ঢাকা ১৬ বৈশাখ ১৪৩২, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
English
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ঈদে রেনেসাঁর নতুন গান

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৯:৪০ পিএম
ঈদে রেনেসাঁর নতুন গান
ছবি: সংগৃহীত

এবারের ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড রেনেসাঁর নতুন গান ‘দিনের শেষে সবাই একা’। গানের কথা লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী ও সুর করেছেন পিলু খান। গানটি প্রকাশ করছে আজব রেকর্ডস। এই বছর রেনেসাঁ উদযাপন করবে ব্যান্ডের ৪০ বছর। সেই উপলক্ষে নতুন গান প্রকাশের এই উদ্যোগ নিয়েছে। 

নতুন গান প্রসঙ্গে গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘গানটিতে জীবনের কথা বলেছি, মানুষের কথা বলেছি। আসলে দিনের শেষে মানুষ একা।’ 

এ প্রসঙ্গে ব্যান্ডের অন্যতম সদস্য নকীব খান বলেন, ‘রেনেসাঁ সব সময় বিষয়ভিত্তিক গানে জীবনের কথা বলেছে, এবারও তারই ধারাবাহিকতা বজায় রেখেছি আমরা এই গানে। আশা করি আমাদের শ্রোতাদের ভালো লাগবে আমাদের এই প্রয়াস।’ 

রেনেসাঁর আরেকজন সদস্য পিলু খান নতুন গান নিয়ে নিজের মতামত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘প্রায় দুই বছর পর রেনেসাঁর নতুন গান আসছে। ব্যান্ডের দীর্ঘ এই পথচলায় আমরা চেষ্টা করেছি গানে গানে আমাদের শ্রোতাদের পাশে থাকতে। এক সময় আমরা অ্যালবাম প্রকাশ করতাম। এখন একটি করে গান প্রকাশ পায়। আমরা চেষ্টা করেছি সময়ের সঙ্গে আমাদের পথ চলতে।’ 

রেনেসাঁর নতুন গান ঈদের আগেই শ্রোতারা শুনতে পাবেন স্বাধীন, আইটিউনস, স্পটিফাইসহ শতাধিক স্ট্রিমিং অ্যাপে। ঈদের আগেই আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে এই গানের একটি লিরিক্স ভিডিও। 

উল্লেখ্য যে, আজব রেকর্ডস সম্প্রতি তাদের এক যুগ বর্ষপূর্তি উপলক্ষে ১২ সপ্তাহে ১২টি মৌলিক গান প্রকাশের উদ্যোগ নিয়েছে। এই গানটি সেই আয়োজনের একটি অংশ হিসেবে পাচ্ছেন বাংলা গানের শ্রোতারা। রেনেসাঁর বর্তমান লাইনআপ নকীব – কি-বোর্ড ও ভোকাল, পিলু - ড্রামস ও ভোকাল, ইমরান-গিটার ও ভোকাল, রেজা-লিড গিটার, হাবলু- পারকাশন। 

/শাকিল  

শিল্পকলায় ‘দ্রৌপদী পরম্পরা’

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৩০ পিএম
শিল্পকলায় ‘দ্রৌপদী পরম্পরা’
ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আগামী ৩ মে শুক্রবার সন্ধ্যা ৭টায় থিয়েটার মঞ্চস্থ করবে আলোচিত নাটক ‘দ্রৌপদী পরম্পরা’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন প্রবীর দত্ত। এতে অভিনয় করেছেন প্রবীর দত্ত, রফিকুল ইসলাম, রানা মাসুদ, বাদল, লেলিন, মৌসুমী, ঐন্দ্রিলা, ইউশাসহ আরও অনেকে। 

এই নাটকে অভিনয়ের মাধ্যমে প্রায় ২০ বছর পর আবারও মঞ্চ নাটকে অভিনয় করতে যাচ্ছেন এ সময়ের জনপ্রিয় বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা রানা মাসুদ। এই নাটকে তার চরিত্রের নাম রংগরাজ। সত্যজিৎ রায়ের চলচ্চিত্র গোপী গাইন বাঘা বাইনের রাজার চরিত্রের আদলে তৈরি হয়েছে চরিত্রটি। বর্তমানে রানা মাসুদ থিয়েটারের প্রচার ও দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। 

