ঢাকা ২৫ আষাঢ় ১৪৩২, বুধবার, ০৯ জুলাই ২০২৫
English

আদনানের নির্মাণে সুনিধির ‘পালাবে কোথায়’

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৮:৩০ পিএম
আদনানের নির্মাণে সুনিধির ‘পালাবে কোথায়’
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আলোচিত নির্মাতা আদনান আল রাজীব। ক্যারিয়ারে বসন্ত চলছে তার। বিজ্ঞাপন ও নাটক নির্মাতা হিসেবে জনপ্রিয়তা পেলেও কিছুদিন আগেই সিনেমা নিয়ে কান চলচ্চিত্র উৎসব জয় করে ফিরেছেন আদনান আল রাজীব। তার অভিনীত ‘আলী’ সিনেমাটি স্বল্পদৈর্ঘ্যের জন্য স্পেশাল মেনশন স্বীকৃতি পেয়েছে। 

কানে উপস্থাপকের এক প্রশ্নে আদনান আল রাজীব বলেছিলেন, ‘এটা আমাদের জন্য অবশ্যই বিশেষ। নিঃসন্দেহে বাংলাদেশের জন্যও। আপনারা জানেন, প্রথমবারের মতো আমাদের জন্য এটাই অনেক বড় একটা অর্জন। এই মুহূর্তে বাংলাদেশ একটা অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এমন অবস্থায় মানুষ ভালোভাবে একটু নিশ্বাস নেওয়া সুযোগ খুঁজছে।

এই পুরস্কারটি জিতে আমরা কিছুটা হলেও সেটাই দিতে পেরেছি। এটা দেশের মানুষের মাঝে একটা আশার সঞ্চার যেমন ঘটাবে, তেমনি বাংলাদেশ নিয়ে একটা ইতিবাচক ধারণাও তৈরি করবে।’ 

এবার রাজীব নির্মাণ করলেন মিউজিক ভিডিও। দুই বাংলার জনপ্রিয় গায়িকা সুনিধি নায়েকের গাওয়া গানটির শিরোনাম ‘পালাবে কোথায়’। গত ২২ জুন প্রকাশিত হয়েছে এই মিউজিক ভিডিওটির অফিশিয়াল একটি পোস্টার। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি জানিয়েছেন আদনান আল রাজীব ও সুনিধি নায়েক দুজনেই। 

ফেসবুকে পোস্টারটি শেয়ার করে আদনান আল রাজীব লিখেছেন, “আমি একটি মিউজিক ভিডিও পরিচালনা করেছি আমার খুবই মেধাবী বন্ধু সুনিধি নায়েকের জন্য। তার গাওয়া ‘পালাবে কোথায়’ শিরোনামের গানটি আসছে। সে শিল্পী হিসেবে অনবদ্য। তাই আমি চেয়েছি তার এই কাজটির অংশ হতে। যাতে তার শৈল্পিক চিন্তাকে আমার ক্যামেরার ভাষায় মূর্ত করে তাকে সাহায্য করতে পারি। সবাইকে কাজটি দেখানোর জন্য আমার তর সইছে না।’’ 

গানটি নিয়ে সুনিধি নায়েক বলেন, “আমি আর অর্ণব (সংগীতশিল্পী সায়ান চৌধুরী অর্ণব) বেশ কিছু গান করেছি। যেগুলো ধীরে ধীরে প্রকাশিত হবে। তার মধ্যে ‘পালাবে কোথায়’ আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটি গান। কারণ এই গানটিতে আমরা ওয়েস্টার্ন ইডিএম মিউজের সঙ্গে বাঙালি সুর ও কম্পোজিশনের একটি চমৎকার মিশ্রণ তৈরি করার চেষ্টা করেছি। গানটির কথা ও সুর অর্ণবের করা। তার কাজ সম্পর্কে আপনাদের ধারণা রয়েছে। মিউজিক কম্পোজিশনে আমরা তিনজন- অর্ণব, অদিত রহমান আর আমি কাজ করেছি।’ 

