
কিশোর দাস ও সানিয়া সুলতানা লিজা দুজনই ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্ল্যাটফরম দিয়ে বাংলাদেশের গানের ভুবনে পেশাগতভাবে সংগীতশিল্পী হিসেবে নিজেদের যাত্রা শুরু করেন। দীর্ঘদিনের পথচলায় কিশোর তার কণ্ঠটি গানের ভুবনে এক ইউনিক ভয়েজ হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছেন।
অন্যদিকে বিশেষত মৌলিক গানে লিজা তার একক গান দিয়ে গানের ভুবনে নিজেকে একজন জাতশিল্পী হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছেন তার মিষ্টি কণ্ঠ দিয়ে। কিশোর ও লিজা এর আগে সিনেমাও গান গেয়েছেন।
আবার কিশোরের সুরেও লিজা মৌলিক গান গেয়েছেন। তবে সিনেমার বাইরে এবারই প্রথম তারা দুজন এক সঙ্গে মৌলিক গান করেছেন। গানের শিরোনাম ‘ও প্রিয় ভালোবাসা নিও’। গানটি লিখেছেন ও সুর করেছেন কিশোর নিজেই। কিশোরের ভীষণ প্রিয় লিজার কণ্ঠ। তাই তার প্রবল আগ্রহেই লিজাকে তিনি ‘ও প্রিয় ভালোবাসা নিও’ গানে সঙ্গী করেছেন।
কিশোর দাস বলেন, ‘লিজার কণ্ঠটা ভীষণ মিষ্টি। ও প্রিয় ভালোবাসা নিও গানটি লিজা খুব চমৎকার গেয়েছে। এক কথায় যাকে দুর্দান্ত বলা যায়। আমি তার গায়কি নিয়ে ভীষণ খুশি। শুধু সহশিল্পী হিসেবেই নয়, এই গানের গীতিকার সুরকার সংগীত পরিচালক হিসেবে লিজাকে এই গানের সঙ্গী করে আমি তৃপ্ত। যে কারণে গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। আশা করছি শ্রোতা-দর্শকের খুব ভালো লাগবে গানটি।’
লিজা বলেন, ‘কিশোরদা নিঃসন্দেহে একজন ভালো গায়ক। তিনি নিজেও চমৎকার সুর করেন। তবে এবারই প্রথম তার সঙ্গে চমৎকার একটি মৌলিক দ্বৈত গান করেছি। গানের কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সব মিলিয়ে গানটি এত ভালো হয়েছে যে গানটির প্রতি একটা আলাদা মায়া কাজ করছে। আমি সত্যিই ভীষণ আশাবাদী গানটি নিয়ে।’
কিশোর জানান, তারই ইউটিউব চ্যানেল ‘কিশোর’-এ গানটি ঈদেই প্রচারে আসবে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ‘গাল গপ্পো প্রোডাকশন’।
/এমএস