
খ্যাতিমান বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। সদ্য মা হওয়া এই তারকা সম্প্রতি নতুন মায়েদের জন্য বলিউডে কাজ করা বেশ কঠিন এবং ইন্ডাস্ট্রি এখনো তাদের জন্য যথেষ্ট সহানুভূতিশীল নয় বলে মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-কে এক সাক্ষাৎকারে রাধিকা জানান, ভবিষ্যতে কাজ এবং মাতৃত্বের ভারসাম্য কীভাবে বজায় রাখবেন সেটা তিনি বুঝতে পারছেন না।
অভিনেত্রী বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রি নতুন মায়েদের জন্য খুব একটা সহায়ক বলে আমার মনে হয় না। জানি না এ পরিস্থিতি ভবিষ্যতে কীভাবে সামলাব। দীর্ঘ শুটিং সময় এবং অনিয়মিত সময়সূচির কারণে সন্তানকে সময় দেওয়া এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।’
রাধিকা এ কথাগুলো এমন সময় বললেন যখন দীপিকা পাড়ুকোন ‘স্পিরিট’ ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। জানা গেছে, এ ছবি থেকে দীপিকার সরে আসার কারণ তিনি শুটিংয়ের জন্য ৮ ঘণ্টার কর্মদিবস এবং উপযুক্ত পারিশ্রমিকের দাবি জানিয়েছিলেন। কিন্তু প্রযোজক অভিনেত্রীর এ দাবি মানতে রাজি ছিলেন না। ফলে দীপিকাও বিগ বাজেটের এ ছবি থেকে সরে দাঁড়ান।
দীপিকার এমন সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন বলিউডের তারকা জুটি অজয় দেবগন ও কাজল। এদিকে, আরেক তারকা সাইফ আলি খানও পরিবারের সঙ্গে সময় কাটানোর গুরুত্বের বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে কন্যাসন্তানের জন্ম দেন রাধিকা আপ্তে।
প্রসব-পরবর্তী মানসিক স্বাস্থ্য নিয়েও খোলাখুলি কথা বলেন তিনি, ‘প্রসব-পরবর্তী সময়ের জন্য আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম। আমার পরিবার এবং বন্ধুদের আগে থেকেই জানিয়ে রেখেছিলাম যে, যদি আমি প্রসবোত্তর বিষণ্ণতায় ভুগি তাহলে তারা যেন আমার পাশে থাকে।
সৌভাগ্যবশত, আমাকে কোনোরকম বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি। সন্তান জন্মের পর থেকেই জীবনটা খুব উপভোগ করছি।’ উল্লেখ্য, রাধিকা আপ্তের স্বামী ব্রিটিশ সংগীতশিল্পী বেনেডিক্ট টেলর।
/এমএস