ঢাকা ১২ বৈশাখ ১৪৩২, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
English
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

ঈদ-উল ফিতরে আসছে বাপ্পীর 'আসমানী'

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১২:২৩ পিএম
ঈদ-উল ফিতরে আসছে বাপ্পীর 'আসমানী'
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বহুল প্রতিক্ষীত এম সাখাওয়াৎ এর “আসমানী” চলচ্চিত্রটি লেজার ভিশন এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হতে যাচ্ছে। চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন এম সাখাওয়াত হোসেন।  

এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা: বাপ্পী চৌধুরী, সুম্মী রহমান, জয়ন্ত চট্টোপধ্যায়, সম্পা রেজা ও অরুণা বিশ্বাসহ আরও অনেকে। সাড়া জাগানো “আসমানী” চলচ্চিত্রটি আপনাদের সবার ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে। চলচ্চিত্রটির সম্পর্কে পরিচালক বলেন আমি অনেক যত্ন সহকারে এই চলচ্চিত্রটি নির্মাণ করেছি। আশা করি সব ধরনের দর্শকদের চলচ্চিত্রটি মুগ্ধ করবে। 


/রিয়াজ

ট্রাম্পের কথার জবাব দিলেন ক্লুনি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৯:৩০ এএম
ট্রাম্পের কথার জবাব দিলেন ক্লুনি
ছবি: সংগৃহীত

হলিউড তারকা জর্জ ক্লুনি। ক্যারিয়ারে যিনি উল্লেখযোগ্য সংখ্যক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। জয় করেছেন মর্যাদাপূর্ণ সব পুরস্কার। সেই অভিনেতাকেই কিনা ‘ভুয়া অভিনেতা’ বলে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিনেতা এবার প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক সেই সমালোচনার জবাব দিলেন। 

তবে ক্লুনি ট্রাম্পের অপমানের যে জবাব দিয়েছেন সেটা অবাক করার মতো। ভ্যারাইটির একটি প্রতিবেদন অনুসারে, ক্লুনি এই অপমানে বিরক্ত নন এবং বলেছেন যে তিনি সত্য কথা বলাকে বেশি অগ্রাধিকার দেন। এ জন্য রাজনীতিবিদদের কাছ থেকে কোন অনুমোদনও চান না।

এই অভিনেতা এবং রাষ্ট্রপতির মধ্যে মূলত মতবিরোধ শুরু হয় যখন ক্লুনি ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর একটি উপ-সম্পাদকীয়তে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আসন্ন প্রেসিডেন্ট পদ থেকে সরে আসার আহ্বান জানিয়েছিলেন। এই লেখাটি তখন ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনার মুখে পড়ে এবং ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে ক্লুনিকে নিয়ে তীব্র সমালোচনা করেন। সেই পোস্টেই ট্রাম্প ক্লুনির অভিনয় ক্যারিয়ার নিয়ে উপহাস করে তাকে বাইডেনের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ করেছিলেন।

ভ্যারাইটি অনুসারে ট্রাম্প লিখেছিলেন, ‘ক্লুনি কখনো দুর্দান্ত সিনেমা তৈরির কাছাকাছিও পৌঁছাতে পারেননি।’ পাশাপাশি ক্লুনি ও বাইডেন উভয়কেই ‘ইঁদুর’ বলে উল্লেখ করেছিলেন এ মার্কিন প্রেসিডেন্ট।

জবাবে জর্জ ক্লুনি সিবিএস মর্নিংসে দেওয়া এক সাক্ষাৎকারে পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট করে জানান, ট্রাম্পের মন্তব্যে তিনি বিরক্ত নন। ভ্যারাইটিতে উদ্ধৃত করে তিনি বলেন, ‘‘আমি এসবের পরোয়া করি না।’’

ক্লুনি আরও স্বীকার করেছেন, সবাই তার বক্তব্যের সঙ্গে একমত হবেন না এবং সমালোচনা নিজের মতামত প্রকাশেরই অংশ। এমনকি এলন মাস্কও তার ওপর মন্তব্য করেছিলেন কিন্তু জোর দিয়েছিলেন যে প্রত্যেকেরই তাদের মতামত প্রকাশের অধিকার আছে- ঠিক যেমন তার নিজস্ব মতামত প্রকাশের অধিকার রয়েছে। 

/শাকিল  

নাটক দিয়ে হিমির রেকর্ড

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১০:৩০ এএম
নাটক দিয়ে হিমির রেকর্ড
ছবি: সংগৃহীত