আদনান আল রাজীবের মিউজিক ভিডিও নির্মাণ প্রসঙ্গে সুনিধি বলেন, ‘‘আদনান আমাদের দেশের অন্যতম মেধাবী নির্মাতা। তা ছাড়া সে আমার খুব ভালো বন্ধু। তাই তার সঙ্গে আমার নানা বিষয়ে চিন্তাভাবনা শেয়ার করা হয়। আদনান গানটি শুনে খুব পছন্দ করল। তখন আমরা ভিডিওটির প্ল্যান করি। মাঝে আমি গান নিয়ে দুই মাসের লম্বা ইউরোপে ট্যুর করলাম। তারও আগে ভিডিওটির শুট করি।

সবকিছু গুছিয়ে নিয়ে এখন মনে হলো এটি প্রকাশ করতে পারি। আদনানকে অনেক ধন্যবাদ সুন্দর একটি ভিডিও নির্মাণ করার জন্য। আশা করছি গান ও মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে। আগামী ২৬ জুন ‘পালাবে কোথায়’ গান ভিডিও প্রকাশ পাবে।” 

/এমএস  

মামলার বিষয়ে কি বললেন ডিপজল?

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১০:৪২ এএম
মামলার বিষয়ে কি বললেন ডিপজল?
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র অভিনেতা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলসহ দুজনের বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে আদালতে মামলা করেছেন রাশিদা আক্তার (৩৫) নামে এক নারী।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে এ মামলার আবেদন করেন তিনি।

এদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) তদন্ত করে প্রতিবেদনে দাখিলের নির্দেশ দেন।

এ ছাড়া ওই নারীর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যাতে তিনি ডিপজলের বিরুদ্ধে অভিযোগ করে নানা কথা বলেন।

এদিকে এ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে দীর্ঘ এক ফেসবুক পোস্ট দিয়েছেন ডিপজল।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘একজন পাগল ভক্তের কর্মকাণ্ড পুঁজি করে যারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ ও মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছেন! আল্লাহ আপনাদের বিচার করবেন।’
'এই নারী দুটি বাচ্চা নিয়ে এফডিসি থেকে তার স্বামী নেই বলে অসহায়তার কথা বলে ৫০ হাজার টাকা নিয়ে যান। পরে মাঝে মাঝে এসে কান্নাকাটি করে ১০ হাজার বা ২০ হাজার টাকা নিয়ে গেছেন। অনেকবারই এফডিসিতে দেখা হয়েছে, যার ভিডিওগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে পাবেন।’

তিনি আরও বলেন, ‘ওই নারীর বক্তব্য মতে, ২০২৫ সালের জুনের ২ তারিখে হাটে দেখা হয়েছে বলে সাক্ষাৎকারে বলেন। এটা সম্পূর্ণ মিথ্যা- ভিডিও দেখলে বোঝা যাবে। গত ১৫ এপ্রিল ঢাকা সিটি করপোরেশনকে হাট বুঝিয়ে দেওয়া হয়েছে, যার সব কাগজপত্র প্রমাণাদি আমাদের কাছে আছে। হাট বুঝিয়ে দেওয়ার ২ মাস পর আবার কেন হাটে যাবো? ২ জুন ওই নারী হাটে এসে কী করেছিলেন- সেটির ভিডিও ফুটেজও রয়েছে, যা আপনারা দেখতে পাবেন। হাটের সিসি ক্যামেরার ফুটেজও পাওয়া যাবে। এখন আদালতকে সম্মান জানিয়ে বলতে চাই, আপনারা সুষ্ঠু তদন্ত করে এর বিচার করবেন। যারা এই নারীকে ব্যবহার করে এসব কাজ করছে, তাদেরও প্রকাশ্যে আনবেন। এসব মিথ্যা অভিযোগ এবং মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

মেহেদী/

ছেলে ও স্বামীর সঙ্গে কথা বললেন ফরিদা পারভীন

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৭:৪৯ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৭:৪৯ পিএম
ছেলে ও স্বামীর সঙ্গে কথা বললেন ফরিদা পারভীন
ফরিদা পারভীন। ছবি: সংগৃহীত

দেশবরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন। দীর্ঘদিন ধরেই লিভার, ফুসফুস, কিডনি ও ডায়াবেটিস সমস্যায় ভুগছেন তিনি। সম্প্রতি ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক জটিলতা তৈরি হওয়ায় গুণী এই শিল্পীকে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়েছে। তার অবস্থা বেশ সংকটাপন্ন বলে জানিয়েছেন তার স্বামী কিংবদন্তি বংশীবাদক গাজী আবদুল হাকিম। 

এদিকে গতকাল (৭ জুলাই) রাত থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এই শিল্পীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এই সংবাদে বিরক্ত প্রকাশ করেন শিল্পীর পরিবার। 

এ সম্পর্কে গাজী আবদুল হাকিম বলেন, ‘ফরিদা পারভীন ভীষণ অসুস্থ, তার কারণে আমাদের পুরো পরিবারের মানুষরা মানসিকভাবে ভেঙে পড়েছি। এই সময়ে এসে যদি এমন গুজব ছড়ায় তাহলে খুব কষ্ট লাগে। কেউ গুজব ছড়াবেন না। তিনি (ফরিদা পারভীন) এখনও বেঁচে আছেন। আগের মতোই হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।’

শুধু তাই নয়, আইসিইউতেই ফরিদা পারভীন তার স্বামী এবং বড় ছেলের সঙ্গে কথা বললেন আজ ৮ জুলাই রাতে। এমন তথ্যই দিয়েছেন গাজী আবদুল হাকিম। তবে কি কথা বলেছেন এই শিল্পী তা স্পষ্ট করেননি তিনি। 

এ সম্পর্কে নন্দিত এই বংশীবাদক খবরের কাগজকে বলেন, ‘মা-ছেলের এবং স্বামী-স্ত্রীর সঙ্গে যে আবেগের কথা থাকে সেসব কথাই বলেছেন ফরিদা পারভীন। এই কথা আসলে প্রকাশ্যে বলার মতো নয়। আগের চেয়ে ফরিদা ভালো আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’ 

তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকেও ফরিদা পারভীনের চিকিৎসার জন্য সহযোগিতা করার কথা জানানো হয়েছে।

 /এমএস  

যুক্তরাষ্ট্রে তানভীর তারেকের দুটি গানের ভিডিও

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৮:১৫ পিএম
যুক্তরাষ্ট্রে তানভীর তারেকের দুটি গানের ভিডিও
ছবি: তানভীর তারেকের সৌজন্যে

যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকো, লস এনজেলেস ও ডেথভ্যালিতে তানভীর তারেকের দুইটি মিউজিক ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে। একটি গান লিখেছেন নন্দিত অভিনেতা নির্মাতা আফজাল হোসেন। আরেকটি লিখেছেন তানভীন তারেক। গান দুটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর ও সংগীত করেছেন তানভীর তারেক নিজেই। মিউজিক ভিডিও দুটি পরিচালনা করেছেন রাজ হামিদ ও টিম আসিফ আকবর।

মিউজিক ভিডিও প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘একটানা গত কয়েক মাস বেশ কিছু মিউজিক ট্র্যাক তৈরির কাজ করেছি। ইচ্ছা আছে আমার মৌলিক গানের ১০০টি গানের সিরিজ প্রকাশ করার। সেই প্রজেক্টেই এই গানগুলো মুক্তি পাচ্ছে। কিংবদন্তি আফজাল হোসেন আমাকে ভালোবাসেন। প্রশ্রয় দেন। এ আমার জীবনের বিরাট প্রাপ্তি।

আমি তার পরিচালিত একটি চলচ্চিত্রে মিউজিকের কাজ করেছি। সেই ভালোবাসার সূত্রেই তার একটি কবিতাকে সুরারোপ দিয়ে গান বেঁধেছি। তাকে ডেমো ট্র্যাকটিও পাঠিয়েছি। গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন নাবিলা। নাবিলা পেশায় একজন আইটি ইঞ্জিনিয়ার। সে এখানে এআই নিয়ে ক্যালিফোর্নিয়াতে কাজ করে। মিউজিক ভিডিও দুটি তৈরি হচ্ছে রাজ হামিদের বায়োস্কপ ও হলিউড নির্মাতা আসিফ আকবরের প্রতিষ্ঠান টিএফপির ব্যানারে।’ 

