ঢাকা ২৬ আষাঢ় ১৪৩২, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
English
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

জেনিফার অ্যানিস্টনের ইচ্ছা

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৭:৪৫ পিএম
জেনিফার অ্যানিস্টনের ইচ্ছা
জেনিফার অ্যানিস্টন। ছবি: সংগৃহীত

তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতে রয়েছেন হলিউড তারকা জেনিফার অ্যানিস্টন। সমৃদ্ধ ক্যারিয়ারে জনপ্রিয় সব টিভি সিরিজসহ ‘উই আর দ্য মিলার্স’ এবং ‘মার্ডার মিস্ট্রি’-এর মতো সিনেমায় কাজ করেছেন। এবার নিজের অন্যরকম এক ইচ্ছার কথা জানালেন এই তারকা অভিনেত্রী। একটি ব্রডওয়ে নাটকে অভিনয়ের ব্যাপারে ইচ্ছা পোষণ করেন এই হলিউড তারকা। 

বিনোদন ম্যাগাজিন ‘পিপল’কে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ‘ফ্রেন্ডস’খ্যাত এই অভিনেত্রী জানান, তিনি ব্রডওয়েতে একটি নাটকে অভিনয় করতে চান। তিনি এও উল্লেখ করেছেন যে, এমন একটি কাজ করার এটাই সঠিক সময়। ১৯৯৪ সালে জনপ্রিয় সিটকম ‘ফ্রেন্ডস’ টিভি সিরিজে র‍্যাচেল গ্রিন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে অ্যানিস্টন তুমুল পরিচিতি পান। পরবর্তী সময়ে বেশকিছু উল্লেখযোগ্য দর্শকপ্রিয় কাজ উপহার দিয়েছেন তিনি। 

‘পিপল’ এর সঙ্গে এক সাক্ষাৎকারে ৫৬ বছর বয়সী অ্যানিস্টন বলেন, ‘আমি অবশ্যই একটি ব্রডওয়ে নাটক করতে চাই। এটি আমার বাকেট লিস্টে আছে। কিন্তু সময় খুঁজে বের করা এবং সঠিক অংশ, সঠিক উপাদান খুঁজে বের করাটাই এখন মুখ্য বিষয়... তবে আমাকে অবশ্যই ব্রডওয়েতে একটি নাটক করতে হবে।’ 

ছোটবেলা থেকেই অভিনয় জগতের সঙ্গে পরিচিত এই অভিনেত্রী ১৯৬৯ সালে অভিনেতা জন অ্যানিস্টন এবং ন্যান্সি ডাওয়ের ঘরে জন্মগ্রহণ করেন। ব্রডওয়ের বাইরে কিছু প্রযোজনা এবং টেলিভিশন শোতে অভিনয় করার পর অ্যানিস্টন ১৯৯৩ সালে ভৌতিক কমেডি ‘লেপ্রেচাঁ’-তে প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে কাজের সুযোগ পান।

বর্তমানে অ্যানিস্টন ড্রামা সিরিজ ‘দ্য মর্নিং শো ৪’-এ অভিনয় করছেন, যা সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিরিজে তার সহ-অভিনেত্রী হিসেবে রিস উইদারস্পুনকেও দেখা যাবে। 

/এমএস  

তারকাবহুল ছবিতে সিমোন অ্যাশলে

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৩:০০ পিএম
তারকাবহুল ছবিতে সিমোন অ্যাশলে
সিমোন অ্যাশলে। ছবি: সংগৃহীত

জনপ্রিয় হলিউড সিনেমা ‘দ্য ডেভিল ওয়েয়ার্স প্রাডা’। ২০০৬ সালে মুক্তি পাওয়া তারকাবহুল এই সিনেমাটির এবার সিকুয়েল আসতে চলেছে। যেখানে প্রথম ছবির অভিনয়শিল্পীদের সঙ্গে নতুন করে যোগ দিতে যাচ্ছেন ‘ব্রিজটার্ন’খ্যাত অভিনেত্রী সিমোন অ্যাশলে। ডেডলাইনের প্রতিবেদন অনুযায়ী, ছবিতে আরও অভিনয় করছেন মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে, এমিলি ব্লান্ট, স্ট্যানলি টুচি ও কেনেথ ব্রানাঘের মতো তারকারা। 

