
অভিনেত্রী ও মডেল অপি করিম এবং সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান শোবিজ অঙ্গনে অনেকদিন ধরে কাজ করছেন। তবে এতদিন তাদেরকে একসঙ্গে কোনো কাজে দেখা যায়নি। এবার প্রথমবারের মতো সিমপ্লেক্স করপোরেশন লিমিটেডের চেংহুং এসির একটি বিজ্ঞাপনচিত্রে জুটি বাঁধলেন এই দুই তারকা। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন ছোটপর্দার জনপ্রিয় পরিচালক সাগর জাহান।
সম্প্রতি রাজধানীর বনশ্রীতে এর শুটিং শেষ হয়েছে। অপি-তাহসান ছাড়াও বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে থাকছেন সাদিয়া তানজিন, রাই রাজন্য এবং মেহেজাবিন নূর। খুব শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন টিভি চ্যানেল এবং অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত হবে।
পরিচালক সাগর জাহান বলেন, '২০১৬ সালের দিকে অপি করিম এবং তাহসান খানকে নিয়ে একটি নাটক বানানোর ইচ্ছা ছিল, তবে সঠিক শিডিউল না মেলায় তা সম্ভব হয়নি। অনেকদিন ধরেই তাঁদের সঙ্গে একসঙ্গে কাজ করার পরিকল্পনা ছিল, যা এবার বিজ্ঞাপনে এসে পূর্ণ হলো। অনেক নাটক বানালেও এটি আমার প্রথম বিজ্ঞাপন নির্মাণ। এর মূল ভাবনাও আমারই ছিল, এবং একটি বড় টিমের সঙ্গে কাজ করেছি।'
পরিচালক আরও বলেন, 'অপি এবং তাহসানের সঙ্গে আলাদাভাবে আগে কাজ করেছি, ফলে তাঁদের সঙ্গে সুন্দর একটি সম্পর্ক তৈরি হয়েছে। প্রথমবার বিজ্ঞাপন নির্মাণের অভিজ্ঞতা কিছুটা শঙ্কার ছিল, তবে অপি-তাহসান অনেক সহযোগিতা করেছেন।'
বিজ্ঞাপনটিতে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে অপি করিম বলেন, 'সাগর জাহানের সঙ্গে অনেক বছর কাজ করা হয়নি, কিন্তু বিজ্ঞাপনটির শুটিংয়ে তা একেবারেই বোঝা যায়নি। আগের মতোই আন্তরিকতা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করেছি।'
অভিনেতা তাহসান খান বলেন, 'অনেক দিন পরে সাগর জাহানের সঙ্গে কাজ করলাম এবং এটি তাঁর প্রথম বিজ্ঞাপন। নাটকের মতো বিজ্ঞাপনেও তাঁর সঙ্গে কাজ করে আনন্দ পেয়েছি। আশা করি বিজ্ঞাপনটি সবার ভালো লাগবে।'
/রিয়াজ