডেল হিসেবে কাজের সুযোগ পেয়েছেন এ টলিউড সুন্দরী।
কলকাতার সমসাময়িক সিনেমার আরও বেশ কিছু তারকা আগেই বলিউড সিনেমায় অভিষেক করেছিলেন। যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, পূজা বন্দোপাধ্যায়, প্রসেনজিৎ-এর মতো তারকারা বলিউডে কাজ করেছেন। তবে দেরিতে হলেও এবার সেই তালিকায় নিজের নাম তুলতে যাচ্ছেন নুসরাত।
কুমার তুরানি প্রযোজিত এই মিউজিক ভিডিওটি টিপস মিউজিকের ব্যানারে নির্মাণ করা হয়েছে। আর ভিডিওটি পরিচালনা করেছেন স্নেহা শেঠি কোহলি। ‘হাত পে লেহেরায়ে কঙ্গন তেরা’ শিরোনামের গানটি গেয়েছেন সংগীতশিল্পী পাপন।
সম্প্রতি উত্তর কলকাতার লাহা বাড়িতে মিউজিক ভিডিওটির শুটিং পর্ব সম্পন্ন হয়েছে। তবে দেরিতে হলেও বলিউডে সুযোগ পেয়ে ভীষণ খুশি এ অভিনেত্রী। নুসরাত জানান, টিপস মিউজিকের মতো এমন বড় ব্যানারে কাজ করতে পেরে দারুণ আনন্দিত তিনি।
/শাকিল