ছবি: সংগৃহীত
দুবারের একাডেমি পুরস্কারজয়ী অভিনেত্রী কেট ব্লানচেট। ক্যারিয়ারে ‘অ্যাভিয়েটর’ এবং ‘ব্লু জেসমিন’-এর মতো অসংখ্য সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন এই হলিউড তারকা। এবার অদ্ভুত এক কথা বলে ভক্তদের অবাক করে দিলেন তিনি। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে, একদিন অভিনয় এবং চলচ্চিত্র জগত থেকে দূরে সরে যাওয়ার ইচ্ছার কথা পোষণ করেছেন এই মার্কিনি।
ডেডলাইনের উদ্ধৃতি অনুসারে, যুক্তরাজ্যের রেডিও টাইমস ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী স্বীকার করেছেন যে, তিনি অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। কারণ তিনি জীবনে আরও নানা ধরনের কাজ করতে চান। এই সপ্তাহের শেষে প্রথমবারের মতো প্রচারিত ‘বিবিসি রেডিও ৪’-এর দ্য ফিভারের প্রচারমূলক সাক্ষাৎকারের সময় এই তথ্য প্রকাশ করা হয়।
সম্প্রতি কেট ব্লানচেট অভিনীত একটি কাজের সহ-পরিচালক জন টিফানি উল্লেখ করেছিলেন যে, এক সাক্ষাৎকারে কেট নিজেকে অভিনেত্রী হিসেবে ঘোষণা করতে দ্বিধা করছিলেন।
কেট এর জবাবে বলেছিলেন, ‘আমি আসলে হাল ছেড়ে দিচ্ছি। আমি যখনই বলি (অভিনয় ছাড়ার ব্যাপারে) আমার পরিবার তাদের চোখ ঘুরিয়ে নেয়, কিন্তু আমি এটাই বলতে চাই। আমি সত্যিই অভিনয় ছেড়ে দিতে চাই।’
অভিনেত্রী আরও জানান যে, তিনি তার জীবনে আরও অনেক কিছু করতে চান। একজন তারকা হিসেবে নিজের অভিজ্ঞতা বর্ণনা করার সময় অভিনেত্রী আরও জানিয়েছিলেন, যে প্রক্রিয়ায় সাক্ষাৎকার নেওয়া হয় সেটা তিনি মোটেই পছন্দ করেন না।
‘আমার কাছে আমার চেয়ে বেশি বিরক্তিকর আর কেউ নেই এবং আমি অন্যদের অনেক বেশি আকর্ষণীয় মনে করি। আমার নিজেকে অনেক বেশি নিস্তেজ বলে মনে হয়। পাশাপাশি টকশোতে কথা যেভাবে বের করে আনা হয় এবং দেখানো হয় সেটাও আমার পছন্দ নয়’- ডেডলাইনের প্রতিবেদন অনুসারে এমনটাই জানিয়েছেন ব্লানচেট।
উল্লেখ্য, এ অভিনেত্রীকে সামনে জেলনার ব্রাদার্সের তারকাখচিত এলিয়েন ইনভেসন কমেডি ‘আলফা গ্যাং’-এও দেখা যাবে।
/শাকিল