
ক্যারিয়ারে এখন বসন্ত হাওয়া বইছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের। ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণসহ পেশাগত জীবনে তিনি একের পর এক সাফল্য অর্জন করে চলেছেন। ‘ফাতেহ’ ছবিতে মুখ্য নারী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বছরটি শুরু করার পর সর্বশেষ জ্যাকলিন অভিনীত ‘হাউসফুল ৫’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
কমেডি জনরার এই ছবিটি বক্স অফিসে ভালো আয় করে সফলতাও ধরে রেখেছে। এবার আরও একটি সুখবর পেলেন জ্যাকলিন। আন্তর্জাতিক অঙ্গনে আরেকটি বড় সম্মাননা পেতে যাচ্ছেন এ লঙ্কান সুন্দরী।
আগামী ২৩ থেকে ২৮ জুন ইতালির রিমিনি ও রিকিওনে শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতালিয়ান গ্লোবাল সিরিজ ফেস্টিভাল। এই উৎসবেই জ্যাকলিন ফার্নান্দেজকে ‘ইতালীয় অডিওভিজ্যুয়াল ইন্ডাস্ট্রি অ্যাম্বাসেডর এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে। এর সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, ‘আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান প্রভাবের স্বীকৃতিস্বরূপ, জ্যাকলিনকে মর্যাদাপূর্ণ এই উৎসবে বিশেষ এ সম্মাননা প্রদান করা হবে।’
২০০৭ থেকে ২০১৬ পর্যন্ত রোমে অনুষ্ঠিত প্রখ্যাত ‘রোমা ফিকশন ফেস্ট’-এর আদলেই উৎসবটির আয়োজন করা হয়েছে। যেটি এবার রোমাগনার রিমিনি ও রিকিওনে শহরে নতুন রূপে ফিরছে। উৎসবটি মূলত দুনিয়াজুড়ে টেলিভিশন গল্প বলা, চিত্রনাট্য রচনা, অভিনয় এবং সৃজনশীলতাকে কেন্দ্র করে গঠিত একটি বিশিষ্ট মঞ্চ।
বলিউড অভিনেত্রীর এমন অর্জন ভারতীয় চলচ্চিত্র ও বিনোদন জগতের জন্য এক গর্বের মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে যা আন্তর্জাতিক পরিসরে বলিউডের গ্রহণযোগ্যতার অন্যতম এক উদাহরণ।
/এমএস