নাটকে দেখা যাবে: মহাভারতে দ্রৌপদী একটি নারী চরিত্র। যাকে অর্জুন ভালোবেসে বিয়ে করে। কিন্তু ঈশ্বরের নির্দেশে দ্রৌপদী তার পাঁচ ভাইয়ের সঙ্গে সংসার করতে বাধ্য হয়। তখন অর্জুন রাগ করে বনবাসে চলে যায়। এদিকে দ্রৌপদী অর্জুনের জন্য অপেক্ষা করতে থাকে।

একসময় অর্জুন দ্রৌপদীকে রক্ষা করতে আবার পৃথিবীতে চলে আসে। ধর্মের দোহাই দিয়ে নারীদের নানা রকম নির্যাতনের শিকার হওয়াকে কেন্দ্র করেই নাটকটি এগিয়ে যায়। রঙ্গভূমির রাজা রঙ্গরাজের দুই ধর্মগুরু একজন মুসলমান আরেকজন হিন্দু দুজনের বুদ্ধিতেই রাজা স্বয়ং দ্রৌপদীর বস্ত্র হরণ করে সতীত্বের প্রমাণ করতে যায়। তখন অর্জুন পৃথিবীতে এসে দ্রৌপদীকে রক্ষা করে। 

২০ বছর পর মঞ্চনাটকে ফেরা প্রসঙ্গে রানা মাসুদ বলেন, ‘এর আগে আমি থিয়েটারে সাত ঘাটের কানাকড়ি, জমিদার দর্পণ, রুপভান, সাদী সিরাজের পালা, বটবৃক্ষের ধরম করম, জননী বর্তমান, আদিম, একটি অবাস্তব গপ্পো। ইত্যাদি নাটকে অভিনয় করেছি। মঞ্চনাটকের মাধ্যমেই ক্যারিয়ার শুরু করেছিলাম। মঞ্চ আমার প্রাণের জায়গা।

এরপর নির্মাণে ব্যস্ত হয়ে পড়ায় মঞ্চে অনিয়মিত হয়ে পড়ি। কিন্তু মঞ্চের প্রতি ভালোবাসাটা সব সময়ই ছিল। তাই এবার মনে হলো প্রিয় জায়গায় আবারও কাজ শুরু করি। সেই ভাবনা থেকেই মঞ্চে ফিরছি। আশা করি দর্শকদের সাপোর্ট ও ভালোবাসা পাব।’ 

/শাকিল  

ইভার অনেক স্বপ্ন পূরণ বাকি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৩০ পিএম
ইভার অনেক স্বপ্ন পূরণ বাকি
ছবি: সংগৃহীত

হলিউড অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া। অভিনয় ছাড়াও প্রযোজক, পরিচালক এবং ব্যবসায়ী হিসেবে বেশ সুনাম রয়েছে এই আমেরিকান তারকার। এ বছরের মার্চেই ৫০ বছর পূর্ণ করেছেন তিনি। ক্যারিয়ারে এত এত সফলতার পরও এই তারকা এখনো ভীষণ স্বপ্নবিলাসী। সম্প্রতি তিনি বলেছেন, তার এখনো অনেক স্বপ্ন পূরণ করার বাকি। 

‘হ্যালো! ম্যাগাজিন’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে লঙ্গোরিয়া বলেন, ‘আমি খুবই ইতিবাচক এবং আশাবাদী মানসিকতার একজন মানুষ। আমার অনেক স্বপ্ন পূরণ করার আছে।’ তিনি আরও যোগ করেন, ‘জীবনের সবকিছুই কৃতজ্ঞতার ওপর নির্ভরশীল। আমার জীবনের জন্য এবং আমি যে জীবনটি পেতে যাচ্ছি তার জন্য আমি ভীষণ রকমের কৃতজ্ঞ।’

পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী থেকে প্রযোজক এবং পরিচালক হয়ে ওঠা ইভা লঙ্গোরিয়ার ক্যামেরার পেছনে অভিষেক হয় ২০২৩ সালে ‘ফ্লেমিন হট’ ছবির মধ্য দিয়ে। তার বর্তমান যে সফলতা তার কারণ হিসেবে তিনি মনে করেন, এই অগ্রগতির জন্য দৃঢ় সংকল্প এবং আগ্রহ স বথেকে বেশি ভূমিকা রেখেছে। এই অভিনেত্রী বলেন, ‘আমার জন্য কাজগুলো স্বাভাবিক হয়ে ওঠে, কারণ আমি চেষ্টা করি, আমি আমার সব বুদ্ধিমত্তা ব্যবহার করি, যাতে সেগুলো বাস্তবায়ন করতে পারি।’

