ঢাকা ১৯ জ্যৈষ্ঠ ১৪৩২, সোমবার, ০২ জুন ২০২৫
English

মঞ্চে প্রথম একক নাটক নিয়ে আসছেন স্মরণ

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১২:১০ এএম
মঞ্চে প্রথম একক নাটক নিয়ে আসছেন স্মরণ
ছবি: সংগৃহীত

মঞ্চের একজন দাপুটে অভিনেতা হিসেবেই তিনি পরিচিত। পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও অভিনয়ে অনবদ্য তিনি। সাভারের এই অভিনেতার নাম স্মরণ সাহা। এই সময়ে তার ভীষণ ব্যস্ততার মধ্যদিয়ে কাটছে। কারণ আগামী জুন মাসে তার একক একটি নাটক মঞ্চায়ন হবার কথা রয়েছে। 

নাটকের নাম ‘কাদা মাটি’। নাটকটি রচনা করেছেন অনিকেত পাল ও নির্দেশনা দিবেন দেবাশীষ ঘোষ। স্মরণ সাহা বলেন, ‘কাদা মাটির গল্পটা জীবনের গল্প। অনিকেত পাল চমৎকার একটি নাটক রচনা করেছেন। যেহেতু এতে আমার একক অভিনয়, তাই নিজেকে আমি সেভাবেই প্রস্তুত করছি। চেষ্টা করছি সময় করে নাটকটির জন্য রিহার্সেল করা।

কারণ একক নাটক একজন শিল্পীর জন্য অনেক বড় চ্যালেঞ্জ। দর্শকের চোখ থাকে একজন শিল্পীর দিকেই। তাই কোনোরকম ভুল করা যাবেনা। যে কারণে সেভাবেই নিজেকে প্রস্তুত করছি। এর আগে আমি কখনো একক নাটকে অভিনয় করিনি। এবারই প্রথম সেই সুযোগ হলো। তাই এটা আমার জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ।’ 

‘জাগরণী থিয়েটার’র এই নাটকটি আগামী জুন মাসে উদ্বোধনী মঞ্চায়ন হবে ঢাকারই কোনো থিয়েটার হলে। স্মরণ সাহা জানান, কাদা মাটি’র গল্প মূলত প্রবাসী বাংলাদেশীরা কীভাবে জীবন যাপন করে তাই তুলে ধরা হবে এই নাটকে। 

স্মরণ সাহা জানান এরইমধ্যে তিনি আহসান আলমগীরের রচনায় ও তপু খানের পরিচালনায় নতুন ধারাবাহিক ‘মেজ ছেলে’র কাজ শুরু করেছেন। এছাড়াও শিগগিরই নাগরিক টিভিতে প্রচারে আসবে মাসুদুর রহমান আদিত্য রচিত ও মঈন খান রূপী পরিচালিত নতুন ধারাবাহিক ‘এক্সট্রা হানিমুন’ নাটকটি। 

স্মরণ সাহা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে শাকিব খানের সঙ্গে তপু খান পরিচালিত ‘লিডার আমিই বাংলাদেশ’। স্মরণ সাহা’র অভিনয়ের শুরুটা ফরিদপুরের মামার বাড়িতে ১৯৮৬ সালে ‘সাংস্কৃতি চক্র’ নাট্যদলের নাটকে অভিনয়ের মধ্যদিয়ে। তার অভিনয়ে হাতেখড়ি মোস্তাফিজুর রহমান আজাদের কাছে। পরবর্তীতে তিনি ‘সূর্য সাথী খেলাঘর’র ‘অবাক জলপান’ নাটকে অভিনয় করেন বিশ্বজিৎ বসুর পরিচালনায়।

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ‘জাগরণী থিয়েটার’র সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি। গেলো এগারো বছর যাবত এই দলের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্মরণ সাহা অভিনীত প্রথম টিভি নাটক ছিলো সুলতান আহমেদ’র পরিচালনায় ‘সময়ের অতিথি’। তার অভিনীত প্রথম সিনেমা ছিলো সুলতান বাদলের ‘আদরের ছোট ভাই’। 

জাগরণী থিয়েটার’র হয়ে মঞ্চে অভিনয় করে স্মরণ সাহা প্রশংসিত হয়েছেন ‘কেনারাম বেচারাম’, ‘রাজার চিঠি’, ‘বিচ্ছু’, ‘বুদ্ধু’, ‘একটি আধুনিক রাক্ষস’ নাটকে। 

/শাকিল  

রফিক সাদীর গান ‘টোয়েন্টি ইয়ারস’

