ছবি: সংগৃহীত
অসংখ্য ভক্ত-দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে ১১ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে ডিসি কমিকসের নতুন সিনেমা ‘সুপারম্যান’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি দেওয়া হবে সিনেমাটি।
জেমস গান পরিচালিত ‘সুপারম্যান’ সিনেমায়। এবার সুপারম্যান চরিত্রে দেখা যাবে মার্কিন অভিনেতা ডেভিড কোরেনসোয়েটকে। জেরি সিগেল ও জো শাস্টারের তৈরি এ জনপ্রিয় চরিত্রকে নতুনভাবে পর্দায় নিয়ে আসছেন জেমস গান।
এমনটিই জানিয়েছেন, এবারের সিনেমাতে শুধু অ্যাকশনের নয় বরং মানুষের মানবিকতা, অভিবাসন, রাজনীতি এবং সম্পর্কের গভীর নৈতিক দ্বন্দ্বের প্রতিচ্ছবিও তুলে ধরা হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ডিসি স্টুডিওসের প্রধান এবং পরিচালক জেমস গান বলেন, ‘নতুন ‘সুপারম্যান’ শুধু একটি অ্যাকশনধর্মী সুপারহিরো মুভি নয়। এটি যুক্তরাষ্ট্রের মূল আত্মা ও ইতিহাসের প্রতিচ্ছবি হতে যাচ্ছে। আমার কাছে ‘সুপারম্যান আসলে আমেরিকার গল্প। একজন অভিবাসীর গল্প, যে অন্য কোনো স্থান থেকে এসে এখানে নিজের স্থান খুঁজে নিচ্ছে। কিন্তু মূলত এটি সেই গল্প, যা বলে ‘মানবিকতা একটি মূল্যবান গুণ’ এবং দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটি হারিয়ে ফেলেছি।’ এই ছবির অনেক রাজনৈতিক দিক রয়েছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে অভিবাসন নিয়ে চলমান বিতর্ককে কেন্দ্র করে অনেকেই ছবির বার্তা ভিন্নভাবে নিতে পারেন।'
তিনি আরও বলেন, আমি কারও অনুভূতিতে আঘাত দিতে চাই না। কেবল মানুষ ও মানবিকতাকে তুলে ধরতে চাই। প্রেক্ষাপট রাজনৈতিক হয়ে উঠলেও এর গল্পে নৈতিকতার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। সুপারম্যান তখনই আসে, যখন মানুষ ভালো কিছুর আশা হারিয়ে ফেলে। আমি এমন এক মানুষের গল্প বলছি, যে সাধারণত ভালো। কিন্তু তাকে প্রতিবাদী হয়ে উঠতে হয়েছে, কারণ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কারণে সমাজে নীচতা বেড়ে গেছে। আমি সমাজ বদলে দেওয়ার জন্য সিনেমা বানাই না, তবে এটা দেখে যদি কারও চেতনা জাগ্রত হয়, তাহলে খুশি হব।
বহুল কাঙ্ক্ষিত এ সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে চলছে তুমুল উৎসাহ-উদ্দীপনা। টিজার এবং ট্রেইলার প্রকাশের পর থেকেই ছবিটি আলোচনার তুঙ্গে। এটিকে বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত সিনেমা বলেও মনে করছেন অনেকে।
মেহেদী/