ছোট পর্দার এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকে নিয়মিত অভিনয় করেন তিনি। তার অভিনীত নাটকগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে। 

এবার নাটক দিয়ে এই অভিনেত্রী রেকর্ড গড়লেন। তার ক্যারিয়ারে ১০৯ টিরও বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ১০৯টির প্রতিটি নাটকই কোটির ওপর ভিউ পেয়েছে। বাংলাদেশের অভিনেত্রীদের ক্ষেত্রে এই রেকর্ড একমাত্র হিমির দখলে। এমন সাফলতার কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে হিমিকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর। 

নিলয় আলমগীর অভিনন্দন জানিয়ে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে লেখা আছে, ‘অভিনন্দন জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক ইন্ডাস্ট্রির ইতিহাসে প্রথম অভিনেত্রী হিসেবে জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত ১০৯টি নাটক প্রতিটি ১ কোটি ভিউজ স্পর্শ করেছে।’ 

অভিনেত্রী মনিরা মিঠু ফেসবুকে হিমিকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘একজন মেধাবী অভিনেত্রীর সফলতা। অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা’। 

এদিকে হিমিরি এই সাফলতায় ভক্ত-অনুরাগীরাও শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানানোর জন্য হিমিও সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি ২০১৪-তে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’-এ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে নাটকে অভিনয় করতে শুরু করেন। পর্দায় অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে তার জুটি সর্বাধিক জনপ্রিয়। অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবে অভিষেক হয়েছে তার। 

/শাকিল  

‘সেরা রাঁধুনী’ সিজন ৮

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৯:০০ পিএম
‘সেরা রাঁধুনী’ সিজন ৮
ছবি: সংগৃহীত

রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’ সিজন ৮। প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে। সারা দেশ থেকে অডিশনের মাধ্যমে বাছাইকৃত সেরা ২০ জন প্রতিযোগীকে নিয়ে বর্তমানে চলছে স্টুডিও রাউন্ড। 

এই রাউন্ডে প্রতিযোগিতার বিভিন্ন ধাপে প্রতিযোগীদের ভিন্ন ভিন্ন ঘরানার রান্নায় পারদর্শিতা যাচাইয়ের পাশাপাশি রান্না পরিবেশনা, নিজেকে উপস্থাপন, বাচনভঙ্গি, ব্যক্তিত্ব, বিক্রয় দক্ষতা, নেতৃত্বগুণ, খাবারের ব্যবসা চালানোর ক্ষমতা, বিভিন্ন পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে তাৎক্ষণিক বুদ্ধি ও দক্ষতা প্রয়োগের ক্ষমতার ওপর ভিত্তি করে নির্বাচিত হবেন ‘সেরা রাঁধুনী সিজন ৮’।

পুরস্কার হিসেবে তিনি জিতে নেবেন ১৫ লাখ টাকা। প্রথম ও দ্বিতীয় রানারআপ পাবেন যথাক্রমে ১০ লাখ ও ৫ লাখ টাকা। প্রতিযোগিতার বিচারক হিসেবে রয়েছেন নাঈম আশরাফ, রাহিমা সুলতানা রীতা এবং চিত্রানায়িকা পূর্ণিমা। মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার। 

/শাকিল  

আমেরিকার মঞ্চে আবারও গাইবেন মৌসুমী

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৮:০০ পিএম
আমেরিকার মঞ্চে আবারও গাইবেন মৌসুমী
ছবি: সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। মাঝে কয়েকবার দেশে ফেরার খবর দিলেও বাস্তবে ফেরা হয়নি তার। আমেরিকায় গিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছিলেন এই তারকা অভিনেত্রী। এরপর আর অভিনয়ে দেখা যায়নি তাকে। 

এবার জানা গেল আমেরিকার একটি অনুষ্ঠানে গান গাইবেন মৌসুমী। যদিও এর আগেও যুক্তরাষ্টের বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়েছেন এই অভিনেত্রী। তাই আপাতত অভিনয়ে না ফিরলেও আবারও একটি অনুষ্ঠানে গান গাওয়ার খবর দিয়েছেন তিনি। 

বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর উপলক্ষে ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেস’ (বাফলা) আয়োজিত ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভাল’ অনুষ্ঠানে গান গাইবেন মৌসুমী।

তবে মৌসুমী একাই নন, একই মঞ্চে গান গাইবেন সেলিম চৌধুরী ও দিনাত জাহান মুন্নী।
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আনিসুর রহমান মিলন ও নোভা ফিরোজ। গান গাওয়ার পাশাপাশি আগামী ২৭ এপ্রিল মৌসুমী একটি নৃত্য পরিবেশনও করবেন। 

