
নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তবে কোন সিনেমার জন্য নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্র ২৪ সেকেন্ডের একটি রিলস ভিডিও শেয়ার করে নেটিজনদের মাঝে তুমুল সাড়া ফেলেছেন আলোচিত এই অভিনেত্রী। ২৪ সেকেন্ডের সেই ভিডিওতে তার আবেদনময়ী উপস্থিতি মুগ্ধ করেছে সবাইকে।
রিল ভিডিওতে ফারিয়ার সোনালি রঙের ঝলমলে পোশাক, কোকড়ানো চুল আর হাতে একটি গোলাপসহ তীক্ষ্ণ চোখের চাহনি তার ভক্ত-অনুরাগীদের হৃদয়ে ঝড় তুলেছে। প্রিয় অভিনেত্রীকে এমন স্টাইল ও রূপে দেখে মন্তব্যের ঘরে সবাই প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন। তার এই রিলটি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
দেশের জনপ্রিয় আরজে থেকে রুপালি পর্দায় আলো ছড়ানো এই অভিনেত্রীর সিনেমায় অভিষেক হয় ২০১৫ সালে। সেবছর ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘আশিকী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন এই ঢালিউড সুন্দরী। ছবিতে তার সহ-অভিনেতা হিসেবে ছিলেন ওপার বাংলার অঙ্কুশ হাজরা।
/এমএস