
টেলিভিশন রিপোর্টার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) কর্তৃক ট্র্যাব মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ডে সেরা নৃত্যশিল্পীর পুরস্কার পেলেন উম্মে তাবাসসুম খান মিতিন। গত ৩১ মে বিকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে তাকে এ পুরস্কার প্রদান করা হয়। তিনি ছাড়াও স্ব স্ব ক্ষেত্রে অনন্য অবদানের জন্য মিডিয়া জগতের গুণী অনেক ব্যক্তিকেই পুরস্কারটি প্রদান করা হয়েছে।
সংগঠনের সভাপতি কাদের মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি, এবি ফ্যাশন মেকারের স্বত্বাধিকারী সানাউল হক বাবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাসের সভাপতি কামরুল হাসান দর্পণ প্রমুখ।
উম্মে তাবাসসুম খান মিতিন এর আগেও ভারতের বিশ্ববঙ্গ সাহিত্য সম্মেলন কর্তৃক শান্তি নিকেতন মঞ্চে এবং আসামের গোহাটিতে নৃত্যশিল্পী হিসেবে পুরস্কার অর্জন করেন। দেশেও বাংলাদেশ কালচারাল রিপোর্টাস এ্যাসোসিয়েশন (বিসিআরএ) কর্তৃক বিসিআরএ অ্যাওয়ার্ড এবং বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি কর্তৃক বাবিসাস অ্যাওয়ার্ডেও সেরা নৃত্যশিল্পীর পুরস্কার পেয়েছেন।
এই নৃত্যশিল্পী বলেন, ‘মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া যিনি আমাকে সবকিছু করার শক্তি দিয়েছেন। সেইসঙ্গে আমার এত কিছুর অর্জনের পেছনে আমার বাবা-মায়ের অবদান অসীম। তাদের সাপোর্ট ছাড়া আমি কোনকিছুই অর্জন করতে পারতাম না। নৃত্যগুরু আমিরুল ইসলাম মনি স্যারের প্রতিও কৃতজ্ঞতার শেষ নেই। তার আন্তরিক সহযোগিতার কারণেই আজ আমি একজন নৃত্যশিল্পী হতে পেরেছি।’
মিতিন ঢাকার সিদ্ধেশ্বরী গার্লস স্কুল থেকে এসএসসি এবং ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। তার পর ভারত সরকারের অধীনে আইসিসিআর স্কলারশিপে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে পৃথিবীখ্যাত লেডি ব্রাবোর্ন কলেজে স্নাতক সম্পন্ন করেন। বর্তমানে তিনি দেশ টেলিভিশনে নিউজ এ্যান্ড কারেন্ট এ্যাফেয়ার্সের অধীনে ডিজিটাল বিভাগে কর্মরত।
/এমএস