ঢাকা ১৯ জ্যৈষ্ঠ ১৪৩২, সোমবার, ০২ জুন ২০২৫
English

শিল্পকলায় ‘দ্রৌপদী পরম্পরা’

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৩০ পিএম
শিল্পকলায় ‘দ্রৌপদী পরম্পরা’
ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আগামী ৩ মে শুক্রবার সন্ধ্যা ৭টায় থিয়েটার মঞ্চস্থ করবে আলোচিত নাটক ‘দ্রৌপদী পরম্পরা’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন প্রবীর দত্ত। এতে অভিনয় করেছেন প্রবীর দত্ত, রফিকুল ইসলাম, রানা মাসুদ, বাদল, লেলিন, মৌসুমী, ঐন্দ্রিলা, ইউশাসহ আরও অনেকে। 

এই নাটকে অভিনয়ের মাধ্যমে প্রায় ২০ বছর পর আবারও মঞ্চ নাটকে অভিনয় করতে যাচ্ছেন এ সময়ের জনপ্রিয় বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা রানা মাসুদ। এই নাটকে তার চরিত্রের নাম রংগরাজ। সত্যজিৎ রায়ের চলচ্চিত্র গোপী গাইন বাঘা বাইনের রাজার চরিত্রের আদলে তৈরি হয়েছে চরিত্রটি। বর্তমানে রানা মাসুদ থিয়েটারের প্রচার ও দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। 

নাটকে দেখা যাবে: মহাভারতে দ্রৌপদী একটি নারী চরিত্র। যাকে অর্জুন ভালোবেসে বিয়ে করে। কিন্তু ঈশ্বরের নির্দেশে দ্রৌপদী তার পাঁচ ভাইয়ের সঙ্গে সংসার করতে বাধ্য হয়। তখন অর্জুন রাগ করে বনবাসে চলে যায়। এদিকে দ্রৌপদী অর্জুনের জন্য অপেক্ষা করতে থাকে।

একসময় অর্জুন দ্রৌপদীকে রক্ষা করতে আবার পৃথিবীতে চলে আসে। ধর্মের দোহাই দিয়ে নারীদের নানা রকম নির্যাতনের শিকার হওয়াকে কেন্দ্র করেই নাটকটি এগিয়ে যায়। রঙ্গভূমির রাজা রঙ্গরাজের দুই ধর্মগুরু একজন মুসলমান আরেকজন হিন্দু দুজনের বুদ্ধিতেই রাজা স্বয়ং দ্রৌপদীর বস্ত্র হরণ করে সতীত্বের প্রমাণ করতে যায়। তখন অর্জুন পৃথিবীতে এসে দ্রৌপদীকে রক্ষা করে। 

২০ বছর পর মঞ্চনাটকে ফেরা প্রসঙ্গে রানা মাসুদ বলেন, ‘এর আগে আমি থিয়েটারে সাত ঘাটের কানাকড়ি, জমিদার দর্পণ, রুপভান, সাদী সিরাজের পালা, বটবৃক্ষের ধরম করম, জননী বর্তমান, আদিম, একটি অবাস্তব গপ্পো। ইত্যাদি নাটকে অভিনয় করেছি। মঞ্চনাটকের মাধ্যমেই ক্যারিয়ার শুরু করেছিলাম। মঞ্চ আমার প্রাণের জায়গা।

এরপর নির্মাণে ব্যস্ত হয়ে পড়ায় মঞ্চে অনিয়মিত হয়ে পড়ি। কিন্তু মঞ্চের প্রতি ভালোবাসাটা সব সময়ই ছিল। তাই এবার মনে হলো প্রিয় জায়গায় আবারও কাজ শুরু করি। সেই ভাবনা থেকেই মঞ্চে ফিরছি। আশা করি দর্শকদের সাপোর্ট ও ভালোবাসা পাব।’ 

/শাকিল  

রামদা নিয়ে শাকিব খানকে খুঁজে কারাগারে যুবক

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৯:১৬ পিএম
আপডেট: ০২ জুন ২০২৫, ০৯:১৮ পিএম
রামদা নিয়ে শাকিব খানকে খুঁজে কারাগারে যুবক
ছবি: সংগৃহীত

