
হলিউড অভিনেত্রী আনা ডি আরমাস। জনপ্রিয় ‘জন উইক’ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তি ‘ফ্রম দ্য ওয়ার্ল্ড অব জন উইক: ব্যালেরিনা’য় কিয়ানু রিভসের সঙ্গে দেখা যাবে এই তারকাকে। সিনেমায় ভয়ংকর ও বুদ্ধিদীপ্ত এক খুনি ‘ইভ ম্যাকারো’ চরিত্রের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিতে যিনি যুক্ত হয়েছেন। লেন ওয়াইজম্যান পরিচালিত এ ছবিটি আগামী ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সিরিজের তৃতীয় ও চতুর্থ কিস্তির মধ্যবর্তী সময়ের কাহিনি নিয়ে ছবিটি নির্মাণ করা হয়েছে। যেখানে দেখা যাবে, ইভ (আনা ডি আরমাস) তার পরিবারের ধ্বংসের জন্য দায়ীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে অভিযানে নামেন। ছবিটির ভিত্তি জন উইকের নৃশংসতা ও অ্যাকশন-প্যাকড জগৎ নিয়ে হলেও ইভ নিজেকে আলাদাভাবে এ সিনেমায় প্রতিষ্ঠিত করেছেন।
বহুল প্রতীক্ষিত এ সিনেমার অন্যতম আকর্ষণীয় মুহূর্ত ইভ ও জন উইকের (কিয়ানু রিভস) মুখোমুখি সংঘর্ষ। এ সম্পর্কে ডি আরমাস বলেন, ‘তিনি (জন উইক) সেই ব্যক্তি, আপনি যার মতো হতে চান। বিশেষ করে যদি আপনি রুস্কা রোমার ছাত্র হন বা হতে ইচ্ছুক থাকেন।’
আনা ডি আরমাসের ফাইট ডাবল ও প্রশিক্ষক কারা মেরি চুলজিয়ান অ্যাকশন দৃশ্য প্রসঙ্গে বলেন, ‘এটি ছিল আনার প্রথম বড় কোনো অ্যাকশন দৃশ্য এবং সেটিও সরাসরি কিয়ানু রিভসের সঙ্গে। আমরা তাকে বলেছিলাম, ‘তোমাকে পানিতে ফেলে দিচ্ছি, এবার সামনে এগিয়ে যাও। তোমার সামনে কিয়ানু রিভস।’
চুলজিয়ান আরও বলেন, ‘তারা দুজনই পারফেকশনিস্ট, দুজনেরই নিজস্ব পদ্ধতি রয়েছে। যতক্ষণ না দৃশ্যটি নিখুঁত হচ্ছে, তারা বারবার রিহার্সাল করতে প্রস্তুত।’
জন উইক সিরিজের আগের কিস্তিগুলোর মতো আসন্ন ‘ব্যালেরিনা’ও নিখুঁত, তীব্রতা ও শ্বাসরুদ্ধকর স্টান্টের মাধ্যমে তৈরি করা হয়েছে। তবে এ ছবিতে নতুন মাত্রা যোগ করেছেন আনা ডি আরমাস। তার মানবিক ও আবেগঘন চরিত্রটি এমন যিনি রক্তপাত করেন, ভেঙে পড়েন কিন্তু বারবার উঠে দাঁড়ান।
/এমএস