
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আগামী ৩ মে শুক্রবার সন্ধ্যা ৭টায় থিয়েটার মঞ্চস্থ করবে আলোচিত নাটক ‘দ্রৌপদী পরম্পরা’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন প্রবীর দত্ত। এতে অভিনয় করেছেন প্রবীর দত্ত, রফিকুল ইসলাম, রানা মাসুদ, বাদল, লেলিন, মৌসুমী, ঐন্দ্রিলা, ইউশাসহ আরও অনেকে।
এই নাটকে অভিনয়ের মাধ্যমে প্রায় ২০ বছর পর আবারও মঞ্চ নাটকে অভিনয় করতে যাচ্ছেন এ সময়ের জনপ্রিয় বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা রানা মাসুদ। এই নাটকে তার চরিত্রের নাম রংগরাজ। সত্যজিৎ রায়ের চলচ্চিত্র গোপী গাইন বাঘা বাইনের রাজার চরিত্রের আদলে তৈরি হয়েছে চরিত্রটি। বর্তমানে রানা মাসুদ থিয়েটারের প্রচার ও দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নাটকে দেখা যাবে: মহাভারতে দ্রৌপদী একটি নারী চরিত্র। যাকে অর্জুন ভালোবেসে বিয়ে করে। কিন্তু ঈশ্বরের নির্দেশে দ্রৌপদী তার পাঁচ ভাইয়ের সঙ্গে সংসার করতে বাধ্য হয়। তখন অর্জুন রাগ করে বনবাসে চলে যায়। এদিকে দ্রৌপদী অর্জুনের জন্য অপেক্ষা করতে থাকে।
একসময় অর্জুন দ্রৌপদীকে রক্ষা করতে আবার পৃথিবীতে চলে আসে। ধর্মের দোহাই দিয়ে নারীদের নানা রকম নির্যাতনের শিকার হওয়াকে কেন্দ্র করেই নাটকটি এগিয়ে যায়। রঙ্গভূমির রাজা রঙ্গরাজের দুই ধর্মগুরু একজন মুসলমান আরেকজন হিন্দু দুজনের বুদ্ধিতেই রাজা স্বয়ং দ্রৌপদীর বস্ত্র হরণ করে সতীত্বের প্রমাণ করতে যায়। তখন অর্জুন পৃথিবীতে এসে দ্রৌপদীকে রক্ষা করে।
২০ বছর পর মঞ্চনাটকে ফেরা প্রসঙ্গে রানা মাসুদ বলেন, ‘এর আগে আমি থিয়েটারে সাত ঘাটের কানাকড়ি, জমিদার দর্পণ, রুপভান, সাদী সিরাজের পালা, বটবৃক্ষের ধরম করম, জননী বর্তমান, আদিম, একটি অবাস্তব গপ্পো। ইত্যাদি নাটকে অভিনয় করেছি। মঞ্চনাটকের মাধ্যমেই ক্যারিয়ার শুরু করেছিলাম। মঞ্চ আমার প্রাণের জায়গা।
এরপর নির্মাণে ব্যস্ত হয়ে পড়ায় মঞ্চে অনিয়মিত হয়ে পড়ি। কিন্তু মঞ্চের প্রতি ভালোবাসাটা সব সময়ই ছিল। তাই এবার মনে হলো প্রিয় জায়গায় আবারও কাজ শুরু করি। সেই ভাবনা থেকেই মঞ্চে ফিরছি। আশা করি দর্শকদের সাপোর্ট ও ভালোবাসা পাব।’
/শাকিল