
নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘যুগল’ নাটকে নাজনীন নীহার বিপরীতে অভিনয়ের মধ্যদিয়ে অভিষেক হয় ফররুখ আহমেদ রেহানের। এরপর বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি।
প্রথম নাটকের মাধ্যমেই আলোচনায় আসেন রেহান। এরপর মেহজাবীনের বিপরীতে একটি ওয়েবফিল্মে অভিনয় করেন তরুণ এই অভিনেতা। ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় ওয়েব ফিল্মের নাম ‘নীল সুখ’। এর মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন মেহজাবীন ও রেহান।
আগামী ঈদে রেহানকে তিনটি নাটকে দেখা যাবে। রাফাত মজুমদার রিংকু, এহসান এলাহী বাপ্পী ও তারেক রহমানের পরিচালনায় তিনটি ভিন্ন নাটকে অভিনয় করেছেন তিনি। রাফাত মজুমদার রিংকুর ‘বাতাসে প্রেমের গন্ধ’, তারেক রহমানের ‘সিগনালস অব লাভ’ ও এহসান এলাহী বাপ্পীর পরিচালনায় নাম চূড়ান্ত না হওয়া একটি নাটকে অভিনয় করেছেন রেহান। নাটকগুলোতে তার বিপরীতে অভিনয় করেছেন তিশা, সাফা কবির ও প্রিয়ন্তী উর্বী।
রেহান বলেন, ‘অভিনয় ভালো করার গতিটা বেড়েছে, চেষ্টা করছি চরিত্র বুঝে অভিনয় করার। অভিনয়টা আরও ভালো করার ইচ্ছে আছে। পাশাপাশি পরিচালকরা তো সহযোগিতা করছেনই, সহশিল্পীরা ভীষণ সহযোগিতাপরায়ণ। সব মিলিয়ে হয়তো আগামীতে আরও ভালো করব। এরই মধ্যে দর্শকের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তাতে মুগ্ধ আমি, কৃতজ্ঞ তাদের প্রতি।’
/এমএস