একজন সফল ব্যবসায়ী হিসেবে লঙ্গোরিয়া জানান, তার সৃষ্টি করার প্রতি ভালোবাসা তাকে উদ্যোক্তা হিসেবে সাহায্য করেছে। তিনি বলেন, ‘আমি ব্যবসায়িক জগৎ এবং জিনিসপত্র তৈরি করতে ভালোবাসি। এটি একটি টিভি সিরিজ বানানো হোক, একটি সিনেমা তৈরির জন্য একটি দল হোক বা আমার কাসা দেল সোল টাবিলার মতো একটি ব্র্যান্ড হোক, কোন কিছু তৈরিতে আমার খুব আগ্রহ।’

বর্তমানে লঙ্গোরিয়া নতুন পারিবারিক কমেডি ঘরানার একটি ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি এই অভিনেত্রী যে নিজের শিকড় ভুলে যাননি, সেটিও যেন কথার একপর্যায়ে বুঝিয়ে দিলেন।

তিনি বলেন, ‘আমার জন্য, আমি কোথা থেকে এসেছি তা কখনো ভুলে যাওয়া সম্ভব নয়। আমার পরিবারের সঙ্গে থাকা, টেক্সাস থেকে আসা, মেক্সিকান-আমেরিকান হওয়া... এসব জিনিসই আমাকে ব্যাখ্যা করে। এগুলোই আমাকে এই শিল্পে ভিত্তি করে দিয়েছে। আপনি যদি না জানেন যে আপনি কোথা থেকে এসেছেন, তাহলে আপনি কোথায় যাচ্ছেন তা জানা কঠিন।’ 

/শাকিল  

নির্মাণের পাঁচ বছর পর আসছে জয়ার সিনেমা

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৬:৪৯ পিএম
নির্মাণের পাঁচ বছর পর আসছে জয়ার সিনেমা
ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এই অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নঁকশি কাথার জমিন’। আকরাম খান পরিচালিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে সিনেমায়। 

এতে দুই বোনের চরিত্রে জয়া ও ফারিহা শামস সেঁওতি। দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। গুরুত্বপূর্ণ আরও দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি। সিনেমাটিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন জয়া। ব্যবসায়িকভাবে সফলতা না পেলেও সিনেমার গল্প, নির্মাণ এবং জয়া আহসানের অভিনয় সবার হৃদয় কেড়েছে।

এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসানের নতুন সিনেমা। দুই নারী, জয়া ও তার সহকারী শারমিনের সম্পর্কের উত্থান-পতনের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘জয়া আর শারমিন’। সিনেমাটি নির্মাণের পাঁচ বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

এটি নির্মাণ করেছেন পিপলু আর খান। করোনা মহামারির সময়ে এর শুটিং শুরু হয়েছিল। মাত্র ১৫ দিনেই নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমায় জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং শারমিন চরিত্রে অভিনয় করেছেন মঞ্চ অভিনেত্রী মহসিনা আক্তার। 

গত ২৭ এপ্রিল জয়া আহসান সিনেমার একটি মোশন পিকচার শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, “কিছু গল্পের মুহূর্ত খুঁজে পেতে সময় লাগে। এমন একসময়ে চিত্রায়িত, যখন পৃথিবী স্থবির ছিল, আমাদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জয়া আর শারমিন’ নীরবে অপেক্ষা করছিল। পাঁচ বছর পর এটি অবশেষে আপনার সামনে আসতে প্রস্তুত। পিপলু আর খান পরিচালিত সিনেমাটি দুই নারীর গল্প যারা নিজেদের ক্ষতি, বন্ধুত্ব এবং নারীত্বের গল্পে আবদ্ধ। শিগগিরই আসছে।’’ 

সিনেমা নিয়ে জয়া আহসান আগেই বলেছিলেন, ‘জয়া আর শারমিন দুজন নারীর অচেনা ভুবনের গল্প এটি। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত, অনুক্ত, অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে, অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্ট একটা ছবি, কিন্তু আশা আছে এটি আপনাদের অনুভূতিকে নাড়া দেবে।’ 

সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে পিপলু আর খান ও নুসরাত ইসলাম মাটি। এতে আরও অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। প্রযোজনা করেছে পিপলু আর খানের অ্যাপল বক্স, আবু শাহেদ ইমনের বক্স অফিস মাল্টিমিডিয়া এবং জয়ার প্রতিষ্ঠান সি-তে সিনেমা। সিনেমাটির মুক্তির তারিখ শিগগিরই ঘোষণা করা হবে বলে জানা গেছে। 