প্রায় দুই দশক আগে মুক্তিপ্রাপ্ত ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। বিশ্বব্যাপী মোট ৩২৬ মিলিয়ন ডলারের বেশি আয় করেছিল এটি। পাশাপাশি অস্কার আসরে দুটি মনোনয়নও পেয়েছিল। এর দ্বিতীয় কিস্তিতেও পরিচালনায় থাকছেন প্রথম ছবির নির্মাতা ডেভিড ফ্রাঙ্কেল এবং চিত্রনাট্যকার অ্যালাইন ব্রশ ম্যাককেনা। সিনেমার শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে বলে জানা গেছে। 

প্রসঙ্গত, দ্বিতীয় কিস্তিতে ‘মিরান্ডা প্রিস্টলি’ চরিত্রে মেরিল স্ট্রিপ এবং ‘এমিলি চার্লটন’ চরিত্রে এমিলি ব্লান্টকে দেখা যাবে। ছবির কাহিনিতে দুজনকে বিজ্ঞাপন ব্যবসা দখলের লড়াইয়ে মুখোমুখি হতে দেখা যাবে। 

উল্লেখ্য, সিমোন অ্যাশলে এর আগে ‘ব্রিজার্টন’-এ কেট শর্মা চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন। এ ছাড়াও ‘দ্য লিটল মারমেইড’ ও ‘সেক্স এডুকেশন’-এর মতো দর্শকপ্রিয় সিরিজেও অভিনয় করেছেন তিনি। 

আসন্ন ‘দ্য ডেভিল ওয়েয়ার্স প্রাডা ২’ ছবির অভিনেতাদের তালিকায় আরও রয়েছেন লুসি লিউ, পলিন চালামেট, বি জে নোভাক, জাস্টিন থেরক্স, কনরাড রিকামোরা, হেলেন জে শেন, ক্যালেব হিয়ারন, ট্রেসি থমস এবং টিবর ফেল্ডম্যান। ছবিটি ২০২৬ সালের ১ মে মুক্তি দেওয়া হবে। 

/এমএস  

এবার ফুল বিক্রেতার চরিত্রে এলিনা শাম্মী

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০২:৩০ পিএম
এবার ফুল বিক্রেতার চরিত্রে এলিনা শাম্মী
এলিনা শাম্মী। ছবি: সংগৃহীত

একজন নাট্যপরিচালক, সিনেমার পরিচালক হিসেবে ভীষণ সমাদৃত সালাহ উদ্দিন লাভলু। তার অভিনয়ও দর্শক ভীষণ উপভোগ করেন। পরিচালক হিসেবে তিনি যেমন সফল, অভিনেতা হিসেবেও তিনি সফল। আবার তিনি যখন নাটক নির্মাণ করেন, তখন সাধারণত মাসুম রেজার স্ক্রিপ্টকেই গুরুত্ব দেন বেশি। যথারীতি মাসুম রেজা রচিত গল্প ‘ফুলগাঁও’ নিয়ে এবার সালাহ উদ্দিন লাভলু নতুন ধারাবাহিক নির্মাণ করছেন। 

‘ফুলগাঁও’ শিরোনামের এই ধারাবাহিকটি শিগগিরই প্রচার শুরু হবে। এই ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র নীলা। নীলার ফুলের ব্যবসা ছিল। কলকাতা থেকে দেশে ফিরেই নীলা বাবার সেই ব্যবসার দায়িত্ব নেন। ধারাবাহিকটির শুরু থেকেই নীলা চরিত্রে নিয়মিত কাজ করছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী এলিনা শাম্মী।

যিনি আগে ছিলেন একজন নাট্যকার। পরে নিজেকে অভিনয়েই ব্যস্ত করে তুলেছেন। বহু নাটকে যেমন অভিনয় করেছেন তিনি, তেমনি সিনেমাতেও অভিনয় করে প্রশংসিত হয়েছেন। বিশেষত শাকিব খানের ‘প্রিয়তমা’ ও ‘দরদ’ সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন এলিনা শাম্মী। আবারও সালাহ উদ্দিন লাভলুর পরিচালনায় নতুন ধারাবাহিকে অভিনয় করে বেশ উচ্ছ্বসিত তিনি। 

