আগামী ৬ জুন বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে অক্ষয় কুমার অভিনীত বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’-এর পঞ্চম কিস্তি ‘হাউসফুল-৫’। তবে মুক্তির আগেই বক্স অফিসে চমক দেখাতে শুরু করেছে সিনেমাটি। অগ্রিম বুকিংয়ের রেকর্ড মতে, ছবিটি ইতিমধ্যেই ‘হাউসফুল’ হয়েছে।
মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ে বিক্রি হয়েছে ২৪ হাজার ২৩৮টি টিকিট, যা থেকে আয় হয়েছে প্রায় ৮৭ কোটি ৮৪ লাখ রুপি। ‘ব্লক সিটস’ যুক্ত করে এই অঙ্ক দাঁড়িয়েছে ৩ কোটি ৮৪ লাখ রুপিতে। ছবিটির বাজেট ৩৭৫ কোটি রুপি হলেও নির্মাতারা আশাবাদী যে বক্স অফিসে এটি বিশাল সাফল্য বয়ে আনবে।
অগ্রিম বুকিংয়ের বিচারে ‘হাউসফুল ৫’ ইতিমধ্যেই পেছনে ফেলেছে ‘সিকান্দার’, ‘ছাবা’ ও ‘রেইড ২’-এর মতো বড় বাজেটের ছবি। কর্ণাটক, মহারাষ্ট্র, দিল্লি, জম্মু-কাশ্মীর, গোয়া ও গুজরাটে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হচ্ছে।
দম ফাটানো কমেডির সঙ্গে এবার সিনেমাতে যুক্ত হয়েছে মার্ডার মিস্ট্রি। ছবিতে অক্ষয় কুমার ছাড়াও রয়েছেন নানা পাটেকর, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, শ্রেয়াস তলপড়ে, চাঙ্কি পান্ডে, ফারদিন খান, চিত্রাঙ্গদা সিং, জ্যাকুলিন ফার্নান্দেজ, নারগিস ফাখরি, সোনম বাজওয়া, রঞ্জিত ও জনি লিভারের মতো একঝাঁক তারকা।
সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ‘হাউসফুল ৫’ এর মাধ্যমে পরিচলিক তরুণ মনসুখানি ১২ বছর পর পরিচালনায় ফিরলেন। এর আগে ‘দোস্তানা’ ছবির জন্য প্রশংসিত হন তিনি। এবার ‘হাউসফুল ৫’ নিয়ে দর্শকদের জন্য আনছেন একেবারে নতুন অভিজ্ঞতা- সিনেমাটির একটি নয়, দুটি সংস্করণ (৫এ ও ৫বি)। দুটি সংস্করণের ক্লাইম্যাক্স আলাদা, যা বলিউডে প্রথমবারের মতো ঘটতে চলেছে।

ছবিটি ঘিরে ইতিমধ্যে সিনেমাপ্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। ছবির ট্রেইলার ও গান ইতোমধ্যেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।
মেহেদী/