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৯:০০ পিএম
রফিক সাদীর গান ‘টোয়েন্টি ইয়ারস’
রফিক সাদী। ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় শ্রোতাদের জন্য নিয়ে আসছেন কণ্ঠশিল্পী রফিক সাদী নতুন গান। গানের শিরোনাম ‘টোয়েন্টি ইয়ারস’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি লেখা ও সুরও করেছেন রফিক সাদী। গানে একটি অনন্ত বেদনায় মোড়ানো প্রেমকাহিনি উঠে এসেছে।

গানটি প্রসঙ্গে রফিক সাদী বলেন, “শরৎচন্দ্রের যেমন ‘দেবদাস’ ছিল ১২ বছরের এক নিঃশব্দ ভালোবাসার ডাক, তেমনি এই গানে আমি বলতে চেয়েছি ২০ বছরের এক দীর্ঘ অপেক্ষার গল্প। এটা নিছক একটা গান নয়, একটা সময়ের গল্প, একটা অনুভবের ইতিহাস।” 

মূলত কথানির্ভর গানে বিশেষ দক্ষ রফিক সাদী। এর আগেও ঈদ ঈদ লাগে, ভালো থেকো, ক্লান্ত পথিক, আমি এবং তুমি, ক্যামেলিয়ার মতো গান শ্রোতাদের উপহার দিয়েছেন তিনি।

গানটি ঈদ উপলক্ষে রফিক সাদীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। ‘টোয়েন্টি ইয়ারস’ গানটির পেছনের গল্প নিয়ে একটি সিনেমা বানানোর ইচ্ছে রয়েছে এই সংগীতশিল্পীর। 

/এমএস  

‘জুঁই ফুল সাবিনা ইয়াসমিন’

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৮:৩০ পিএম
‘জুঁই ফুল সাবিনা ইয়াসমিন’
ছবি: সংগৃহীত

বাংলাদেশের গানের জীবন্ত কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনকে নিয়ে নির্মিত হয়েছে বিশেষ সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানের নাম ‘জুই ফুল সাবিনা ইয়াসমিন’। অনুষ্ঠানটির পরিকল্পনা করেছেন শাইখ সিরাজ। গত ৩১ মে চ্যানেল আইয়ে ‘জুঁই ফুল সাবিনা ইয়াসমিন’কে নিয়ে এ বিশেষ আয়োজনের রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

এ আয়োজনে সাবিনা ইয়াসমিন কথা বলেছেন গান নিয়ে, সিনেমা নিয়ে। কথার ফাঁকে ফাঁকে তারই গাওয়া জনপ্রিয় গানগুলো গেয়েছেন এ প্রজন্মের শিল্পীরা। এতে কনা গেয়েছেন ‘শত জনমের স্বপ্ন’ ও ইমরানের সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন ‘সব সখীরে পার করিতে’। ঝিলিক গেয়েছেন ‘অশ্রু দিয়ে লেখা এ গান’ এবং ইমরানের সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন ‘ছেড়োনা ছেড়োনা হাত’।

লিজা গেয়েছেন ‘এই মন তোমাকে দিলাম’ এবং  ‘ও পাখি তোর যন্ত্রণা’। রাকিবা ঐশী গেয়েছেন ‘এ কী সোনার আলোয়’ ও ‘এই পৃথিবীর পরে’। আতিয়া আনিসা গেয়েছেন ‘দুঃখ ভালোবেসে’ এবং ‘ও আমার রসিয়া বন্ধুরে’। কোনাল গেয়েছেন ‘শুধু গান গেয়ে পরিচয়’ এবং  ‘ইশরারায় শীষ দিয়ে আমাকে ডেকোনা’ গানগুলো।

এ সম্পর্কে সাবিনা ইয়াসমিন বলেন, ‘সিনেমা নিয়ে, গান নিয়ে এ আয়োজনে গল্প করেছি শাইখ সিরাজ ভাইয়ের সঙ্গে। গল্পের ফাঁকে এ প্রজন্মের ছেলেমেয়েরা প্রত্যেকেই সত্যিই চমৎকার গাইল। আমি মুগ্ধ। আমার বিশ্বাস অনুষ্ঠানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’ 