এলিনা শাম্মী বলেন, ‘শ্রদ্ধেয় মাসুম রেজা ভাইয়ের স্ক্রিপ্ট আর লাভলু ভাইয়ের নির্দেশনা, এ যেন সোনায় সোহাগা। লাভলু ভাই এমনই একজন পরিচালক, যিনি স্ক্রিপ্টের ওপরই নির্ভর করে নাটক নির্মাণ করেন। স্ক্রিপ্টে যা আছে এর বাইরে শিল্পীকে অভিনয়ের সময় আর এক চুল পরিমাণও ইমপ্রুভাইজ করার সুযোগ দেন না। আর ভীষণ যত্ন নিয়ে ধৈর্য ধরে তিনি দৃশ্য ধারণ করেন।

যতক্ষণ পর্যন্ত শিল্পীর অভিনয় পারফেক্ট হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত তিনি চেষ্টা করেই যান শিল্পীর কাছ থেকে পারফেক্ট অভিনয় বের করে আনার। যে কারণে তার নাটকের প্রত্যেকটি দৃশ্য এত প্রাণবন্ত হয়। আমার পরম সৌভাগ্য যে, আমি আবারও লাভলু ভাইয়ের নির্দেশনায় ধারাবাহিকে কাজ করছি এবং আমার চরিত্রটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। লাভলু ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

শিগগিরই এই ধারাবাহিকটি চ্যানেল আইতে প্রচার শুরু হবে। শাম্মী জানান, এর আগেও তিনি একই পরিচালকের নির্দেশনায় ধারাবাহিক ও একক নাটকে অভিনয় করেছিলেন। 

এদিকে শাম্মী অভিনীত মিজানুর রহমান লাবু পরিচালিত ‘আতর বিবি লেন’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। শাম্মী অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা তানভীর হাসানের ‘মধ্যবিত্ত’। তার অভিনীত প্রথম সিনেমা শাহআলম কিরণের ‘৭১-এর মা জননী’। 

/এমএস  

মা-মেয়ের এক গান

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০২:০৭ পিএম
মা-মেয়ের এক গান
নাজমুন মুনিরা ন্যানসি ও তার মেয়ে রোদেলা। ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। ক্যারিয়ারের শুরু থেকেই অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তারই পথ ধরে এরই মধ্যে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেছেন ন্যানসির বড় মেয়ে রোদেলা। ইতোমধ্যেই তার একাধিক গান প্রকাশিত এবং প্রশংসিত হয়েছে। ন্যানসি ও তার মেয়ে রোদেলা একসঙ্গে স্টেজ শোতেও গান পরিবেশন করেছেন। এবার নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন মা-মেয়ে। 

প্রথমবার মতো একটি গানে কণ্ঠ দিয়েছেন ন্যানসি এবং রোদেলা। গানের শিরোনাম ‘কেন’। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর ও সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান। স্যাড-রোমান্টিক ঘরানায় এ গানটির একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে, যেখানে অংশও নিয়েছেন ন্যানসি ও রোদেলা। আজ ১০ জুলাই গানটি প্রকাশ হবে রোদেলার নিজস্ব ইউটিউব চ্যানেলে। 

গানটি নিয়ে ন্যানসি বলেন, ‘গানটি প্রথমে আমারই করার কথা ছিল। পরে মাথায় এল এখানে রোদেলার অন্তর্ভুক্তি হলে মন্দ হয় না। প্রথমে গাইয়ে দেখলাম। বেশ ভালোই লাগল। প্রথমবার আমার সঙ্গে মেয়ের গান! তাই স্বাভাবিকভাবেই আমি এক্সাইটেড, গর্বিত ও আনন্দিত। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার।’ 

মায়ের সঙ্গে গান গাওয়া প্রসঙ্গে রোদেলা বলেন, “এটা একটা দুঃসাহসই বটে। কারণ আমার মায়ের কণ্ঠ, গান সবার কাছেই জনপ্রিয় এবং প্রশংসিত। তার ইউনিক স্টাইল রয়েছে। এবার তার সঙ্গে গান গেয়ে ফেললাম। অবশ্য মায়ের অনুপ্রেরণা ও সাহসের জন্যই গানটি গাইতে পেরেছি। ‘কেন’ শিরোনামের গানটি আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।” 

/এমএস  

পরীমণির মানহানি মামলা খারিজ

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০২:০৩ পিএম
পরীমণির মানহানি মামলা খারিজ
পরীমণি। ছবি: সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। কাজের বাইরেও নানা বিষয় নিয়ে সব সময় আলোচনায় থাকেন এই নায়িকা। সম্প্রতি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর ও অশালীন তথ্য প্রকাশের অভিযোগে গৃহকর্মী পিংকি আক্তারসহ চারটি গণমাধ্যমের বিরুদ্ধে পরীমণি যে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছিলেন, তা খারিজ করেছে আদালত। 

