
অভিনেত্রী হিসেবে দুনিয়াজুড়ে সমাদৃত হলিউড তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। এবার ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে (গত শুক্রবার) পরিচালক হিসেবে অভিষেক ঘটালেন ‘টোয়ালাইট’খ্যাত এই অভিনেত্রী। এমনকি তার আবেগঘন এবং শৈল্পিকভাবে নির্মিত এই ছবিটি দর্শকদের এতটাই মুগ্ধ করেছে যে, ‘দ্য ক্রোনোলজি অব ওয়াটার’ সিনেমার স্ক্রিনিং শেষে দর্শকরা চার মিনিট ধরে দাঁড়িয়ে করতালি দেন।
২০১১ সালে প্রকাশিত লিডিয়া ইউকনাভিচের স্মৃতিকথার ওপর ভিত্তি করে এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমোজেন পুটস। সিনেমার গল্পে একজন তরুণীর ট্রমা, যৌনতা ও আত্ম-অনুসন্ধানের যাত্রা তুলে ধরা হয়েছে, যেখানে লেখালেখি ও সাঁতারের মাধ্যমে তিনি পরিস্থিতি থেকে মুক্তির পথ খুঁজে পান।
প্রতিবেদন অনুসারে, সিনেমাটি দেখে অনেক দর্শকই আবেগ ধরে রাখতে পারেননি। কান্নায় ভেঙে পড়েন তারা।
ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, স্ক্রিনিং শেষে স্টুয়ার্ট তার ক্রু সদস্যদের আলিঙ্গন করে এক আবেগঘন বক্তৃতায় বলেন, ‘আপনাদের সঙ্গে এখানে ছবিটি দেখতে পারাটা আমার কাছে একেবারেই স্বপ্নের মতো মনে হচ্ছে। মনে হচ্ছে এখনো ছবিটি শেষ হয়নি।’
উল্লেখ্য, চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন থোরা বার্চ, কিম গর্ডন, জিম বেলুশি প্রমুখ। স্টুয়ার্ট এই ছবিটি নির্মাণের প্রথম ঘোষণা দিয়েছিলেন ২০১৮ সালে।
/শাকিল