
অভিনেত্রী জিনাত শানু স্বাগতা কন্যাসন্তানের মা হয়েছেন। থাইল্যান্ডের একটি হাসপাতালে তিনি তার প্রথম সন্তানের স্বাগতা জন্ম দিয়েছেন। মা ও নবজাতক উভয়ই সুস্থ আছেন। নবজাতকের নাম রাখা হয়েছে মরিয়াম সর্বজয়া শানু আজাদ।
২১ জুন রাতে স্বাগতা নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, 'মরিয়াম সর্বজয়া শানু আজাদ, পৃথিবীতে স্বাগতম,।' এই পোস্টের মাধ্যমেই মা হওয়ার সুখবর জানান তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের এক বছরের মাথায় সন্তানসম্ভবা হওয়ার খবর দেন স্বাগতা। প্রথমে বাংলাদেশে চিকিৎসা শুরু করলেও নরমাল ডেলিভারির সম্ভাবনা না থাকায় তিনি থাইল্যান্ডে যান। কিন্তু সেখানে গিয়েও প্রত্যাশিত চিকিৎসা না পেয়ে হাসপাতাল পরিবর্তন করতে হয়েছে তাকে।
থাইল্যান্ডে গিয়ে স্বাগতা বলেছিলেন, 'আমি একটি মিশন নিয়ে থাইল্যান্ডে এসেছি। অনেক ডাক্তার আমাকে বলেছেন, এটি কঠিন। তবে আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব যেন স্বাভাবিকভাবে সন্তান জন্ম দিতে পারি।'
উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক হাসান আজাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন স্বাগতা। হাসান আজাদ একজন সংগীতশিল্পী, গীতিকার, সুরকার ও মিউজিক কম্পোজার। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করে তিনি বর্তমানে লন্ডনে ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
/রিয়াজ উদ্দিন