তানভীর তারেক আরও বলেন, ‘মূলত বিদেশের মাটিতে খুব পেশাদার ক্যামেরা পার্সন ও টিম নিয়ে কাজ করাটা খুবই খরচসাপেক্ষ। সে ক্ষেত্রে আমি ভাগ্যবান যে, আমি এমন কিছু প্রফেশনাল টিমের সাপোর্ট নিয়ে কাজ করতে পেরেছি যারা বিশ্বমানের কাজ করে আসছে।

রাজ হামিদের বায়োস্কপ প্রডাকশন বাংলা ফিল্ম নিয়ে সারা বিশ্বে ডিস্ট্রিবিউশনের কাজ করে যাচ্ছে। আর আসিফ আকবর তো হলিউডের লায়নগেটের পরিচালক। আশা করছি গান দুটি শ্রোতা-দর্শকদের কাছে ভালো লাগবে।’ 

/এমএস  

জাপান ও ভারতের উৎসবে ‘টেনেমেন্ট অব সিক্রেট টক’

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৯:৩০ এএম
আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৯:৩৩ এএম
জাপান ও ভারতের উৎসবে ‘টেনেমেন্ট অব সিক্রেট টক’
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নির্মাতা আবু শাহেদ ইমন। তার জাপানিজ ভাষার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টেনেমেন্ট অফ সিক্রেট টক’ জাপানের ‘কারাতসু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ও  ভারতের ‘অষ্টম সাউথ এশিয়ান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’ (এসএএসএফএফ)-এ প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে। গতকাল শুরু হওয়া জাপানের কারাতসু সাগা প্রদেশে ‘কারাতসু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ প্রতিযোগিতা বিভাগের জন্য মনোনীত পাঁচটি জাপানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে ‘টেনেমেন্ট অফ সিক্রেট টক’ একটি। 

এ বছর মোট ৩৩১টি জমাকৃত ছবির মধ্যে (যার মধ্যে ৩৩টি দেশের ১১১টি আন্তর্জাতিক চলচ্চিত্র অন্তর্ভুক্ত) থেকে বাছাই করে এই পাঁচটি নির্বাচিত করা হয়েছে। এই মর্যাদাপূর্ণ উৎসবটি আয়োজন করে কারাতসু কালচার কমিশন। উৎসবের পুরস্কার ঘোষণা করা হবে আগামী ১৩ জুলাইয়ের সমাপনী অনুষ্ঠানে। যেখানে ইমনের চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতা করবে আরও চারটি নির্বাচিত জাপানি ছবির সঙ্গে। 

ছবিগুলো হচ্ছে- রিকেট (ওগা এইসুকে), দ্য ডিগিং ওমেন (চিতারা রিও), রোয়াডসাইড (এগুচি তাকাহিরো), লুকিং ফর মিডনাইট (তাকেদা আকারি)।
একই সময়ে ইমনের ছবিটি ভারতের কলকাতার ‘অষ্টম সাউথ এশিয়ান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’-এ নির্বাচিত হয়েছে। উৎসবটি কলকাতার ঐতিহাসিক নন্দন ফিল্ম সেন্টার-এ শুরু হয়েছে ৭ জুলাই। চলবে ১৩ জুলাই পর্যন্ত। এই বিভাগে শুধু ৯টি আন্তর্জাতিক চলচ্চিত্র নির্বাচিত হয়েছে, যা পূর্ব ভারতের সর্ববৃহৎ স্বল্পদৈর্ঘ্য ও ডকুমেন্টারি উৎসবের অন্যতম মর্যাদাপূর্ণ বিভাগ হিসেবে বিবেচিত। 