রামদা হাতে শাকিব খানকে খুঁজে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) হামলা ও ভাঙ্চুরের ঘটনায় মানিক মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩১ মে) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএফডিসি কর্তৃপক্ষের মামলার প্রেক্ষিতে রবিবার (১ জুন) তাকে আদালতে পাঠানো হয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন ‘প্রেমের তাজমহল’ খ্যাত নির্মাতা গাজী মাহবুব।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমরা সেসময় এফডিসিতে ছিলাম। হঠাৎ হৈচৈ শুনে বের হয়ে দেখি এক যুবক চাপাতি হাতে ভাঙচুর করছে। আর শাকিব খানের নাম ধরে চিৎকার করছে। পরে আমরা তাকে জিজ্ঞেস করলাম, কী ব্যাপার সে বলছিল শাকিব খানের কাছে টাকা পায়। আমরা তাকে জিজ্ঞেস করি কিসের টাকা, সে বলছিল জামালপুর তার বাড়ি। ‘গলুই’ সিনেমার শুটিং করতে গিয়ে সে সেখানে কাজ করেছে। তাকে টাকা দেয় নাই। শাকিব খান আর একজন কালো মতো মতো লোককে খুঁজছিল। তবে সেই লোকটা কে নাম বলতে পারছিল না। আমরা বললাম, শাকিব খান এখানে থাকে না, সে বলল এটা এফডিসি শাকিব খান এখানেই থাকে। এরপর আমরা গোপনে পুলিশকে খবর দেই। পুলিশ আসা পর্যন্ত তাকে ব্যস্ত রাখি। পরে পুলিশ এসে ধরে নিয়ে যায়।’

তবে মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক ওই যুবককে মানসিক ভারসাম্যহীন বলে উল্লেখ করে গণমাধ্যমকে বলেন, ‘আসলে তার কথাবার্তা অসংলগ্ন। কোনো কথাই ঠিকমতো বলতে পারছিল না। যেহেতু মামলা হয়েছে। আমরা তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি।’

মেহেদী/

বিটিভিতে চার পর্বের ব্যান্ড শো

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৯:২৫ পিএম
বিটিভিতে চার পর্বের ব্যান্ড শো
ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ঈদুল আজহা উপলক্ষে প্রচারিত হবে চার পর্বের বিশেষ ব্যান্ড শো। যেখানে গান শোনাবেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকারা। ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টায় গাইবে চিরকুট। নিজেদের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনাবেন তারা। নাসির উদ্দিনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কাজী মমরেজ মাহমুদ।

ঈদের চতুর্থ দিন বিকাল ৪টায় রয়েছে এফ মাইনর, মেকানিক, নাটাই ও তরুণ ব্যান্ডের পরিবেশনা। আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায় ও সেবন্তীর উপস্থাপনায় দলগুলো আটটি গান পরিবেশন করবে। ঈদের চতুর্থ দিন সন্ধ্যা ৭টায় গোলাম মোর্শেদের প্রযোজনায় গান শোনাবে আর্ক, সিম্ফনি, অরবিট ও রক্স বে রক ব্যান্ডদল। আর্কের কণ্ঠে শোনা যাবে ‘সুইটি তুমি আর কেঁদোনা’, ‘একাকী আমি একাকী’ ও ‘যা ছিল আড়ালে পরিচয়’ গানগুলো।

এ ছাড়া সিম্ফনি গাইবে ‘এখনো পৃথিবীটা কী দারুণ সেজেছে’, ‘যে চোখে ছিল ভালোবাসা’, অরবিট শোনাবে ‘তুমি শুধু আমার’, ‘ওই এলোরে বান’ এবং রক্স বে রক শোনাবে ‘তুমি আমার অধরা’ গানটি। ঈদের পঞ্চম দিন সন্ধ্যা ৭টায় আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায় গাইবে ব্যান্ডদল বিজয়, বেঙ্গল সিম্ফনি, শুভযাত্রা ও আভাস। 

/এমএস  

রফিক সাদীর গান ‘টোয়েন্টি ইয়ারস’

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৯:০০ পিএম
রফিক সাদীর গান ‘টোয়েন্টি ইয়ারস’
রফিক সাদী। ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় শ্রোতাদের জন্য নিয়ে আসছেন কণ্ঠশিল্পী রফিক সাদী নতুন গান। গানের শিরোনাম ‘টোয়েন্টি ইয়ারস’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি লেখা ও সুরও করেছেন রফিক সাদী। গানে একটি অনন্ত বেদনায় মোড়ানো প্রেমকাহিনি উঠে এসেছে।

