
ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে গুরুতর অসুস্থ হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে(আইসিউ) ভর্তি আছেন অভিনেত্রী তানিন সুবহা। বিষয়টি নিশ্চিত করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রীর মা।
জানা যায়, সোমবার (২ জুন) হঠাৎ বুকে ব্যাথা শুরু হতেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন সুবহা। সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন অভিনেত্রী।
তবে সন্ধ্যার দিকে আবারও অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে বনশ্রীর একটি হাসপাতালে নেওয়া হয় সুবহাকে। সেখানে অবস্থার আরও অবনতি হলে ধানমন্ডির হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে এখনো চিকিতসকদের পরিচর্যায় আছেন অভিনেত্রী।সুবহার অসুস্থতার খবরে শোবিজ অঙ্গনেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
প্রসঙ্গত, শোবিজাঙ্গনে তানিন সুবহার মিডিয়ায় অভিষেক ঘটে ২০১৫ সালে আজাদ কালামের পরিচালনায় ‘জমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে। এরপর তিনি মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘সেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’ আরও বেশকিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘অবাস্তব ভালোবাসা’, ‘মাটির পরী’, ‘স্বপ্নের সাথী’, ‘দেমাগ’, ‘তুই আমার’ প্রভৃতি।
/ তাসনিম তাজিন