
বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ। নব্বইয়ের দশকে শিশুশিল্পী হিসেবে বলিউডে অভিষেকের পর সিনিয়র ক্যারিয়ারেও ইতোমধ্যে বেশকিছু ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডে নতুন অভিনয় শিল্পীদের কেমন চোখে দেখা হয় সে প্রসঙ্গে মুখ খুলেছেন, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এমনিতেই এ ইন্ডাস্ট্রিকে স্বজনপ্রীতি নিয়ে হরহামেশাই সমালোচনার মুখে পড়তে হয়। এবার সেই অভিযোগের তালিকায় নতুন সংযোজন করলেন ‘দঙ্গল’খ্যাত এই অভিনেত্রী।
আসন্ন নতুন সিনেমার মুক্তিকে সামনে রেখে সম্প্রতি এক সাক্ষাৎকারে অংশ নেন তিনি। সেখানেই বলিউডে নতুন অভিনেতাদের প্রতি অন্যায্য আচরণ নিয়ে মুখ খোলেন এ তারকা। তিনি বলেন, ‘এটা শতভাগ ঘটে, প্রতিটি ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি বিদ্যমান। বিশেষত চলচ্চিত্র পরিবার থেকে না এলে, নতুন এবং সহশিল্পীদের ওপর চাপ তৈরি করা হয়, যা অনেক সময় তাদের কর্মজীবনে প্রভাব ফেলতে পারে।’
নিজের অভিজ্ঞতা শেয়ার করে ফাতিমা জানান, ‘আমি চরিত্র শিল্পী হিসেবে অভিনয় করেছি, ছোট অভিনেত্রীদের চরিত্রেও কাজ করেছি। তাই আমি পার্থক্যটি বুঝতে পারি। যখন সেটে থাকি এবং যদি কেউ চরিত্র অভিনেতা বা নতুন হন, তাদের প্রতি আমি শ্রদ্ধাশীল থাকি। এটা আমার দায়িত্ব। আমি চাই না যে, কেউ আমার মতো এমন অভিজ্ঞতার ভেতর দিয়ে যাক। যেখানে আমাকে ছোট মনে করা হয়েছে, আমি অন্যদের সঙ্গে সেই একই আচরণ করতে চাই না।’
র্যাপিড-ফায়ার সেশনে নিজের আরেকটি বাজে অভিজ্ঞতা সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘একবার আমার এক সহশিল্পী সেটে প্রতিটি দৃশ্য নিজস্বভাবে তৈরি করার চেষ্টা করছিলেন। প্রতিটি দৃশ্য একটি নির্দিষ্ট চরিত্রের জন্য লেখা হয় এবং আপনি যদি সবখানেই নিজেকে সবার দৃষ্টিগোচর করতে চান তাহলে তো হবে না। এটি দৃশ্যটিকে একদমই সাধারণ করে তোলে। এটা বিরক্তিকর যখন আপনি দৃশ্যটি করছেন, আর কেউ সেটিতে নাক গলানোর চেষ্টা করছেন।’
ফাতিমা সানা শেখ ২০০৮ সালে ‘তাহান’ ছবির মাধ্যমে প্রধান চরিত্রে আত্মপ্রকাশ করেন। তবে ২০১৬ সালে ‘দঙ্গল’ সিনেমার মাধ্যমে অভিনেত্রীর ক্যারিয়ারের মোড় ঘুরে যায়।
/এমএস