গানটি প্রসঙ্গে রফিক সাদী বলেন, “শরৎচন্দ্রের যেমন ‘দেবদাস’ ছিল ১২ বছরের এক নিঃশব্দ ভালোবাসার ডাক, তেমনি এই গানে আমি বলতে চেয়েছি ২০ বছরের এক দীর্ঘ অপেক্ষার গল্প। এটা নিছক একটা গান নয়, একটা সময়ের গল্প, একটা অনুভবের ইতিহাস।” 

মূলত কথানির্ভর গানে বিশেষ দক্ষ রফিক সাদী। এর আগেও ঈদ ঈদ লাগে, ভালো থেকো, ক্লান্ত পথিক, আমি এবং তুমি, ক্যামেলিয়ার মতো গান শ্রোতাদের উপহার দিয়েছেন তিনি।

গানটি ঈদ উপলক্ষে রফিক সাদীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। ‘টোয়েন্টি ইয়ারস’ গানটির পেছনের গল্প নিয়ে একটি সিনেমা বানানোর ইচ্ছে রয়েছে এই সংগীতশিল্পীর। 

/এমএস  

‘জুঁই ফুল সাবিনা ইয়াসমিন’

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৮:৩০ পিএম
‘জুঁই ফুল সাবিনা ইয়াসমিন’
ছবি: সংগৃহীত

বাংলাদেশের গানের জীবন্ত কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনকে নিয়ে নির্মিত হয়েছে বিশেষ সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানের নাম ‘জুই ফুল সাবিনা ইয়াসমিন’। অনুষ্ঠানটির পরিকল্পনা করেছেন শাইখ সিরাজ। গত ৩১ মে চ্যানেল আইয়ে ‘জুঁই ফুল সাবিনা ইয়াসমিন’কে নিয়ে এ বিশেষ আয়োজনের রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

এ আয়োজনে সাবিনা ইয়াসমিন কথা বলেছেন গান নিয়ে, সিনেমা নিয়ে। কথার ফাঁকে ফাঁকে তারই গাওয়া জনপ্রিয় গানগুলো গেয়েছেন এ প্রজন্মের শিল্পীরা। এতে কনা গেয়েছেন ‘শত জনমের স্বপ্ন’ ও ইমরানের সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন ‘সব সখীরে পার করিতে’। ঝিলিক গেয়েছেন ‘অশ্রু দিয়ে লেখা এ গান’ এবং ইমরানের সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন ‘ছেড়োনা ছেড়োনা হাত’।

লিজা গেয়েছেন ‘এই মন তোমাকে দিলাম’ এবং  ‘ও পাখি তোর যন্ত্রণা’। রাকিবা ঐশী গেয়েছেন ‘এ কী সোনার আলোয়’ ও ‘এই পৃথিবীর পরে’। আতিয়া আনিসা গেয়েছেন ‘দুঃখ ভালোবেসে’ এবং ‘ও আমার রসিয়া বন্ধুরে’। কোনাল গেয়েছেন ‘শুধু গান গেয়ে পরিচয়’ এবং  ‘ইশরারায় শীষ দিয়ে আমাকে ডেকোনা’ গানগুলো।

এ সম্পর্কে সাবিনা ইয়াসমিন বলেন, ‘সিনেমা নিয়ে, গান নিয়ে এ আয়োজনে গল্প করেছি শাইখ সিরাজ ভাইয়ের সঙ্গে। গল্পের ফাঁকে এ প্রজন্মের ছেলেমেয়েরা প্রত্যেকেই সত্যিই চমৎকার গাইল। আমি মুগ্ধ। আমার বিশ্বাস অনুষ্ঠানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’ 

সাবিনা ইয়াসমিনকে নিয়ে এমন আয়োজনে গাইতে পেরে শিল্পীরা ভীষণ উচ্ছ্বসিত। এ সম্পর্কে কনা বলেন, ‘শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাম আমার অত্যন্ত প্রিয় এবং ভীষণ শ্রদ্ধার একজন শিল্পী। তার সামনে বসে তারই গান গাওয়ার চেষ্টা করেছি, এটাই আসলে অনেক বড় প্রাপ্তি। এ পৃথিবী যতদিন থাকবে বাংলাদেশের দেশের গানের মধ্যদিয়ে এবং অন্যান্য গান দিয়েও তিনি যুগের পর যুগ বেঁচে থাকবেন।’

