
সিনেমায় গত কয়েক বছর ধরে বেশ ভাল সময় কাটাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’র পর এবার এই অভিনেতার সবচেয়ে প্রতীক্ষিত ‘কিং’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। বর্তমানে তারকাবহুল এই ছবিটির শুটিং চলছে।
এ ছবিতে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ভারতের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেতা রাঘব জুয়েল। একটি হাই-অক্টেন অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় পায়ে আঘাত পান তিনি। এরপরও কাজ না থামিয়ে নিজের অংশের শুটিং সম্পন্ন করেন রাঘব।
এর আগে যে পায়ে তিনি অস্ত্রপচার করেছিলেন, সেই একই পায়ে আবারও আঘাত পান- ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে এমনটাই জানা গেছে।
সিনেমায় রাঘবের চরিত্র সম্পর্কে এখনও কিছু প্রকাশ করা না হলেও জানা গেছে, এটি তার ক্যারিয়ারের এখন পর্যন্ত সবচেয়ে কঠিন চরিত্র হতে যাচ্ছে। ছবির শুটিংয়ে তাকে কঠোর পরিশ্রম করতে হবে। সেটে আহত হওয়ার পরও কাজ না থামিয়ে ব্যথানাশক ওষুধ খেয়ে শুটিং চালিয়ে যান রাঘব।
শাহরুখ খান প্রযোজিত এই ছবিতে অভিনয় করছেন সুহানা খান, রানি মুখার্জি, অভিষেক বচ্চন , অনিল কাপুর , দীপিকা পাড়ুকোন, জ্যাকি শ্রফ প্রমুখ।
/এমএস