
হলিউড অভিনেতা জোনাথন জস। এবার নিজ বাড়ির পাশে প্রতিবেশীর কাছে হত্যার শিকার হলেন জনপ্রিয় এই তারকা। গত রোববার (১ জুন) যুক্তরাষ্ট্রের টেক্সাসে এই অভিনেতাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পশ্চিমা ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, সান আন্তোনিও পুলিশের বরাতে জানা যায়, সিগফ্রেডো সেজা আলভারেজ নামে এই অভিনেতার এক প্রতিবেশী তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে হত্যা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পৌঁছে অভিযুক্ত গাড়ি ও হত্যাকারীর বিস্তারিত তথ্য সংগ্রহ করে এবং সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, অভিনেতা তার প্রতিবেশীর সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়লে একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। তার পরই এই মর্মান্তিক হত্যাকান্ডটি ঘটে। পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে বাসভবনের কিছুটা দূর থেকে আটক করে ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
জসের মৃত্যুতে তার জীবনসঙ্গী ট্রিস্টান কার্ন ডি গঞ্জালেসের দাবি, তাদের দুজনকে সমকামী হওয়ার কারণে বারবার হয়রানির শিকার হতে হয়েছে যার ফলে তাকে আজ প্রাণ দিতে হল।
/এমএস