
ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহরে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসর। যদিও হলিউডের অন্যতম বড় তারকা অ্যাঞ্জেলিনা জোলি এক যুগেরও বেশি সময় ধরে এই উৎসবে অংশ নেওয়া থেকে নিজেকে বিরত রেখেছিলেন। অবশেষে সেই অপেক্ষার পালা ফুরাল। দীর্ঘ ১৪ বছর পর আনুষ্ঠানিকভাবে কান চলচ্চিত্র উৎসবে প্রত্যাবর্তন করেছেন এ হলিউড তারকা।
চলতি বছর ‘দ্য এডিংটন’ ছবির প্রিমিয়ারে অংশ নিতে তিনি হাজির হন উৎসবের লাল গালিচায়। স্ট্র্যাপলেস ক্রিম রঙের ঝলমলে বলগাউনে জোলি যেন ফিরিয়ে আনলেন সেই পুরোনো হলিউড সৌন্দর্যের প্রতিচ্ছবি।
উৎসবে সন্ধ্যার আলোয় জ্বলজ্বল করা সেই অপূর্ব অফ-শোল্ডার বাস্টিয়ার গাউনটিতে জোলির উপস্থিতি ছিল অত্যন্ত মার্জিত। স্বর্ণকেশী চুলে সজ্জিত এ তারকার গলায় ছিল শপার্ডের হীরার অলংকার, যা তার সৌন্দর্যকে আরও মোহনীয় করে তোলে। ‘দ্য এডিংটন’ ছবির প্রিমিয়ারে অভিনেত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন তার সহ-অভিনেতা পেড্রো প্যাসকাল, জোয়াকিন ফিনিক্স, অস্টিন বাটলার ও এমা স্টোন।
জোলির এবারের কান উৎসবে উপস্থিতি এমন বিশেষভাবে নজর কাড়ার কারণ, এক যুগেরও বেশি সময় পর অভিনেত্রীর কানে অংশ নেওয়া। সর্বশেষ ২০১১ সালে ‘দ্য ট্রি অব লাইফ’ সিনেমার প্রিমিয়ারে প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের সঙ্গে অংশ নেওয়ার পর এবারই প্রথম কান উৎসবে ফিরলেন তিনি। এর আগে ২০০৮ সালে ‘কুংফু পান্ডা’ ও ‘চেইঞ্জলিং’ ছবির সময়ও অভিনেত্রী উৎসবে অংশ নিয়েছিলেন। তখন তিনি যমজ সন্তান নক্স ও ভিভিয়েন গর্ভে থাকা অবস্থাতেই লাল গালিচায় উপস্থিত হন।
উল্লেখ্য, এবারের উৎসবে অ্যাঞ্জেলিনা জোলিকে ‘গডমাদার’ উপাধিতে ভূষিত করা হয়েছে। এই ভূমিকায় তিনি উদীয়মান দুই অভিনয়শিল্পী ম্যারি কলম্ব ও ফিন বেনেটকে ‘২৫তম ট্রফি চপার্ড’ পুরস্কার প্রদান করেন।
/শাকিল