ঢাকা ২১ জ্যৈষ্ঠ ১৪৩২, বুধবার, ০৪ জুন ২০২৫
English

মাছরাঙায় টিভিতে মায়া বেঙ্গল ইন মোশন

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১০:৩০ এএম
মাছরাঙায় টিভিতে মায়া বেঙ্গল ইন মোশন
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানটি ধারণ করে মাছরাঙা টেলিভিশন। 

এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের সঙ্গে দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী নাচের মেলবন্ধন ও শিল্পের সৌন্দর্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে বরেণ্য ও নবীন শিল্পীদের পরিবেশনায় উপস্থাপিত হয় চারটি শাস্ত্রীয় নৃত্যরূপ ভরতনাট্যম, কত্থক, মণিপুরী ও ওডিশি। 

অনুষ্ঠানের সূচনা হয় আনিসুল ইসলাম হিরু ও মাহবুবা মাহনূর চাঁদনীর পরিবেশনার মাধ্যমে। এরপর পর্যায়ক্রমে নৃত্য পরিবেশন করেন সাদিয়া ইসলাম মৌ, সাবরিনা শফি নিশা, বেনজীর সালামের দল, সামিনা হোসেন প্রেমা, আনিকা কবির শখ, তামান্না রহমান ও তাদের দল। 

/শাকিল  

ট্র্যাব মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ডে সেরা নৃত্যশিল্পী মিতিন

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৮:২১ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ০৮:২৪ পিএম
ট্র্যাব মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ডে সেরা নৃত্যশিল্পী মিতিন
ছবি: সংগৃহীত

টেলিভিশন রিপোর্টার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) কর্তৃক ট্র্যাব মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ডে সেরা নৃত্যশিল্পীর পুরস্কার পেলেন উম্মে তাবাসসুম খান মিতিন। গত ৩১ মে বিকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে তাকে এ পুরস্কার প্রদান করা হয়। তিনি ছাড়াও স্ব স্ব ক্ষেত্রে অনন্য অবদানের জন্য মিডিয়া জগতের গুণী অনেক ব্যক্তিকেই পুরস্কারটি প্রদান করা হয়েছে। 

সংগঠনের সভাপতি কাদের মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি, এবি ফ্যাশন মেকারের স্বত্বাধিকারী সানাউল হক বাবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাসের সভাপতি কামরুল হাসান দর্পণ প্রমুখ।

উম্মে তাবাসসুম খান মিতিন এর আগেও ভারতের বিশ্ববঙ্গ সাহিত্য সম্মেলন কর্তৃক শান্তি নিকেতন মঞ্চে এবং আসামের গোহাটিতে নৃত্যশিল্পী হিসেবে পুরস্কার অর্জন করেন। দেশেও বাংলাদেশ কালচারাল রিপোর্টাস এ্যাসোসিয়েশন (বিসিআরএ) কর্তৃক বিসিআরএ অ্যাওয়ার্ড এবং বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি কর্তৃক বাবিসাস অ্যাওয়ার্ডেও সেরা নৃত্যশিল্পীর পুরস্কার পেয়েছেন।

এই নৃত্যশিল্পী বলেন, ‘মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া যিনি আমাকে সবকিছু করার শক্তি দিয়েছেন। সেইসঙ্গে আমার এত কিছুর অর্জনের পেছনে আমার বাবা-মায়ের অবদান অসীম। তাদের সাপোর্ট ছাড়া আমি কোনকিছুই অর্জন করতে পারতাম না। নৃত্যগুরু আমিরুল ইসলাম মনি স্যারের প্রতিও কৃতজ্ঞতার শেষ নেই। তার আন্তরিক সহযোগিতার কারণেই আজ আমি একজন নৃত্যশিল্পী হতে পেরেছি।’

মিতিন ঢাকার সিদ্ধেশ্বরী গার্লস স্কুল থেকে এসএসসি এবং ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। তার পর ভারত সরকারের অধীনে আইসিসিআর স্কলারশিপে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে পৃথিবীখ্যাত লেডি ব্রাবোর্ন কলেজে স্নাতক সম্পন্ন করেন। বর্তমানে তিনি দেশ টেলিভিশনে নিউজ এ্যান্ড কারেন্ট এ্যাফেয়ার্সের অধীনে ডিজিটাল বিভাগে কর্মরত। 

/এমএস  

মুক্তির আগেই হাউসফুল ‘হাউসফুল ৫’

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৮:১৫ পিএম
আপডেট: ০৩ জুন ২০২৫, ১০:৫৬ পিএম
মুক্তির আগেই হাউসফুল ‘হাউসফুল ৫’
ছবি: সংগৃহীত

আগামী ৬ জুন বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে অক্ষয় কুমার অভিনীত বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’-এর পঞ্চম কিস্তি ‘হাউসফুল-৫’। তবে মুক্তির আগেই বক্স অফিসে চমক দেখাতে শুরু করেছে সিনেমাটি। অগ্রিম বুকিংয়ের রেকর্ড মতে, ছবিটি ইতিমধ্যেই ‘হাউসফুল’ হয়েছে।

মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ে বিক্রি হয়েছে ২৪ হাজার ২৩৮টি টিকিট, যা থেকে আয় হয়েছে প্রায় ৮৭ কোটি ৮৪ লাখ রুপি। ‘ব্লক সিটস’ যুক্ত করে এই অঙ্ক দাঁড়িয়েছে ৩ কোটি ৮৪ লাখ রুপিতে। ছবিটির বাজেট ৩৭৫ কোটি রুপি হলেও নির্মাতারা আশাবাদী যে বক্স অফিসে এটি বিশাল সাফল্য বয়ে আনবে।

অগ্রিম বুকিংয়ের বিচারে ‘হাউসফুল ৫’ ইতিমধ্যেই পেছনে ফেলেছে ‘সিকান্দার’, ‘ছাবা’ ও ‘রেইড ২’-এর মতো বড় বাজেটের ছবি। কর্ণাটক, মহারাষ্ট্র, দিল্লি, জম্মু-কাশ্মীর, গোয়া ও গুজরাটে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হচ্ছে।

দম ফাটানো কমেডির সঙ্গে এবার সিনেমাতে যুক্ত হয়েছে মার্ডার মিস্ট্রি। ছবিতে অক্ষয় কুমার ছাড়াও রয়েছেন নানা পাটেকর, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, শ্রেয়াস তলপড়ে, চাঙ্কি পান্ডে, ফারদিন খান, চিত্রাঙ্গদা সিং, জ্যাকুলিন ফার্নান্দেজ, নারগিস ফাখরি, সোনম বাজওয়া, রঞ্জিত ও জনি লিভারের মতো একঝাঁক তারকা।

সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ‘হাউসফুল ৫’ এর মাধ্যমে পরিচলিক তরুণ মনসুখানি ১২ বছর পর পরিচালনায় ফিরলেন। এর আগে ‘দোস্তানা’ ছবির জন্য প্রশংসিত হন তিনি। এবার ‘হাউসফুল ৫’ নিয়ে দর্শকদের জন্য আনছেন একেবারে নতুন অভিজ্ঞতা- সিনেমাটির একটি নয়, দুটি সংস্করণ (৫এ ও ৫বি)। দুটি সংস্করণের ক্লাইম্যাক্স আলাদা, যা বলিউডে প্রথমবারের মতো ঘটতে চলেছে।

ছবিটি ঘিরে ইতিমধ্যে সিনেমাপ্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। ছবির ট্রেইলার ও গান ইতোমধ্যেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।

মেহেদী/

লড়াকু আনা ডি আরমাস

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৯:৪৫ এএম
লড়াকু আনা ডি আরমাস
আনা ডি আরমাস। ছবি: সংগৃহীত

হলিউড অভিনেত্রী আনা ডি আরমাস। জনপ্রিয় ‘জন উইক’ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তি ‘ফ্রম দ্য ওয়ার্ল্ড অব জন উইক: ব্যালেরিনা’য় কিয়ানু রিভসের সঙ্গে দেখা যাবে এই তারকাকে। সিনেমায় ভয়ংকর ও বুদ্ধিদীপ্ত এক খুনি ‘ইভ ম্যাকারো’ চরিত্রের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিতে যিনি যুক্ত হয়েছেন। লেন ওয়াইজম্যান পরিচালিত এ ছবিটি আগামী ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সিরিজের তৃতীয় ও চতুর্থ কিস্তির মধ্যবর্তী সময়ের কাহিনি নিয়ে ছবিটি নির্মাণ করা হয়েছে। যেখানে দেখা যাবে, ইভ (আনা ডি আরমাস) তার পরিবারের ধ্বংসের জন্য দায়ীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে অভিযানে নামেন। ছবিটির ভিত্তি জন উইকের নৃশংসতা ও অ্যাকশন-প্যাকড জগৎ নিয়ে হলেও ইভ নিজেকে আলাদাভাবে এ সিনেমায় প্রতিষ্ঠিত করেছেন। 

বহুল প্রতীক্ষিত এ সিনেমার অন্যতম আকর্ষণীয় মুহূর্ত ইভ ও জন উইকের (কিয়ানু রিভস) মুখোমুখি সংঘর্ষ। এ সম্পর্কে ডি আরমাস বলেন, ‘তিনি (জন উইক) সেই ব্যক্তি, আপনি যার মতো হতে চান। বিশেষ করে যদি আপনি রুস্কা রোমার ছাত্র হন বা হতে ইচ্ছুক থাকেন।’ 

