
সৌন্দর্য, ব্যক্তিত্ব ও অভিনয় দক্ষতার জন্য বরাবরই আলোচনায় থাকেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। বহুগুণে গুণান্বিত এই তারকা এবার নতুন করে আলোচনায় এলেন। সম্প্রতি ঐশ্বরিয়ার একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে সৌন্দর্য নিয়ে করা এক প্রশ্নে অভিনেত্রী যে জবাব দিয়েছেন, সেটাই তার ভক্ত-অনুরাগীদের মনে নতুন করে দাগ কেটেছে।
সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, ‘অনেক নারীই তাদের চেহারা নিয়ে সন্তুষ্ট নন। আপনি কি আপনার চেহারা নিয়ে সম্পূর্ণ খুশি?’ এই প্রশ্নে হাসিমুখে প্রতিক্রিয়া জানিয়ে ঐশ্বরিয়া বলেন, ‘এটি একটি কৌশলী প্রশ্ন, কারণ আমি যদি হ্যাঁ বলি, তাহলে আমি অহংকারী। আমাকে সবাই নার্সিসিস্ট হিসেবে জানবে, আর আমি নার্সিসিস্ট নই।’
তিনি আরও বলেন, ‘না, আমার চেহারা নিয়ে কোনো আপত্তি নেই, তবে সবকিছুই ক্ষণস্থায়ী। সময়ের সঙ্গে সঙ্গে সব বদলে যায়, আর এটাই বাস্তব। এটাই বাহ্যিক রূপ।’
ঐশ্বরিয়ার এই বক্তব্য সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই অভিনেত্রীকে নিয়ে নেটিজেনদের প্রশংসার ঝড় উঠেছে। অনেকে তার আত্মবিশ্বাস ও দৃষ্টিভঙ্গির প্রশংসা করে মন্তব্য করছেন।
এর আগে সৌন্দর্যের আড়ালে থাকা ঐশ্বরিয়ার অভিনেত্রীসত্তার স্বীকৃতি দিয়ে তার স্বামী এবং অভিনেতা অভিষেক বচ্চনও তাকে প্রশংসায় ভাসিয়েছিলেন। এক সাক্ষাৎকারে জুনিয়র বচ্চন বলেন, ‘এখন আমি স্বামী হিসেবে নয়, বরং একজন সহঅভিনেতা হিসেবে বলছি। ঐশ্বরিয়া এমন কিছু সাহসী চরিত্রে অভিনয় করেছেন, যা তার মতো সৌন্দর্যের জন্য পরিচিত কারও কাছ থেকে কেউ আশা করতেন না।’
অভিষেক তার স্ত্রীর ‘প্রোভোকড’, ‘চোখের বালি’, ‘রেইনকোট’ এবং ‘গুরু’-এর মতো সিনেমাগুলোর উদাহরণ দেন, যেগুলোতে ঐশ্বরিয়া বাহ্যিক রূপের বদলে চরিত্রের গভীরতা ও আবেগের ওপর জোর দিয়েছেন। অভিনেত্রীকে সর্বশেষ পরিচালক মণি রত্নমের ‘পোন্নিয়িন সেলভান ২’- ছবিতে অভিনয় করতে দেখা গেছে।
/এমএস