ছবি: সংগৃহীত
হিন্দি সিনেমার এক সময়ের জনপ্রিয় মুখ প্রিয়াঙ্কা চোপড়া বলিউড মাতিয়ে এখন হলিউডে মধুর সময় পার করছেন। চলতি বছরেই মুক্তি পেতে যাচ্ছে প্রিয়াঙ্কা অভিনীত হলিউড ছবি ‘হেডস অব স্টেট’। সিনেমাটি আগামী ২ জুলাই প্রাইম ভিডিওতে বিশ্বব্যাপী প্রিমিয়ার হতে চলেছে।
প্রিয়াঙ্কা ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন জনপ্রিয় হলিউড তারকা জন সিনা এবং ব্রিটিশ তারকা ইদ্রিস এলবা। অ্যাকশন-কমেডি ঘরানার এই সিনেমাটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট (জন সিনা) এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর (ইদ্রিস এলবা) মধ্যকার প্রকাশ্য প্রতিদ্বন্দ্বিতা নির্মিত হয়েছে, যা তাদের দেশের ‘বিশেষ সম্পর্ক’কে সমস্যার মুখে ফেলে দেয়।
কিন্তু একপর্যায়ে দুজনেই এক শক্তিশালী এবং দুর্ধর্ষ বিদেশি প্রতিপক্ষের লক্ষ্যবস্তুতে পরিণত হলে দুই নেতার নিরাপত্তা নিয়েই শঙ্কা দেখা দেয়। ফলে তারা দুজন একত্রিত হয়ে যায় এবং বুদ্ধিদীপ্ত এমআইসিক্স এজেন্ট নোয়েল বিসেটের (প্রিয়াঙ্কা চোপড়া) সঙ্গে জোট বাঁধে।
.jpg)
জানা গেছে, এই ছবিটি একটি বিশ্বব্যাপী অ্যাডভেঞ্চার, যা দুর্দান্ত অ্যাকশন এবং তীক্ষ্ণ কৌতুকপূর্ণ আড্ডার সংমিশ্রণে দর্শকদের এক রোমাঞ্চকর যাত্রায় নিয়ে যাবে। নব্বই দশকের আবরণে নির্মিত অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক ইলিয়া নাইশুলার। এই নির্মাতা ইতোমধ্যে ‘হার্ডকোর হেনরি’ (২০১৫) এবং ‘নো বডি’ (২০২১)-এর মতো সিনেমা তৈরি করে সাড়া ফেলেছেন।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কার্লা গুগিনো, জ্যাক কোয়েড, স্টিফেন রুট, সারাহ নাইলস, রিচার্ড কোয়েল এবং প্যাডি কনসিডাইনের মতো তারকারা। উল্লেখ্য, এই ছবির মাধ্যমে ২০২১ সালের অতিপ্রাকৃত ড্রামা ‘দ্য সুইসাইড স্কোয়াড’-এর পর আবারও এক সঙ্গে পর্দায় আসছেন জন সিনা এবং ইদ্রিস এলবা।
‘হেডস অব স্টেট’-এর পাশাপাশি প্রিয়াঙ্কা এসএস রাজামৌলির ‘এসএসএমবি২৯’ ছবিটিতেও প্রধান অভিনেত্রী হিসেবে কাজ করেছেন। যেখানে তাকে প্রথমবারের মতো টলিউড তারকা মহেশ বাবুর বিপরীতে দেখা যাবে।
/শাকিল