ঢাকা ২ শ্রাবণ ১৪৩২, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
English
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

ঈদ টেলিফিল্ম

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১১:০০ এএম
ঈদ টেলিফিল্ম
ছবি: সংগৃহীত

ঈদের আগের দিন 

এটিএন বাংলা

রাত ১১টায় প্রচারিত হবে ‘অনেস্ট মাদার’। অভিনয় করেছেন আবুল আহমেদ, শাহেদ শরীফ, নাদিয়া, নাবিলা ইসলাম প্রমুখ।

ঈদের দিন

এটিএন বাংলা

রাত ১১টায় প্রচারিত হবে ‘কোটি টাকার চেয়ারম্যান’। অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি।

চ্যানেল আই

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘চাঁদের হাট ২’। এতে অভিনয়ে তওসিফ, কেয়া পায়েল, মুনিরা মিঠু, ড. এজাজ, কে এম সোহাগ রানা প্রমুখ। 
বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে ‘ক্ষতিপূরণ’। অভিনয় করেছেন ইয়াশ রোহান, মালাইকা চৌধুরী।

এনটিভি

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘একটি পুরানো ছবি’। এতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, সামিরা খান মাহি, সাদিয়া ইসলাম মৌ, সমু চৌধুরী প্রমুখ।

বাংলা ভিশন

দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে ‘উটের মাংস’। অভিনয়ে: শরাফ আহমেদ জীবন। 

মাছরাঙা টেলিভিশন

রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে ‘হৃদয়ের কথা’। এতে অভিনয় করেছেন তৌসিফ, তটিনী প্রমুখ। 

ঈদের দ্বিতীয় দিন

এটিএন বাংলা

রাত ১১টায় প্রচারিত হবে ‘বরিশাল টু কানাডা’। অভিনয় করেছেন মোশাররফ করিম, তানজিকা প্রমুখ।

চ্যানেল আই

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘তবুও মন’। অভিনয় করেছেন জোভান, তটিনী প্রমুখ।

এনটিভি

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘তোমাকেই ছুঁতে চাই’। এতে অভিনয় করেছেন আরশ খান, সামিরা খান মাহী, শামীম আহমেদ প্রমুখ।

বাংলাভিশন

দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে ‘ঝগড়াটে কাপল’। অভিনয়ে: মোশাররফ করিম ও হিমি। 

মাছরাঙা টেলিভিশন

রাত সাড়ে ১১টায় প্রচার হবে ‘বেঈমান’। এতে অভিনয় করেছেন জোভান, নাজনীন নিহা প্রমুখ।


ঈদের তৃতীয় দিন

এটিএন বাংলা

রাত ১১টায় প্রচার হবে ‘অবুঝ বায়না’। অভিনয় করেছেন খায়রুল বাশার, তানজিন তিশা প্রমুখ।  

চ্যানেল আই

ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘অসময়ের লাল গোলাপ’। অভিনয় করেছেন খায়রুল বাশার, তানজিন তিশা প্রমুখ। 
বিকাল সাড়ে ৪টায় প্রচার হবে মোশাররফ ও হিমি অভিনীত টেলিফিল্ম ‘জামাই বেশি বুঝে’।

এনটিভি 

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘কে কখন কোথায়’। এতে অভিনয় করেছেন পার্থ শেখ, আইশা খান প্রমুখ।

বাংলাভিশন

টেলিফিল্ম ‘ধোঁকা’ প্রচার হবে দুপুর ২টা ১০ মিনিটে। এতে অভিনয় করেছেন নিলয় ও তানিয়া বৃষ্টি। 

মাছরাঙা টেলিভিশন

টেলিফিল্ম ‘ভুল থেকে ভুল’। প্রচারিত হবে রাত সাড়ে ১১টায়। অভিনয় করেছেন অপূর্ব, তাসনিয়া ফারিণ প্রমুখ।

ঈদের চতুর্থ দিন

এটিএন বাংলা

রাত ১১টায় প্রচার হবে ‘কিস্তির জ্বালা’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, জুই করিম প্রমুখ।