সাইবার নিরাপত্তা আইন বাতিল হওয়ায় এবং নতুন ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশে’ সংশ্লিষ্ট অভিযোগের ধারা না থাকায় মামলাটি গ্রহণযোগ্য হয়নি বলে আদালত রায়ে উল্লেখ করেন। 

গত মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. নূরে আলম মামলাটি খারিজের আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল। 

তিনি জানান, গত ২১ মে অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নতুনভাবে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করে। পরীমণির মামলাটি সাইবার নিরাপত্তা আইনের ২৮ ও ৩১ ধারায় করা হলেও নতুন অধ্যাদেশে ওই ধারাগুলোর অনুপস্থিতির কারণে আদালত মামলাটি খারিজ করেন।
ঢাকার সাইবার ট্রাইব্যুনালে গত ২৩ এপ্রিল মামলাটি করেন পরীমণি। এতে তার গৃহকর্মী পিংকি আক্তার ছাড়াও অভিযুক্ত ছিলেন সব খবরের স্বত্বাধিকারী মোরশেদ সুমন, প্রতিদিনের বাংলাদেশ এন্টারটেইনমেন্ট, পিপল নিউজ ও ডিজিটাল খবর। 

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ মার্চ একটি এজেন্সির মাধ্যমে পরীমণি তার বাসায় বাচ্চার দেখভালের জন্য পিংকি আক্তারকে নিয়োগ দেন। কিন্তু ২ এপ্রিল পিংকি হঠাৎ বাসা ছেড়ে চলে যান এবং পরবর্তী সময়ে পরীমণির বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা, অশালীন ও মানহানিকর বক্তব্য দিতে থাকেন। অভিযুক্ত গণমাধ্যমগুলো সেই বক্তব্যগুলো প্রচার করে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়। এসব ঘটনায় পরীমণি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন বলে মামলায় দাবি করা হয়। 

/এমএস  

ভুয়া বিল দিয়ে আলিয়া ভাটের টাকা হাতিয়ে নিলেন পিএস

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৫:২১ পিএম
ভুয়া বিল দিয়ে আলিয়া ভাটের টাকা হাতিয়ে নিলেন পিএস
আলিয়া ভাট

ভুয়া বিলে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সই নিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তার সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) বেদিকা প্রকাশ শেঠি। 

শুধু আলিয়ার অ্যাকাউন্টই নয়, এভাবে বেদিকার বিরুদ্ধে ভাটের প্রযোজনা সংস্থার অ্যাকাউন্ট থেকেও দফায় দফায় টাকা তোলার অভিযোগ রয়েছে।

মোট ৭৬ লাখ ৯০ হাজার টাকার প্রতারণার অভিযোগ উঠেছে আলিয়ার প্রাক্তন ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে।

অভিনেত্রীর মা সোনি রাজদানের অভিযোগের ভিত্তিতে বেদিকাকে গ্রেপ্তার করে মুম্বইয়ের জুহু থানার পুলিশ।

২০২২ সালের মে থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত এভাবে টাকা তুলে নেওয়া হয় বলে জানা যায়।

চলতি বছরের ২৩ জানুয়ারি আলিয়ার মা পুলিশে অভিযোগ করলে বিষয়টি প্রকাশ্যে আসে।

২০২১ সালে নিজের প্রোডাকশন হাউস খোলেন আলিয়া ভাট। ইটারনাল সানশাইন প্রোডাকশনস-এর শুরুর দিন থেকে ২০২৪ সাল পর্যন্ত আলিয়ার সঙ্গেই কাজ করতেন।

পুলিশ জানায়, বেদিকা শেঠি ভুয়া বিল তৈরি করে আলিয়াকে দিয়ে সই করিয়ে টাকা তুলেছিলেন। অভিনেত্রীকে দিয়ে ওই বিলগুলো তার ভ্রমণ সংক্রান্ত খরচ ও অন্যান্য খরচ বলে ভুল বুঝিয়ে সই করানো হয় বলে অভিযোগ।

তদন্তে জানা গেছে, বেদিকা শেঠি এই টাকা দিয়ে বেশ কিছু পেশাদার সরঞ্জাম কিনেছেন। বাকি টাকা বন্ধুর অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। যা পরে আবার তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়।

অমিয়/