
এনটিভি
দুপুর ১টা ১০ মিনিট ও রাত ১২টা ২০ মিনিটে প্রচার হবে এই সময়ের গান: মা ভৈ ও দ্য কমরেড।
আরটিভি
বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘ফোক স্টেশন’ পর্ব ৩। অনুষ্ঠানে গাইবেন শফি মন্ডল, মেজবাহ বাপ্পী, সাগর বাউল, তৃপ্তী বাড়ৈ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নূর হোসেন হীরা। রাত ১১টা ৩০ মিনিটে সরাসরি গানের অনুষ্ঠান ‘কালার্স অব মিউজিক’। ফারজানা বিথীর উপস্থাপনায় অনুষ্ঠানে গাইবেন শিল্পী সাগর বাউল ও শাহরিন মিম।
বৈশাখী টিভি
বৈশাখীর সকালের গান অনুষ্ঠানে গাইবেন কণ্ঠশিল্পী রিফাত চৌধুরী লিজা। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে সকাল ৮টা ১৫ মিনিটে।
গানে গানে ঈদ আনন্দ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন কণ্ঠশিল্পী আতিয়া আনিসা ও অয়ন চাকলাদার। উপস্থাপনায় তাবাসসুম প্রিয়াংকা। প্রচার হবে সকাল ১১টায়।
শুধু সিনেমার গান প্রচার হবে দুপুর ১টায়। বাংলা সিনেমার জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। উপস্থাপনায় আসিন জাহান।
বৈশাখী টিভি
তথ্য ও বিনোদনমূলক ঈদ ম্যাগাজিন ‘অন্যরকম ঈদ আনন্দ’। বৈশাখী টিভিতে প্রচার হবে ঈদের ষষ্ঠদিন বিকাল ৫টা ১৫ মিনিটে। পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা এইচ এম বরকতুল্লাহ। সমাজ সচেতনতামূলক বিভিন্ন পর্বে অংশ নেবেন অভিনেতা শফিক খান দিলু, কাজল, জিল্লুর, আবদুল আজীজ, হান্নান শেলী, আশরাফ কবির, লিটন খন্দকার, দিপু, আকাশসহ অনেকেই।
একটি বিশেষ স্কিডে অংশ নেবেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সংগীত পরিবেশন করবেন গাজী আনাস রওশান, ওবায়দুল্লাহ তারেক, মানিক আর হেভেন অ্যান্ড টিউনের শিশুশিল্পীরা।
/এমএস