চ্যানেল আই

ঈদের চতুর্থ দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘মাছে ভাতে বাঙালি’। এতে অভিনয়ে নিলয় আলমগীর, হিমি, মাসুম বাশার, সাবেরী আলম প্রমুখ। 

এনটিভি

এনটিভিতে দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘কেউ না জানুক’। অভিনয়ে: তানিয়া বৃষ্টি, প্রান্তর দস্তিদার, সমু চৌধুরী, শম্পা নিজাম প্রমুখ।

বাংলা ভিশন

দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে ‘সিক্রেট অব শিউলী’। এতে অভিনয় করেছেন তানজিন তিশা। রচনা ও পরিচালনায় রাফাত মজুমদার রিংকু।

মাছরাঙা টেলিভিশন

ঈদের চতুর্থ দিন রাত সাড়ে ১১টায় প্রচার হবে ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’। অভিনয় করেছেন অপূর্ব, সাদিয়া আয়মান প্রমুখ।

ঈদের পঞ্চম দিন

এটিএন বাংলা 

ঈদের পঞ্চম দিন রাত ১১টায় প্রচার হবে ‘আমরা সুখী’। অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি।

চ্যানেল আই

ঈদের পঞ্চম দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘প্লিজ গো’। অভিনয় করেছেন তওসিফ, সাদিয়া আয়মান প্রমুখ। 
টেলিফিল্ম ‘কেন এই সঙ্গতা’। অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, সাফা কবির, দিলারা জামান, গাজী রাকায়েত প্রমুখ। প্রচার হবে বিকাল সাড়ে ৪টায়।

এনটিভি

দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে ‘প্রতারক’। অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, পার্থ শেখ, পামির, সাবিনা রনি, রিয়াজ রাজ, ইমেল প্রমুখ।

বাংলা ভিশন

দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে ‘খাঁটি প্রেমিক’। অভিনয় করেছেন নিলয় ও তানিয়া বৃষ্টি। 

মাছরাঙা টেলিভিশন

ঈদের পঞ্চম দিন রাত সাড়ে ১১টায় প্রচার হবে ‘মুড সুইং’। অভিনয় করেছেন মুশফিক ফারহান, সাফা কবির প্রমুখ।

ঈদের ষষ্ঠ দিন

এটিএন বাংলা 

ঈদের ষষ্ঠ দিন রাত ১১টায় প্রচার হবে ‘আই হেইট ইউ’। অভিনয় করেছেন আরশ খান, প্রিয়ন্তি উর্বি প্রমুখ।

চ্যানেল আই

দুপুর ২টা ৩০ মিনিটে ‘জনমে জনমে’। অভিনয়ে ইয়াশ রোহান, নাজনীন নিহা প্রমুখ। 

এনটিভি

দুপুর ২টা ৩০ মিনিটে    ‘জয়ীতার দিনরাত্রি’। অভিনয়ে: তানিয়া বৃষ্টি, শরাফ আহমেদ জীবন, সৈয়দ মুসাফির বাচ্চু প্রমুখ।

বাংলা ভিশন

দুপুর ২টা ১০ মিনিটে ‘উরাধুরা ওয়াও কাপল’। অভিনয়ে: মোশাররফ করিম ও মিম চৌধুরী। 

মাছরাঙা টেলিভিশন

রাত সাড়ে ১১টায় প্রচার হবে ‘অঘটনঘটনপটীয়সী’। অভিনয়ে: শরাফ আহমেদ জীবন, পাভেল, মুসাফির বাচ্চু, নাদিয়া মীম প্রমুখ। 

/এমএস 

মহিলা সমিতি মঞ্চে এথিকের নতুন নাটক ‘সুরঙ্গ’

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৭:৫৬ পিএম
মহিলা সমিতি মঞ্চে এথিকের নতুন নাটক ‘সুরঙ্গ’
নাট্যদল এথিকের নতুন নাটক ‘সুরঙ্গ’।

নাট্যদল এথিক মঞ্চে আনছে তাদের নতুন নাটক ‘সুরঙ্গ’। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী।

