দেশের কিংবদন্তি রক ব্যান্ড ‘সোলস’ তাদের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করতে যাচ্ছে এক বিশেষ কনসার্ট। আগামী ২ মে চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে আয়োজিত হবে এই স্মরণীয় সংগীতসন্ধ্যা, যার শিরোনাম ‘মাস্টারকার্ড প্রেজেন্টস সোলস আনপ্লাগড: ৫০ ইয়ার্স অব টাইমলেস মিউজিক’। এতে গাইবেন চট্টগ্রামের সন্তান পার্থ বড়ুয়া।
গত বুধবার এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এই এক্সক্লুসিভ শোর ঘোষণা দেয় এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্স। যেখানে উপস্থিত ছিলেন আয়োজক, স্পন্সর ও ব্যান্ড সদস্যরা।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্সের সিইও মনজুমা মুর্শেদ, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের সিইও ব্রিগেডিয়ার জেনারেল আবু সালেহ মোহাম্মদ আলী, সোলস ব্যান্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মীর মাসুম (কি-বোর্ড) এবং মারুফ হাসান রিয়েল (বেজ গিটার) প্রমুখ।
এ সময় অনলাইনে যুক্ত হয়ে সোলসের জনপ্রিয় লিড গিটারিস্ট ও ভোকাল পার্থ বড়ুয়া বলেন, ‘আরা চিটাংগা, সোলস আঁরার, অনরা বেগ্গুন চলি আইয়ুন আঁরার কনসার্ডত।’ আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘সোলস কেবল একটি ব্যান্ড নয়, এটি প্রজন্মের পর প্রজন্ম সংগীতপ্রেমীদের জন্য এক অনুপ্রেরণার নাম।’
এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্সের সিইও মনজুমা মুর্শেদ বলেন, ‘এটি শুধুই একটি বছরপূর্তির কনসার্ট নয়, এটি হচ্ছে এক ঐতিহাসিক সংগীতযাত্রার শ্রদ্ধাঞ্জলি। সেদিন রাতটা হবে সুর, স্মৃতি ও আবেগে ভরা এক হৃদয়ছোঁয়া।’
সোলস ব্যান্ডের মারুফ হাসান রিয়েল বলেন, ‘যারা সোলস-এর গান শুনে বড় হয়েছেন এবং যারা এখনো আবিষ্কার করছেন সেই জাদুকরী সুর, এই সন্ধ্যা উৎসর্গ করছি তাদের সবাইকে। এটি কেবল কনসার্ট নয়, চট্টগ্রামের সংস্কৃতি এবং দেশের সংগীত ঐতিহ্যের গর্বিত এক উদ্যাপন।’
আয়োজকরা জানিয়েছেন, এই এক্সক্লুসিভ শোর টিকিট বিক্রি শুরু ১৭ এপ্রিল থেকে এবং অনলাইনে পাওয়া যাবে https://mastercard.sslcommerz.com/souls50/ এই সাইটে।
মাস্টারকার্ড-এর কার্ড ব্যবহারকারীরা পাবেন ২০ শতাংশ ফ্ল্যাট ছাড়। এ ছাড়া সরাসরি কিনতে চাইলে দর্শকরা যেতে পারবেন রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-এর রিসেপশন ডেস্কে।
সোলস-প্রেমীরা অনুষ্ঠানসংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন সোলস ব্যান্ড, আয়োজক এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্স এবং টাইটেল স্পন্সর মাস্টারকার্ড-এর অফিশিয়াল ফেসবুক পেজগুলোতে।
/শাকিল