সাবিনা ইয়াসমিনকে নিয়ে এমন আয়োজনে গাইতে পেরে শিল্পীরা ভীষণ উচ্ছ্বসিত। এ সম্পর্কে কনা বলেন, ‘শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাম আমার অত্যন্ত প্রিয় এবং ভীষণ শ্রদ্ধার একজন শিল্পী। তার সামনে বসে তারই গান গাওয়ার চেষ্টা করেছি, এটাই আসলে অনেক বড় প্রাপ্তি। এ পৃথিবী যতদিন থাকবে বাংলাদেশের দেশের গানের মধ্যদিয়ে এবং অন্যান্য গান দিয়েও তিনি যুগের পর যুগ বেঁচে থাকবেন।’

ইমরান বলেন, ‘আমি তো বলব শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের মতো আর কারও গান এতটা সমৃদ্ধ নয়। তারই সামনে বসে তার গান গাওয়ার সুযোগ পাওয়া পরম সৌভাগ্যের।’ 

ঝিলিক বলেন, ‘আমার সৌভাগ্য হয়েছিল শ্রদ্ধেয় রুনা ম্যাম ও সাবিনা ম্যামের হাত থেকে সেরাকণ্ঠের বিজয় মুকুট পরার। দুজনের সামনে দাঁড়িয়ে গান গাইবার সুযোগ হলো। সত্যিই এক জীবনে তা অনেক বড় প্রাপ্তি।’ 

লিজা বলেন, ‘শ্রদ্ধেয় সাবিনা ম্যামের গান প্রায় সব অনুষ্ঠানেই গাওয়া হয়। তবে তার সামনে বসে তারই গাওন গাওয়া জীবনে এই প্রথম। অনেক নার্ভাস ছিলাম, অনেক ভয়েও ছিলাম। তবে আনন্দিত ছিলাম। কারণ এ সুযোগ তো জীবনে হয়তো আর নাও আসতে পারে। তাই চেষ্টা করেছি। শুধু এতটুকুই বলব, আমার জীবনে একটা স্মরণীয় অনুষ্ঠান হয়ে থাকবে।’

‘জুঁই ফুল সাবিনা ইয়াসমিন’ অনুষ্ঠানটি আগামী ৪ সেপ্টেম্বর সাবিনা ইয়াসমিনের জন্মদিনে চ্যানেল আইয়ে প্রচার হবে বলে জানান সাবিনা ইয়াসমিন। 

/এমএস  

ঈদে রেহানের নতুন তিন নাটক

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৮:০০ পিএম
ঈদে রেহানের নতুন তিন নাটক
ফররুখ আহমেদ রেহান। ছবি: সংগৃহীত

নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘যুগল’ নাটকে নাজনীন নীহার বিপরীতে অভিনয়ের মধ্যদিয়ে অভিষেক হয় ফররুখ আহমেদ রেহানের। এরপর বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। 

প্রথম নাটকের মাধ্যমেই আলোচনায় আসেন রেহান। এরপর মেহজাবীনের বিপরীতে একটি ওয়েবফিল্মে অভিনয় করেন তরুণ এই অভিনেতা। ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় ওয়েব ফিল্মের নাম ‘নীল সুখ’। এর মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন মেহজাবীন ও রেহান।

আগামী ঈদে রেহানকে তিনটি নাটকে দেখা যাবে। রাফাত মজুমদার রিংকু, এহসান এলাহী বাপ্পী ও তারেক রহমানের পরিচালনায় তিনটি ভিন্ন নাটকে অভিনয় করেছেন তিনি। রাফাত মজুমদার রিংকুর ‘বাতাসে প্রেমের গন্ধ’, তারেক রহমানের ‘সিগনালস অব লাভ’ ও এহসান এলাহী বাপ্পীর পরিচালনায় নাম চূড়ান্ত না হওয়া একটি নাটকে অভিনয় করেছেন রেহান। নাটকগুলোতে তার বিপরীতে অভিনয় করেছেন তিশা, সাফা কবির ও প্রিয়ন্তী উর্বী।

রেহান বলেন, ‘অভিনয় ভালো করার গতিটা বেড়েছে, চেষ্টা করছি চরিত্র বুঝে অভিনয় করার। অভিনয়টা আরও ভালো করার ইচ্ছে আছে। পাশাপাশি পরিচালকরা তো সহযোগিতা করছেনই, সহশিল্পীরা ভীষণ সহযোগিতাপরায়ণ। সব মিলিয়ে হয়তো আগামীতে আরও ভালো করব। এরই মধ্যে দর্শকের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তাতে মুগ্ধ আমি, কৃতজ্ঞ তাদের প্রতি।’ 

/এমএস  

নতুন মায়েদের জন্য বলিউড অনুকূল নয়

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৭:২০ পিএম
নতুন মায়েদের জন্য বলিউড অনুকূল নয়
রাধিকা আপ্তে। ছবি: সংগৃহীত

