
বলিউড তারকা শাহরুখ খানের বাড়ি 'মান্নাত' এ বেআইনি কাজের অভিযোগে অভিযান চালিয়েছে ভারতের বন বিভাগ ও মুম্বাই পৌরসভার কর্মকর্তারা।
গত শুক্রবার (২০ জুন) পরিবেশ দপ্তর ও পৌর কর্তৃপক্ষ ‘মান্নাত’ পরিদর্শনে যায়।
এ প্রসঙ্গে বনবিভাগের এক উচ্চপদস্থ কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, বেআইনি সংস্কারের অভিযোগ পেয়েই তারা শাহরুখের বাংলোতে উপস্থিত হয়েছে। তারা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে জমা দেবেন।
শাহরুখ খানের জন্মদিন থেকে শুরু করে যেকোনো অনুষ্ঠানে বলিউড বাদশাখ্যাত এ অভিনেতাকে একনজর দেখার জন্য মান্নাতের গেটের সামনে ভিড় করেন হাজার হাজার ভক্ত। তবে কয়েক মাস ধরে মান্নাতের সংস্কার কাজ চলায় সপরিবারে পালি হিলের একটি আবাসনে উঠেছেন শাহরুখ খান। আর এদিকে চলমান সংস্কার কাজের মধ্যেই বেআইনি কাজের অভিযোগে অভিযান চালানো হয় মান্নাতে।
মুম্বাই পৌর কর্তৃপক্ষ মাঝেমধ্যেই সেলিব্রিটিদের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়ে থাকে। বেশির ভাগ ক্ষেত্রেই তাদের বিরুদ্ধে বেআইনি নির্মাণ বা পুরোনো ভবন সংস্কারের ক্ষেত্রে অনিয়মের বলে অভিযোগ ওঠে।
এ তালিকায় রয়েছেন- অমিতাভ বচ্চন, কঙ্গনা রানাওয়াত, মিঠুন চক্রবর্তীসহ অনেকে। তবে এবার মেরামতের কাজ করতে গিয়ে উপকূলীয় অঞ্চলে সংস্কারের নিয়ম লঙ্ঘন করার অভিযোগ উঠেছে শাহরুখ খানের দিকে।
তবে শাহরুখের কর্তৃপক্ষ বিষয়টিকে অস্বীকার করে জানায়, নির্দেশিকা মেনেই যাবতীয় কাজ হচ্ছে মান্নাতে। কোনো বেআইনি সংস্কার হচ্ছে না।
মেহেদী/