
কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধে নতুন করে বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী অনন্যা পান্ডে। ইতোমধ্যে করণ জহরের ধর্মা প্রোডাকশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, বলিউডে এই জুটি তাদের পরবর্তী রোমান্টিক কমেডি চলচ্চিত্র ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’-তে একসঙ্গে অভিনয় করছেন।
ধর্মা প্রোডাকশন ও নমঃ পিকচার্সের যৌথ উদ্যোগে নির্মিত ছবিটি পরিচালনা করছেন সমীর বিদ্বানস। এই নির্মাতা এর আগে ‘সত্যপ্রেম কি কথা’ ছবিটিও পরিচালনা করেছিলেন।
চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ জানিয়েছেন, রোম-কম জনরার আসন্ন এই ছবিটি আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে লক্ষ্য করে মুক্তি দেওয়া হবে। এর আগে, ইউরোপে শুটিং চলাকালীন কার্তিক-অনন্যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
সেখানে দেখা যায়, কার্তিক একটি রাস্তার পাশের ক্যাফেতে প্রবেশ করছেন। যেখানে অনন্যা তার এক বন্ধুর সঙ্গে বসে আছেন। তখনই এটিকে শুটিংয়ের অংশ হিসেবেই মনে করা হয়েছিল। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে প্রযোজনা সংস্থাটি সব গুঞ্জনের অবসান ঘটাল।
যদিও শুরুতে সিনেমায় অনন্যাকে নেওয়ার বিষয়টি নিশ্চিত ছিল না। প্রথমে অনন্যা পান্ডে ও শর্বরী ওয়াঘ- এই দুই অভিনেত্রীর নাম বিবেচনায় ছিল, তবে শেষ পর্যন্ত চাঙ্কি পান্ডে কন্যাকেই চূড়ান্ত করা হয়।
বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নির্মাতা এমন একজন অভিনেত্রী খুঁজছিলেন যিনি তরুণদের মধ্যে জনপ্রিয়। আর অনন্যা পান্ডের সঙ্গে কার্তিকের আগের রসায়নের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
/এমএস