নাটকটি রচিত হয়েছে বরেণ্য কথাসাহিত্যিক ও নাট্যকার সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র একটি ছোটগল্প অবলম্বনে। নাট্যরূপ ও নির্দেশনায় রয়েছেন তরুণ নাট্যকার মিন্টু সরদার। এটি এথিক নাট্যদলের চতুর্দশ মঞ্চ প্রযোজনা।

নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন সাইফুল ইসলাম, আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান, আবহ সংগীত পরিচালনায় শিশির রহমান। পোশাক ও রূপসজ্জায় রয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়, কোরিওগ্রাফিতে এম আর ওয়াসেক এবং প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।

সুরঙ্গ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মাহফুজ আফনান অপ্সরা, প্রদীপ কুমার, মনি কানচন, সুকর্ণ হাসান, আজিম উদ্দিন, রেজিনা রুনি, নাহিদ মুন্না, উর্মি আহমেদ, দীপান্বিতা রায় ও রুবেল খান।

/আবরার জাহিন

মা হলেন কিয়ারা আদভানি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১১:৫০ এএম
মা হলেন কিয়ারা আদভানি
ছবি: সংগৃহীত

মা হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। মেয়ে সন্তানের আগমন ঘটেছে তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির ঘরে।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মেয়েসন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা।

পরিবার ঘনিষ্ঠ সূত্র জানান, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। নতুন অতিথিকে নিয়ে উচ্ছ্বসিত ‘সিড–কিয়ারা’ জুটি। যদিও এখনো পর্যন্ত দম্পতির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

তবে টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, এনডিটিভিসহ বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।  

চলতি বছরের জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ছবিসহ ‘নতুন সদস্য আসছে’- এমন একটি পোস্ট দিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা।  

জানা গেছে, কিয়ারার নরমাল ডেলিভারি হয়েছে। সন্তান জন্মের সময় হাসপাতালে ছিলেন কিয়ারার বাবা ও স্বামী সিদ্ধার্থ।

কয়েক দিন আগেই তাদের একটি হাসপাতালের বাইরে দেখা গিয়েছিল। ছাতার নিচে কিয়ারাকে সাবধানে নিয়ে যাচ্ছিলেন সিদ্ধার্থ। ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই মনে করেছিলেন, যেকোনো সময় সুখবর আসতে পারে।

অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন কিয়ারা। মাতৃত্বকালে তিনি নিভৃতে, পরিবারের সঙ্গে কাটাতে চেয়েছেন। তবে মাঝেমধ্যে সামাজিক মাধ্যমে দেখা গেছে তার উচ্ছলতা, মাতৃত্বকে ঘিরে নানা মুহূর্তের ঝলক। এমনকি চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবেও তিনি লালগালিচায় হেঁটেছেন আত্মবিশ্বাসের সঙ্গে। গর্ভাবস্থার মধ্যেও আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায়ও তার স্টাইল ও উপস্থিতি নজর কেড়েছে।

এদিকে সন্তান জন্মের খবর ছড়িয়ে পড়তেই বলিউড তারকাদের শুভেচ্ছাবার্তায় ভরে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম। কিয়ারার ঘনিষ্ঠ বন্ধু আলিয়া ভাট থেকে শুরু করে করণ জোহর, বরুণ ধাওয়ান, ক্যাটরিনা কাইফসহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন এই নতুন মা–বাবাকে।

মেহেদী/

ডিবি হারুন আমাকে পারসোনালি ডাকতেন: ডা. সাবরিনা

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৯:৪১ পিএম
ডিবি হারুন আমাকে পারসোনালি ডাকতেন: ডা. সাবরিনা
ছবি: সংগৃহীত

সম্প্রতি সাবেক ডিবি কর্মকর্তা হারুন অর রশিদের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন বহুল আলোচিত-সমালোচিত ডা. সাবরিনা আরিফ চৌধুরী। তার অভিযোগ, হারুন তাকে খনোই নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে তলব করতেন না, ফোন করে ব্যক্তিগতভাবে ডাকতেন।

সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে ডা. সাবরিনা এ মন্তব্য করেন।

তিনি বলেন, 'হারুন সাহেব আমাকে আন-অফিশিয়ালি তিনবার কল করেছিলেন। বলতেন, একটু আসেন, কথা আছে। উনি প্রায়ই এমনভাবে ডাকতেন। অথচ, আমি তখন ওই মামলার প্রধান ব্যক্তি নই, জেকেজির চেয়ারম্যান বা সাইনেটারিও না। আমাকে কেন ডাকা হচ্ছিল, সেটাই বোঝা যাচ্ছিল না।'

তিনি আরও বলেন, আমি বাইরে থাকাকালে তিনি কয়েকবার ফোন করেছিলেন। কিন্তু যা-ই বলুন, আমার পরিবার থেকে বারবার সতর্ক করা হতো। ওনার নামে নানা গসিপ প্রচলিত ছিল। আমি জানি না সেগুলো সত্য না মিথ্যা, কিন্তু বাবা বলতেন, অফিশিয়ালি ডাকলে যাবা, এমন করে না। আমি তার ডাকে যাইনি।

জেল থেকে বের হওয়ার পরও ডিবি হারুন তার ওপর নজরদারি চালাতে থাকেন বলে দাবি করে ডা. সাবরিনা বলেন, 'হারুন আমার একটি বই সমকামিতা সংশ্লিষ্ট বলে বাজেয়াপ্ত করতে চেয়েছিলেন, যদিও সেটার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না।'

মেহেদী/

চুরি হয়েছে বিয়ন্সের অপ্রকাশিত গানের অ্যালবাম

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৭:৪৭ পিএম
আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০৭:৫৫ পিএম
চুরি হয়েছে বিয়ন্সের অপ্রকাশিত গানের অ্যালবাম
ছবি: সংগৃহীত

মার্কিন পপ তারকা বিয়ন্সের অপ্রকাশিত গানের অ্যালবামসহ গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিগত সামগ্রী চুরি হয়েছে।

গত ৮ জুলাই যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিয়ন্সের কোরিওগ্রাফার ক্রিস্টোফার গ্রান্ট এবং নৃত্যশিল্পী দিয়ান্দ্রে ব্লু ওইদিন একটি কালো রঙের জিপ ওয়াগোনিয়ার গাড়ি ভাড়া করে আটলান্টার একটি ফুড হলের সামনে রেখে ভেতরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখতে পান গাড়ির পেছনের কাচ ভাঙা এবং ভেতরে থাকা দুটি স্যুটকেস, একটি ল্যাপটপ, ডিজাইনার ব্র্যান্ডের পোশাক ও অ্যাপল এয়ারপডস চুরি হয়েছে।

চুরি হওয়া স্যুটকেসে বিয়ন্সের ওয়াটার মার্কযুক্ত পাঁচটি জাম্প ড্রাইভ, যাতে তার অপ্রকাশিত গানের অ্যালবাম, শোর পরিকল্পনার ভিডিও ফুটেজ, পুরনো ও ভবিষ্যৎ শোর সেটলিস্ট সংরক্ষিত ছিল।

পুলিশ জানায়, চুরি যাওয়া প্রযুক্তিপণ্যের ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে চোরের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। এ ছাড়া ঘটনাস্থলে গাড়িটি ঘিরে তল্লাশি এবং গাড়ির গায়ে দুটি আঙুলের ছাপ সংগ্রহ করেন তদন্তকারীরা।

এ ঘটনায় ইতোমধ্যেই একজন সন্দেহভাজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি। চুরি হওয়া আইটেমগুলোর কোনো কিছু উদ্ধার হয়েছে কি না, সে বিষয়েও এখনো কিছু জানায়নি পুলিশ।

এ ঘটনার দুদিন পরই আটলান্টা শহরে শুরু হয় বিয়ন্সের চারদিনব্যাপী ‘কাউবয় কার্টার’ ট্যুর। তবে এই চুরির ঘটনায় ট্যুর কিংবা পারফরম্যান্সে কোনো প্রভাব পড়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। বিয়ন্সের পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