এ বিষয়ে মৌসুমী গণমাধ্যমকে বলেন, ‘বাফলা’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সুন্দর ও বর্ণাঢ্য  এই  আয়োজনে আমাকে সম্পৃক্ত রাখার জন্য। দেশের বাইরে থেকেও দেশের প্রতি, দেশের মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে পারব আমরা, এটাই যেন অনেক অনেক ভালো লাগার একটি বিষয়।’

উল্লেখ্য, ২৯টি সংগঠন নিয়ে গঠিত ফেডারেশন বাফলা। ২০০৬ থেকে নিয়মিতভাবে বাংলাদেশের স্বাধীনতা উদযাপনের জন্য এই আয়োজন করে আসছে সংগঠনটি। সেই ধারাবাহিকতায় আগামী ২৬ ও ২৭ এপ্রিল লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভাল। 

/শাকিল  

আবারও হলিউড সিনেমায় প্রিয়াঙ্কা

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৭:০০ পিএম
আবারও হলিউড সিনেমায় প্রিয়াঙ্কা
ছবি: সংগৃহীত

হিন্দি সিনেমার এক সময়ের জনপ্রিয় মুখ প্রিয়াঙ্কা চোপড়া বলিউড মাতিয়ে এখন হলিউডে মধুর সময় পার করছেন। চলতি বছরেই মুক্তি পেতে যাচ্ছে প্রিয়াঙ্কা অভিনীত হলিউড ছবি ‘হেডস অব স্টেট’। সিনেমাটি আগামী ২ জুলাই প্রাইম ভিডিওতে বিশ্বব্যাপী প্রিমিয়ার হতে চলেছে। 

প্রিয়াঙ্কা ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন জনপ্রিয় হলিউড তারকা জন সিনা এবং ব্রিটিশ তারকা ইদ্রিস এলবা। অ্যাকশন-কমেডি ঘরানার এই সিনেমাটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট (জন সিনা) এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর (ইদ্রিস এলবা) মধ্যকার প্রকাশ্য প্রতিদ্বন্দ্বিতা নির্মিত হয়েছে, যা তাদের দেশের ‘বিশেষ সম্পর্ক’কে সমস্যার মুখে ফেলে দেয়।

কিন্তু একপর্যায়ে দুজনেই এক শক্তিশালী এবং দুর্ধর্ষ বিদেশি প্রতিপক্ষের লক্ষ্যবস্তুতে পরিণত হলে দুই নেতার নিরাপত্তা নিয়েই শঙ্কা দেখা দেয়। ফলে তারা দুজন একত্রিত হয়ে যায় এবং বুদ্ধিদীপ্ত এমআইসিক্স এজেন্ট নোয়েল বিসেটের (প্রিয়াঙ্কা চোপড়া) সঙ্গে জোট বাঁধে। 

জানা গেছে, এই ছবিটি একটি বিশ্বব্যাপী অ্যাডভেঞ্চার, যা দুর্দান্ত অ্যাকশন এবং তীক্ষ্ণ কৌতুকপূর্ণ আড্ডার সংমিশ্রণে দর্শকদের এক রোমাঞ্চকর যাত্রায় নিয়ে যাবে। নব্বই দশকের আবরণে নির্মিত অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক ইলিয়া নাইশুলার। এই নির্মাতা ইতোমধ্যে ‘হার্ডকোর হেনরি’ (২০১৫) এবং ‘নো বডি’ (২০২১)-এর মতো সিনেমা তৈরি করে সাড়া ফেলেছেন।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কার্লা গুগিনো, জ্যাক কোয়েড, স্টিফেন রুট, সারাহ নাইলস, রিচার্ড কোয়েল এবং প্যাডি কনসিডাইনের মতো তারকারা। উল্লেখ্য, এই ছবির মাধ্যমে ২০২১ সালের অতিপ্রাকৃত ড্রামা ‘দ্য সুইসাইড স্কোয়াড’-এর পর আবারও এক সঙ্গে পর্দায় আসছেন জন সিনা এবং ইদ্রিস এলবা।

‘হেডস অব স্টেট’-এর পাশাপাশি প্রিয়াঙ্কা এসএস রাজামৌলির ‘এসএসএমবি২৯’ ছবিটিতেও প্রধান অভিনেত্রী হিসেবে কাজ করেছেন। যেখানে তাকে প্রথমবারের মতো টলিউড তারকা মহেশ বাবুর বিপরীতে দেখা যাবে। 

/শাকিল