আনা ডি আরমাসের ফাইট ডাবল ও প্রশিক্ষক কারা মেরি চুলজিয়ান অ্যাকশন দৃশ্য প্রসঙ্গে বলেন, ‘এটি ছিল আনার প্রথম বড় কোনো অ্যাকশন দৃশ্য এবং সেটিও সরাসরি কিয়ানু রিভসের সঙ্গে। আমরা তাকে বলেছিলাম, ‘তোমাকে পানিতে ফেলে দিচ্ছি, এবার সামনে এগিয়ে যাও। তোমার সামনে কিয়ানু রিভস।’

চুলজিয়ান আরও বলেন, ‘তারা দুজনই পারফেকশনিস্ট, দুজনেরই নিজস্ব পদ্ধতি রয়েছে। যতক্ষণ না দৃশ্যটি নিখুঁত হচ্ছে, তারা বারবার রিহার্সাল করতে প্রস্তুত।’

জন উইক সিরিজের আগের কিস্তিগুলোর মতো আসন্ন ‘ব্যালেরিনা’ও নিখুঁত, তীব্রতা ও শ্বাসরুদ্ধকর স্টান্টের মাধ্যমে তৈরি করা হয়েছে। তবে এ ছবিতে নতুন মাত্রা যোগ করেছেন আনা ডি আরমাস। তার মানবিক ও আবেগঘন চরিত্রটি এমন যিনি রক্তপাত করেন, ভেঙে পড়েন কিন্তু বারবার উঠে দাঁড়ান। 

/এমএস  

ইকবাল খন্দকারের উপস্থাপনায় ‘ঈদের ছবি’

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৯:০০ এএম
ইকবাল খন্দকারের উপস্থাপনায় ‘ঈদের ছবি’
ছবি: সংগৃহীত

এবারের ঈদে বাংলাদেশ টেলিভিশন নির্মাণ করেছে নানা স্বাদের অনুষ্ঠান। আর সেসব অনুষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য একটি অনুষ্ঠান হলো ‘ঈদের ছবি’। মুক্তি প্রতীক্ষিত সিনেমার নায়ক-নায়িকাদের অংশগ্রহণে নির্মিত এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কথাসাহিত্যিক ইকবাল খন্দকার।

আর প্রযোজনা করেছেন গোলাম মোর্শেদ। এটি মূলত আড্ডার অনুষ্ঠান। যে আড্ডাকে জমজমাট ও প্রাণবন্ত করে তুলেছেন আমন্ত্রিত দুই অতিথি চিত্রনায়ক জিয়াউল রোশন ও চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। আর আড্ডার ফাঁকে ফাঁকে তারা জানিয়েছেন কীভাবে ঈদের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন, কতটা আনন্দময় ছিল শুটিংয়ের দিনগুলো।

অনুষ্ঠানটি সম্পর্কে উপস্থাপক ইকবাল খন্দকার বলেন, ‘মুক্তি প্রতীক্ষিত সিনেমা নিয়ে গতানুগতিক যেসব অনুষ্ঠান হয়, আমরা চেষ্টা করেছি এর বাইরে গিয়ে ব্যতিক্রম কিছু করার। বিশেষ করে আড্ডাটাকে সত্যিকার অর্থেই প্রাণবন্ত করে তোলার আন্তরিক চেষ্টা ছিল আমাদের। এই চেষ্টা কতটুকু সফল হয়েছে, সেই বিচারের ভার প্রিয় দর্শকের ওপর।’

উল্লেখ্য, ‘ঈদের ছবি’ অনুষ্ঠানটি প্রচার হবে বিটিভির ঈদ অনুষ্ঠানমালায়। 

/এমএস  

শান্ত জোভানের চঞ্চল প্রেমিকা তটিনী!

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৮:৪০ পিএম
শান্ত জোভানের চঞ্চল প্রেমিকা তটিনী!
ছবি: সংগৃহীত

তমাল বেশ ধীরস্থির একজন যুবক। পড়াশোনা শেষ করে চাকরি পেয়েছে থাইল্যান্ডের একটি প্রতিষ্ঠানে। বনবাস, পরিবারের সঙ্গে ঢাকায়। বিপরীতে তমালের প্রেমিকা তথা হবু বউ রায়া থাকে রাজশাহী। পড়াশোনা করছে। স্বভাবে তমালের পুরো বিপরীত; তুমুল চঞ্চল।

মোটামুটি এমন দুটি বিপরীতধর্মী চরিত্র নিয়ে সিএমভির ব্যানারে নির্মিত হলো ঈদের নাটক ‘তবুও মন’। কিঙ্কর আহসানের গল্পে নাটকটির চিত্রনাট্য লিখেছেন মানজুলুল হক, রাব্বি হোসেন ও নাহিদ আহসান। 

এতে তমাল চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান এবং রায়া চরিত্রে তানজিম সাইয়ারা তটিনী। দুজনকে নিয়ে নাটকটি বানিয়েছেন আবুল খায়ের চাঁদ। 

নির্মাতা জানান, এটা মিষ্টি গল্পের পারিবারিক একটি নাটক। যেখানে প্রেম ও পরিবার, চঞ্চলতা ও স্থিরতা; মিলেমিশে একাকার। 

/এমএস