এটি আয়োজন করেছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিস অব ইন্ডিয়া। ইমনের এই জাপানি ভাষার ছবিটি গত ফেব্রুয়ারিতে জাপানের আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে এক্সিলেন্স অ্যাওয়ার্ড জিতেছে। ছবিটির গল্প এডো যুগের প্রেক্ষিত রচনা করে নির্মিত, যেখানে ঐতিহাসিক আবহ, আবেগ এবং চিত্রভাষার এক চমৎকার মেলবন্ধন ঘটেছে। 

এ প্রসঙ্গে আবু শাহেদ ইমন বলেন, ‘জাপানের চলচ্চিত্র ঐতিহ্যের কেন্দ্রে একটি আন্তর্জাতিক টিমের সঙ্গে এই ছবি নির্মাণ করা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। এটি বিভিন্ন ভাষা ও সংস্কৃতির দর্শকের মনে সাড়া ফেলছে- বিষয়টি আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’ 

/এমএস  

সাইকো থ্রিলার ফিল্মে তারা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৭:৪৫ পিএম
সাইকো থ্রিলার ফিল্মে তারা
ছবি: সংগৃহীত

ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালো জাদুর রহস্য, ভয় ও অশুভতার আবহ নিয়ে নাটক নির্মাণ করেছেন গুণী নির্মাতা তানিম রহমান অংশু। তার নতুন নাটকের নাম ‘নসিব’। এই নাটকে উঠে এসেছে প্রেম, বিশ্বাস, প্রতিশোধ আর অশুভ শক্তির কারণে বিভিন্ন টানাপোড়েন। নাটকের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাল্য বোস। 

গানচিল প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই নাটকে গুরুত্বপূর্ণ তিনটি চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানজিন তিশা এবং প্রিয়ন্তি উর্বি। গত ৭ জুলাই গানচিল ড্রামার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ‘নসিব’ নাটকের ট্রেলার প্রকাশিত হয়েছে। আর প্রকাশের পর থেকেই দর্শকদের দারুণ সাড়া মিলছে। 

নাটকটি নিয়ে পরিচালক তানিম রহমান অংশু বলেন, ‘নসিব নাটকের মূল ভাবনাটা আমার। মানুষের জীবনে যে বিশ্বাস, ভয় ও নিয়তির খেলা চলে, তা নিয়েই এই গল্প। এতে ব্ল্যাক ম্যাজিক যেমন আছে, তেমনি প্রেম, প্রতিশোধ ও সাইকো থ্রিলার ধাঁচের টুইস্টও পাবেন দর্শক।’
নাটকটি সম্পর্কে তানজিন তিশা বলেন, ‘নাটকের গল্প অসাধারণ। এমন একটি ভিন্নধারার গল্পে অভিনয় করে সত্যিই ভালো লেগেছে। আশা করছি দর্শকরাও নাটকের মাঝে নতুনত্ব খুঁজে পাবেন।’ 

ইয়াশ রোহান বলেন, ‘এটা একেবারেই ভিন্ন ঘরানার কাজ। সাইকো থ্রিলার এবং ব্ল্যাক ম্যাজিকের মিশেল থাকায় চরিত্রে অভিনয় করতে গিয়েও নতুন অভিজ্ঞতা হয়েছে। গল্প ও নির্মাণে বৈচিত্র্য আছে। বিশ্বাস করি দর্শকের ভালো লাগবে।’ 

এ সময়ের মডেল অভিনেত্রী প্রিয়ন্তি উর্বি বলেন, ‘আমার চরিত্রটি আবেগে পরিপূর্ণ। এমন চরিত্রে অভিনয় করতে পেরে আমি নিজেও আনন্দিত। ট্রেলার প্রকাশের পর দর্শকদের কাছে ভালো সাড়া পাচ্ছি। নাটকটি প্রকাশের পর দর্শকদের প্রতিক্রিয়ার  জন্য অপেক্ষায় আছি।’ গানচিল ড্রামার ইউটিউব চ্যানেলে আগামীকাল ১০ জুলাই নাটকটি উন্মুক্ত হবে। 

/এমএস