
দীর্ঘদিন পর আসছে কণ্ঠশিল্পী আর্নিকের নতুন গান। আদিব কবিরের সুরে, কাশতান হাবিবের কথায় গানের শিরোনাম ‘চল করিনা টিকটক’। গানটিতে আরও আছেন এ সময়ের আলোচিত র্যাপার রিজান। ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল থেকে আজ ২৮ মার্চ গানটি প্রকাশিত হচ্ছে মিউজিক ভিডিও আকারে।
টিকটকের জনপ্রিয়তার কথা মাথায় রেখে পপ ধাঁচের এ গানটির চিত্রায়নে মডেল হয়েছেন টিকটকার আনফি সিনহা। ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ।
ইউটিউব চ্যানেলসহ টিকটক, স্পটিফাই, ইউটিউব মিউজিক, অ্যাপেল মিউজিকসহ ১৫০টিরও বেশি অনলাইন স্ট্রিমিং সাইটে পাওয়া যাবে গানটি।
গানটি সম্পর্কে কণ্ঠশিল্পী আর্নিক বলেন, ‘বর্তমান সময়ে পৃথিবীব্যাপী টিকটকের জনপ্রিয়তা শীর্ষে রয়েছে। সেই ভাবনা থেকেই গানটি তৈরি করা। গানটির মধ্যে ভিন্নতা আছে। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে। এ ছাড়া ভিডিওটি সুন্দর হয়েছে। সবমিলিয়ে আমি গানটি নিয়ে আশাবাদী।’
/শাকিল