মেহেদী/

তোরসার নতুন অভিজ্ঞতা

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৮:২৫ পিএম
তোরসার নতুন অভিজ্ঞতা
রাফাহ নানজিবা তোরসা। ছবি: সংগৃহীত

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী মডেল-অভিনেত্রী রাফাহ নানজিবা তোরসা। শোবিজ অঙ্গনে খুব বেশি সরব নন তিনি। কাজও করেন হাতেগোনা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন মাধ্যমে উপস্থাপনাও করে থাকেন তোরসা। এবার ক্যারিয়ারে প্রথমবারের মতো নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। নারীর সাহস, সত্য আর স্বর তুলে ধরার এক নতুন যাত্রায় দেখা যাবে তাকে। তোরসার উপস্থাপনায় ব্যতিক্রমী ঘরানার পডকাস্ট ‘শি’ আসছে অচিরেই। 

এই পডকাস্টে তোরসার অতিথি হয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমা, দেশের জনপ্রিয় র‌্যাম্প মডেল, কোরিওগ্রাফার ও উপস্থাপিকা আজরা মাহমুদ, মডেল-অভিনেত্রী শাবনাজ সাদিয়া ইমি, অভিনেত্রী সারিকা সাবরিন, সুনেরাহ বিনতে কামাল, কনটেন্ট ক্রিয়েটর রাবা খান প্রমুখ। 

এ প্রসঙ্গে তোরসা বলেন, ‘মিস ওয়ার্লড বাংলাদেশ হওয়ার আগে সরকারি-বেসরকারি বিভিন্ন চ্যানেল ও করপোরেট শো উপস্থাপনা করেছি। তবে এমন অভিজ্ঞতা এবারই প্রথম। আর মিস বাংলাদেশ হওয়ার পর এবারই প্রথম উপস্থাপনায়। শোটি উপস্থাপনা করার আগ্রহী হওয়ার কারণ হচ্ছে এটা নারীদের নিয়ে। তা ছাড়া একই অঙ্গনের সবার সঙ্গে আলোচনার সুযোগ তৈরি। মিস বাংলাদেশ হিসেবে এ ধরনের প্ল্যাটফর্মে কাজ করাটা অন্যরকম ভালো লাগারও বটে। যে কারণে প্রস্তাব পেতেই লুফে নিই।’ 

তিনি আরও বলেন, ‘উপস্থাপনা করার জন্য অনেক প্রস্তাব আসে। কিন্তু এ ধরনের অনুষ্ঠান যে কেউ-ই পেলে লুফে নেবে। এটা যেহেতু অন্যরকম পরিকল্পনা সেই জায়গা থেকে আমার সঙ্গে যায়। যে কারণে যুক্ত হয়েছি। প্রচারে এলে দর্শক বুঝতে পারবে আসলে বিষয়টা কী।’

জানা গেছে, জেরিন তাসনিম রোজার স্ক্রিপ্টে আরিফ অপুর পরিচালনায় খালেদ সজীবের প্রযোজনায় ১৮ জুলাই থেকে একটি ইউটিউব চ্যানেলে ‘শি’ পডকাস্ট শুরু হবে। 

বলা দরকার, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের ভাগীদার তোরসাকে মাঝে মধ্যে অভিনয়ে দেখা যায়। গত কোরবানির ঈদে তাকে দুটি নাটকে দেখা গেছে। এরপর মাবরুর রশিদ বান্নাহর আলোচিত ওয়েব ফিল্ম ‘লাঞ্চ’-এ দেখা গেছে।

শিগগিরই প্রচারে আসবে তার অভিনীত ভিন্ন ঘরানার আরও একটি নাটক ও ওয়েব ফিল্ম। এ নিয়ে আপাতত বিস্তারিত বলা নিষেধ পরিচালকের পক্ষ থেকে। তবে শিগগিরই ঘোষণা আসবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। 

/এমএস