
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে উত্তরবঙ্গের দোয়েল খ্যাত ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী বেবী নাজনীন। তবে রাজনৈতিক জটিলতায় দীর্ঘ সময় ধরে পর্দায় দেখা মেলেনি এই শিল্পীর। দুই দশকেরও বেশি সময় পর এবার রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির প্রাঙ্গনে পা রাখলেন বেবী নাজনীন। শুক্রবার সন্ধ্যায় ইদের একটি একক অনুষ্ঠানের জন্য তাকে বিটিভির স্টুডিওতে দেখা যায়। এদিন সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত তার গানের রেকর্ড করা হয়।
‘প্রিয়তম একটু শোনো’ শিরোনামের এই গানের অনুষ্ঠানের তালিকায় রয়েছে দেশজুড়ে আলোড়ন তোলা তার গাওয়া ৮ টি গান। এর ভেতর রয়েছে ‘বন্ধু তুমি কই’, ‘প্রিয়তম একটু শোনো’, ‘দু চোখে ঘুম আসে না’, ‘কাল সারারাত’, ‘মধুচন্দ্রিমা এই রাতে’, ‘সারা বাংলায় খুঁজি তোমারে’, ‘দারুণও বরষায় এই নদী’ এর মতো জনপ্রিয় গানগুলো। পাশাপাশি রেকর্ড করা হয়েছে ‘খোলা হাটের বালুচরে’ শিরোনামে একটি আঞ্চলিক বিয়ের গান।
অনুষ্ঠানটির নির্বাহী প্রযোজনার দায়িত্বে আছেন আফরোজা সুলতানা। কবিরুল ইসলাম রতনের পরিচালনায় বিশেষভাবে কোরিওগ্রাফি করা হয়েছে তিনটি গান। আয়োজোন সম্পর্কে বেবী নাজনীন জানান, দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই সবগুলো গান নির্বাচন ও সম্পাদনা করা হয়েছে।আশা করি সব মিলিয়ে দর্শকদের ভালো লাগবে।’
দুই দশক পর বিটিভির ইদ অনুষ্ঠানের জন্য গান গাইতে পারা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন এই তারকা। তিনি বলেন, ‘বিটিভি শুধু রাষ্ট্রীয় টিভি চ্যানেলই নয়। সেই সঙ্গে অনেক শিল্পী ও তারকার আঁতুড়ঘর। রাজনৈতিক কারণে অনেক শিল্পীদের এক অদৃশ্য কালো তালিকা তৈরি করে সেখানে প্রবেশ একরকম নিষিদ্ধ করে রাখা হয়েছিল। একজন শিল্পী হিসেবে জাতীয় গণমাধ্যমে গাইতে না পারার কষ্ট কেমন তা এই দুই দশক ধরে বুঝতে পেরেছি। এখন আমার একটাই চাওয়া যে অতীতের ঘটনাগুলো যেন আর পুনরাবৃত্তি না ঘটে। প্রত্যেক শিল্পী যেন স্বাধীনভাবে নিজেদের সৃষ্টি ও প্রতিভা তুলে ধরার সুযোগ পান।’
উল্লেখ্য, গান গাওয়ার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে নাম লিখিয়েছিলেন বেবী নাজনীন। বর্তমানেও তিনি বিএনপি চেয়ারপারসন এর একজন উপদেষ্টা।
/ তাসনিম তাজিন