
খ্যাতিমান অস্ট্রেলিয়ান অভিনেতা জুলিয়ান ম্যাকমোহন। যিনি ‘ফ্যান্টাস্টিক ফোর’ ও ‘চার্মড’সহ অনেক জনপ্রিয় সিনেমা ও টিভি সিরিজে তার অভিনয়ের জন্য বিখ্যাত। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর ৫৬ বছর বয়সে মারা গেলেন এ অভিনেতা। গত বুধবার (২ জুলাই) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী কেলি ম্যাকমোহন।
ডেডলাইনের সঙ্গে শেয়ার করা এক বিবৃতিতে কেলি বলেন, ‘খোলা হৃদয়ে গোটা বিশ্বকে জানাতে চাই যে, আমার প্রিয় স্বামী জুলিয়ান ম্যাকমোহন এই সপ্তাহে ক্যান্সারকে জয় করার সাহসী প্রচেষ্টার পরে শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেছেন। তিনি জীবনকে ভালোবাসতেন, তার পরিবার, বন্ধু, কাজ এবং ভক্তদের গভীরভাবে ভালোবাসতেন। তার ইচ্ছা ছিল জীবনে যতটা সম্ভব আনন্দ ছড়িয়ে দেওয়া। এই সময়ে আমাদের পরিবারকে একান্তে শোক পালনের সুযোগ দেওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করছি।’
জুলিয়ান ম্যাকমোহন জন্মগ্রহণ করেন ১৯৬৮ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে। তার পিতা স্যার উইলিয়াম ম্যাকমোহন ১৯৭১ থেকে ১৯৭২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন। শোবিজঅঙ্গণে প্রথমে মডেলিংয়ের মাধ্যমে যাত্রা শুরুর পর ধীরে ধীরে অভিনয়ের দিকে ঝুঁকে পড়েন এই তারকা।
১৯৮৯ সালে অস্ট্রেলিয়ান টিভি শো ‘দ্য পাওয়ার, দ্য প্যাশন’-এর মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন তিনি। তিন বছর পর ১৯৯২ সালে ‘ওয়েট অ্যান্ড ওয়াইল্ড সামার!’ সিনেমায় এলিয়ট গোল্ডের বিপরীতে অভিনয় করে তার বড় পর্দায় অভিষেক হয়। এর ঠিক এক বছর পর ১৯৯৩ সালে ‘আদার ওয়ার্ল্ড’ ছবিতে অভিনয় করে হলিউড প্রবেশ করেন জুলিয়ান।
জনপ্রিয় টিভি সিরিজ ‘চার্মড’-এ ডেমন কোল চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতির পর মার্ভেল ফ্র্যাঞ্চাইজির ‘ফ্যান্টাস্টিক ফোর’ ছবিতে কুখ্যাত ভিলেন ‘ডক্টর ডুম’ চরিত্রে অভিনয় করে দুনিয়াজুড়ে জনপ্রিয় হয়ে ওঠেন এই হলিউড আইকন।
সাম্প্রতিক বছরগুলোতে ‘এফবিআই: মোস্ট ওয়ান্টেড’ সিরিজে অভিনয় করে দর্শক-সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসিত হন জুলিয়ান ম্যাকমোহন। এমন এক কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে।
/এমএস