খ্যাতিমান বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। সদ্য মা হওয়া এই তারকা সম্প্রতি নতুন মায়েদের জন্য বলিউডে কাজ করা বেশ কঠিন এবং ইন্ডাস্ট্রি এখনো তাদের জন্য যথেষ্ট সহানুভূতিশীল নয় বলে মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-কে এক সাক্ষাৎকারে রাধিকা জানান, ভবিষ্যতে কাজ এবং মাতৃত্বের ভারসাম্য কীভাবে বজায় রাখবেন সেটা তিনি বুঝতে পারছেন না। 

অভিনেত্রী বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রি নতুন মায়েদের জন্য খুব একটা সহায়ক বলে আমার মনে হয় না। জানি না এ পরিস্থিতি ভবিষ্যতে কীভাবে সামলাব। দীর্ঘ শুটিং সময় এবং অনিয়মিত সময়সূচির কারণে সন্তানকে সময় দেওয়া এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।’

রাধিকা এ কথাগুলো এমন সময় বললেন যখন দীপিকা পাড়ুকোন ‘স্পিরিট’ ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। জানা গেছে, এ ছবি থেকে দীপিকার সরে আসার কারণ তিনি শুটিংয়ের জন্য ৮ ঘণ্টার কর্মদিবস এবং উপযুক্ত পারিশ্রমিকের দাবি জানিয়েছিলেন। কিন্তু প্রযোজক অভিনেত্রীর এ দাবি মানতে রাজি ছিলেন না। ফলে দীপিকাও বিগ বাজেটের এ ছবি থেকে সরে দাঁড়ান।

দীপিকার এমন সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন বলিউডের তারকা জুটি অজয় দেবগন ও কাজল। এদিকে, আরেক তারকা সাইফ আলি খানও পরিবারের সঙ্গে সময় কাটানোর গুরুত্বের বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে কন্যাসন্তানের জন্ম দেন রাধিকা আপ্তে।

প্রসব-পরবর্তী মানসিক স্বাস্থ্য নিয়েও খোলাখুলি কথা বলেন তিনি, ‘প্রসব-পরবর্তী সময়ের জন্য আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম। আমার পরিবার এবং বন্ধুদের আগে থেকেই জানিয়ে রেখেছিলাম যে, যদি আমি প্রসবোত্তর বিষণ্ণতায় ভুগি তাহলে তারা যেন আমার পাশে থাকে।

সৌভাগ্যবশত, আমাকে কোনোরকম বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। সন্তান জন্মের পর থেকেই জীবনটা খুব উপভোগ করছি।’ উল্লেখ্য, রাধিকা আপ্তের স্বামী ব্রিটিশ সংগীতশিল্পী বেনেডিক্ট টেলর। 

/এমএস 

সড়ক দুর্ঘটনায় প্রাণে বাঁচলেন নায়ক বাপ্পী

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০২:০০ পিএম
আপডেট: ০২ জুন ২০২৫, ০২:০১ পিএম
সড়ক দুর্ঘটনায় প্রাণে বাঁচলেন নায়ক বাপ্পী
ছবি: সংগৃহীত

ঢালিউড নায়ক বাপ্পী চৌধুরী। গতকাল রবিবার (১ জুন) দিবাগত রাত ১১টায় যাত্রাবাড়ী ফ্লাইওভারে দুর্ঘটনার কবলে পড়েছেন। ট্রাকের ধাক্কায় তার গাড়ি ক্ষতির মুখে পড়লেও প্রাণে বেঁচে গেছেন অভিনেতা। তিনি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। 

জানা গেছে, যাত্রাবাড়ি ফ্লাইওভারে ওঠার পর তার গাড়ি স্বাভাবিকভাবেই যাচ্ছিল। কিন্তু হঠাৎ একটি ট্রাক সজোরে তার গাড়িকে ধাক্কা মেরে বসে। এতে অভিনেতার গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও প্রাণে বাঁচেন তিনি। এর পর পরই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ট্রাকটিকে আটক করে এবং থানায় একটি মামলা দায়ের করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিত্রনায়ক বাপ্পী বলেন, ‘অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। আমি এখনো ট্রমার মধ্যে আছি।’ উল্লেখ্য, সামনে এই অভিনেতার ‘কুস্তিগীর’ শিরোনামের একটি সিনেমা টেলিভিশনে মুক্তি দেয়া হবে যেটি পরিচালনা করেছেন শাহিন সুমন। 

/এমএস