/শাকিল  

অভিনেত্রী হতে চান প্রিয়াঙ্কা

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১২:০৫ এএম
অভিনেত্রী হতে চান প্রিয়াঙ্কা
ছবি: সংগৃহীত

ভোলার মেয়ে প্রিয়াঙ্কা চৌধুরী গত ১৯ এপ্রিল নেপালে অনুষ্ঠিত (দুই বাংলার গ্ল্যামার প্রতিযোগিতা) ‘বর্ষা সুন্দরী’ সিজন ফোর ‘অপরূপা’ প্রতিযোগিতায় সর্বশেষ গ্র্যান্ড ফিনালেতে আসা দশজনের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন। অল্প কিছুদিনের মধ্যেই রাজধানীর ‘এআইইউবি’তে তিনি তার বিশ্ববিদ্যালয় জীবন শুরু করতে যাচ্ছেন। 

তবে প্রিয়াঙ্কা চৌধুরী’র স্বপ্ন পড়াশুনার পাশাপাশি ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করার। যদিও বা এখনো নাটকে তার কাজ করা শুরু হয়নি। অপেক্ষায় আছেন একটি ভালো গল্পের, ভালো নির্মাতার এবং নিজের মনের মতো একজন সহশিল্পীর বিপরীতে অভিনয় করার। 

প্রিয়াঙ্কা চৌধুরীর বিশ্বাস হয়তো কিছুদিনের মধ্যেই তিনি সেই সুযোগটিও পেয়ে যাবেন। এরইমধ্যে প্রিয়াঙ্কা রাসেল শিকদার, অংকুরের পরিচালনায় বেশ কয়েকটি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন। একটি প্রতিষ্ঠানের বাটার, এসএমসি ড্রিংক ওয়াটার’সহ আরো বেশকিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। পাশাপাশি রাজধানীর গুলশানে অবস্থিত সেলিব্রিটিস চয়েজ’ ফ্যাশন হাউজের মডেল হিসেবে কাজ করেছেন তিনি।

‘সেলিব্রিটিস চয়েজ’ ছাড়াও আরো কয়েকটি প্রতিথযশা ফ্যাশন হাউজেরও মডেল হয়েছেন তিনি। এস হাউজের পণ্যের প্রচরণায় ফটোশ্যুটেই শুধু অংশগ্রহন করেছেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার বাবা ও মায়ের স্বপ্ন সে যেন মিডিয়াতে নিজের মেধাকে কাজে লাগিয়ে একদিন বড় একজন অভিনেত্রী হতে পারে। 

আগামীর স্বপ্ন নিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘আমাদের ইন্ডাষ্ট্রির অনেক প্রিয় প্রিয় শিল্পীর অভিনয়ই আমি দেখেছি। তাদের অভিনয় দেখে দেখে নিজের মনের মধ্যে স্বপ্ন বুনেছি একদিন আমিও অভিনয় করবো, তাদের মতো বড় শিল্পী হবো। সেই স্বপ্ন নিয়েই একটি প্লাটফরমের মধ্যদিয়ে নিজের মেধাকে ও সৌন্দর্য্যকে কিছুটা হলেও প্রমাণ করতে পেরেছি বর্ষা সুন্দরী অপরূপার মাধ্যমে।

আমি জানি এখানে কাজ করতে হলে অনেক ধৈর্য্য ধরতে হয়, কষ্ট করতে হয়, শ্রম দিতে হয়। আমি মানসিকভাবে নিজেকে সেভাবেই প্রস্তুত করছি। এরইমধ্যে অনেক প্রতিষ্ঠান আমাকে তাদের প্রতিষ্ঠানের কাজ করার মধ্যদিয়ে আগামীর পথে এগিয়ে নিয়ে যাবার অুনপ্রেরণা দিয়েছে। যার মধ্যে বিশেষত উল্লেখযোগ্য হচ্ছে সেলিব্রিটিস চয়েজ।

আমার বিশ্বাস ভালো গল্প পেলে এবং মনের মতো চরিত্র পেলে আমি নিজেকে যথাযথভাবে উপস্থাপন করতে পারবো। বাকীটা সময়ই বলে দিবে।’ প্রিয়াঙ্কা চৌধুরীর জন্মদিন ১০ জুন। এবারের জন্মদিনটা তার জীবনের অন্যান্য জন্মদিনের চেয়ে অনেক বর্ণাঢ্য হবে, সবার পরম ভালোবাসায় কাটবে-এমনটাই বিশ্বাস প্রিয়াঙ্কার। 

