
ডিজনি চ্যানেলের জনপ্রিয় তারকা ও আমেরিকান গায়িকা ডেমি লোভাটো। ২০২১ সালে প্রকাশিত ডকুসিরিজ ‘ড্যান্সিং উইথ দ্য ডেভিল’-এ নিজের সঙ্গে ঘটে যাওয়া ভয়ানক এক অভিজ্ঞতার কথা প্রকাশ করেছিলেন। কিশোর বয়সে নিজের এক সহ-অভিনেতার দ্বারা ধর্ষণের শিকার হন এই আমেরিকান তারকা।
ডকুসিরিজের প্রথম পর্বে সেই ট্র্যাজেডির কথা স্মরণ করে লোভাটো বলেন, ‘কিশোর বয়সেই আমি আমার কুমারীত্ব হারিয়ে ফেলেছিলাম। আমি স্পষ্টভাবেই তাকে নিষেধ করেছিলাম, কিন্তু সে কোনো বাধাই মানেনি।’
ডেমি লোভাটো জানান, এ ঘটনার পর তিনি বিষয়টি একজন প্রাপ্তবয়স্কের সঙ্গে শেয়ার করেন। কিন্তু এমন অভিযোগ সত্ত্বেও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তখন কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। সেই অভিনেতা পরে তার ক্যারিয়ার নির্বিঘ্নে চালিয়ে যান। এমনকি তখন তার যে সিনেমার কাজ চলছিল, সেখান থেকেও তাকে বাদ দেওয়া হয়নি।
এই আমেরিকান বলেন, ‘এটাই আমার হ্যাশট্যাগমিটু’র গল্প। যেখানে আমার সঙ্গে হওয়া অন্যায়ের বিষয়টি জানানোর পরও অপরাধীকে কোনো প্রকার শাস্তির মুখে পড়তে হয়নি। সে তার জীবন ঠিকই চালিয়ে গেছে।’
অবশ্য লোভাটোর সঙ্গে হওয়া অপরাধের জন্য তিনি যাকে অভিযুক্ত করেছেন, তার নাম কখনোই তিনি প্রকাশ করেননি। তবে ঘটনা থেকে ধারণা করা যায়, অভিযুক্ত ডিজনি প্রোডাকশনেরই একজন সদস্য ছিলেন।
লোভাটো আরও বলেন, “সে সময় ডিজনি তারকাদের মধ্যে ‘পিওরিটি রিং’ পরার রীতি ছিল, যা বিয়ের আগে যৌন সম্পর্কে না যাওয়ার প্রতিশ্রুতি হিসেবে তারা ব্যবহার করত। কিন্তু আমার ক্ষেত্রে ঘটা বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। আমার প্রথমবারের অভিজ্ঞতাই ছিল ধর্ষণ।”
হলিউডে শিশুশিল্পীদের ব্যক্তিগত নিরাপত্তা এবং যৌন নির্যাতনের বিরুদ্ধে অনেক দিন ধরেই সোচ্চার সেখানকার অভিনেত্রীরা। বলিউডেও যার রেশ পৌঁছে গেছে।
/এমএস