ইমরান বলেন, ‘আমি তো বলব শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের মতো আর কারও গান এতটা সমৃদ্ধ নয়। তারই সামনে বসে তার গান গাওয়ার সুযোগ পাওয়া পরম সৌভাগ্যের।’ 

ঝিলিক বলেন, ‘আমার সৌভাগ্য হয়েছিল শ্রদ্ধেয় রুনা ম্যাম ও সাবিনা ম্যামের হাত থেকে সেরাকণ্ঠের বিজয় মুকুট পরার। দুজনের সামনে দাঁড়িয়ে গান গাইবার সুযোগ হলো। সত্যিই এক জীবনে তা অনেক বড় প্রাপ্তি।’ 

লিজা বলেন, ‘শ্রদ্ধেয় সাবিনা ম্যামের গান প্রায় সব অনুষ্ঠানেই গাওয়া হয়। তবে তার সামনে বসে তারই গাওন গাওয়া জীবনে এই প্রথম। অনেক নার্ভাস ছিলাম, অনেক ভয়েও ছিলাম। তবে আনন্দিত ছিলাম। কারণ এ সুযোগ তো জীবনে হয়তো আর নাও আসতে পারে। তাই চেষ্টা করেছি। শুধু এতটুকুই বলব, আমার জীবনে একটা স্মরণীয় অনুষ্ঠান হয়ে থাকবে।’

‘জুঁই ফুল সাবিনা ইয়াসমিন’ অনুষ্ঠানটি আগামী ৪ সেপ্টেম্বর সাবিনা ইয়াসমিনের জন্মদিনে চ্যানেল আইয়ে প্রচার হবে বলে জানান সাবিনা ইয়াসমিন। 

/এমএস  

ঈদে রেহানের নতুন তিন নাটক

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৮:০০ পিএম
ঈদে রেহানের নতুন তিন নাটক
ফররুখ আহমেদ রেহান। ছবি: সংগৃহীত

নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘যুগল’ নাটকে নাজনীন নীহার বিপরীতে অভিনয়ের মধ্যদিয়ে অভিষেক হয় ফররুখ আহমেদ রেহানের। এরপর বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। 

প্রথম নাটকের মাধ্যমেই আলোচনায় আসেন রেহান। এরপর মেহজাবীনের বিপরীতে একটি ওয়েবফিল্মে অভিনয় করেন তরুণ এই অভিনেতা। ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় ওয়েব ফিল্মের নাম ‘নীল সুখ’। এর মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন মেহজাবীন ও রেহান।

আগামী ঈদে রেহানকে তিনটি নাটকে দেখা যাবে। রাফাত মজুমদার রিংকু, এহসান এলাহী বাপ্পী ও তারেক রহমানের পরিচালনায় তিনটি ভিন্ন নাটকে অভিনয় করেছেন তিনি। রাফাত মজুমদার রিংকুর ‘বাতাসে প্রেমের গন্ধ’, তারেক রহমানের ‘সিগনালস অব লাভ’ ও এহসান এলাহী বাপ্পীর পরিচালনায় নাম চূড়ান্ত না হওয়া একটি নাটকে অভিনয় করেছেন রেহান। নাটকগুলোতে তার বিপরীতে অভিনয় করেছেন তিশা, সাফা কবির ও প্রিয়ন্তী উর্বী।

রেহান বলেন, ‘অভিনয় ভালো করার গতিটা বেড়েছে, চেষ্টা করছি চরিত্র বুঝে অভিনয় করার। অভিনয়টা আরও ভালো করার ইচ্ছে আছে। পাশাপাশি পরিচালকরা তো সহযোগিতা করছেনই, সহশিল্পীরা ভীষণ সহযোগিতাপরায়ণ। সব মিলিয়ে হয়তো আগামীতে আরও ভালো করব। এরই মধ্যে দর্শকের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তাতে মুগ্ধ আমি, কৃতজ্ঞ তাদের প্রতি।’ 

/এমএস