/শাকিল  

মঞ্চে প্রথম একক নাটক নিয়ে আসছেন স্মরণ

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১২:১০ এএম
মঞ্চে প্রথম একক নাটক নিয়ে আসছেন স্মরণ
ছবি: সংগৃহীত

মঞ্চের একজন দাপুটে অভিনেতা হিসেবেই তিনি পরিচিত। পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও অভিনয়ে অনবদ্য তিনি। সাভারের এই অভিনেতার নাম স্মরণ সাহা। এই সময়ে তার ভীষণ ব্যস্ততার মধ্যদিয়ে কাটছে। কারণ আগামী জুন মাসে তার একক একটি নাটক মঞ্চায়ন হবার কথা রয়েছে। 

নাটকের নাম ‘কাদা মাটি’। নাটকটি রচনা করেছেন অনিকেত পাল ও নির্দেশনা দিবেন দেবাশীষ ঘোষ। স্মরণ সাহা বলেন, ‘কাদা মাটির গল্পটা জীবনের গল্প। অনিকেত পাল চমৎকার একটি নাটক রচনা করেছেন। যেহেতু এতে আমার একক অভিনয়, তাই নিজেকে আমি সেভাবেই প্রস্তুত করছি। চেষ্টা করছি সময় করে নাটকটির জন্য রিহার্সেল করা।

কারণ একক নাটক একজন শিল্পীর জন্য অনেক বড় চ্যালেঞ্জ। দর্শকের চোখ থাকে একজন শিল্পীর দিকেই। তাই কোনোরকম ভুল করা যাবেনা। যে কারণে সেভাবেই নিজেকে প্রস্তুত করছি। এর আগে আমি কখনো একক নাটকে অভিনয় করিনি। এবারই প্রথম সেই সুযোগ হলো। তাই এটা আমার জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ।’ 

‘জাগরণী থিয়েটার’র এই নাটকটি আগামী জুন মাসে উদ্বোধনী মঞ্চায়ন হবে ঢাকারই কোনো থিয়েটার হলে। স্মরণ সাহা জানান, কাদা মাটি’র গল্প মূলত প্রবাসী বাংলাদেশীরা কীভাবে জীবন যাপন করে তাই তুলে ধরা হবে এই নাটকে। 

স্মরণ সাহা জানান এরইমধ্যে তিনি আহসান আলমগীরের রচনায় ও তপু খানের পরিচালনায় নতুন ধারাবাহিক ‘মেজ ছেলে’র কাজ শুরু করেছেন। এছাড়াও শিগগিরই নাগরিক টিভিতে প্রচারে আসবে মাসুদুর রহমান আদিত্য রচিত ও মঈন খান রূপী পরিচালিত নতুন ধারাবাহিক ‘এক্সট্রা হানিমুন’ নাটকটি। 

স্মরণ সাহা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে শাকিব খানের সঙ্গে তপু খান পরিচালিত ‘লিডার আমিই বাংলাদেশ’। স্মরণ সাহা’র অভিনয়ের শুরুটা ফরিদপুরের মামার বাড়িতে ১৯৮৬ সালে ‘সাংস্কৃতি চক্র’ নাট্যদলের নাটকে অভিনয়ের মধ্যদিয়ে। তার অভিনয়ে হাতেখড়ি মোস্তাফিজুর রহমান আজাদের কাছে। পরবর্তীতে তিনি ‘সূর্য সাথী খেলাঘর’র ‘অবাক জলপান’ নাটকে অভিনয় করেন বিশ্বজিৎ বসুর পরিচালনায়।

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ‘জাগরণী থিয়েটার’র সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি। গেলো এগারো বছর যাবত এই দলের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্মরণ সাহা অভিনীত প্রথম টিভি নাটক ছিলো সুলতান আহমেদ’র পরিচালনায় ‘সময়ের অতিথি’। তার অভিনীত প্রথম সিনেমা ছিলো সুলতান বাদলের ‘আদরের ছোট ভাই’। 

জাগরণী থিয়েটার’র হয়ে মঞ্চে অভিনয় করে স্মরণ সাহা প্রশংসিত হয়েছেন ‘কেনারাম বেচারাম’, ‘রাজার চিঠি’, ‘বিচ্ছু’, ‘বুদ্ধু’, ‘একটি আধুনিক রাক্ষস’ নাটকে। 

/শাকিল