
ছোটপর্দার জনপ্রিয় তানজিন তিশা। লাইট, ক্যামেরা অ্যাকশনের বাইরেও নানা বিষয়ে মন্তব্য করে আলোচনায় থাকেন তিনি। তবে তিশা কিছুটা ঠোঁটকাটা স্বভাবের- এটা শোবিজ অঙ্গনের সবাই জানে। আর এই ঠোঁটকাটা স্বভাবের জন্যই মাঝে মাঝে বিপত্তিতে পড়তে হয় এই তারকা অভিনেত্রীকে। বর্তমানে তানজিন তিশা আমেরিকায় রয়েছেন।
সেখানে বাংলাদেশের অনেক তারকাই এ মুহূর্তে বসবাস করছেন। এর মধ্যে আলোচিত-সমালোচিত ডিগবাজিখ্যাত চিত্রনায়ক জায়েদ খানও দীর্ঘদিন ধরেই আমেরিকায় রয়েছেন। এতদিন তিনি ক্যামেরার বাইরে থাকলেও এবার জায়েদ খান নতুন একটি অনুষ্ঠান শুরু করেছেন আমেরিকার জনপ্রিয় বাংলা চ্যানেল ঠিকানা টিভিতে। অনুষ্ঠানের নাম ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’।
আর এই শোর প্রথম অতিথি হিসেবে অংশ নিয়েছেন তানজিন তিশা। অনুষ্ঠানে তিনি পাঁচ বছরের মধ্যেই মা হওয়ার ইচ্ছের কথা জানান। গত শুক্রবার (৪ জুলাই) রাত ৮টায় ঠিকানা টিভির ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানটি উন্মুক্ত হয়। এই অনুষ্ঠানটির মাধ্যমে উপস্থাপক হিসেবেও অভিষেক জায়েদ খানের।
অনুষ্ঠানে অতিথির আসনে বসে জায়েদ খানের সঙ্গে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানান দিক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন তানজিন তিশা। জায়েদ খানকে পাল্টা বিয়ের প্রশ্নও করেছেন তানজিন তিশা। সেটিরও মজার উত্তর দিয়েছেন সঞ্চালক জায়েদ খান। জায়েদ খান তিশাকে প্রশ্ন করেন, ‘৫ বছর পর তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও?’ জবাবে তিশা বলেন, ‘আই উইল বি আ মাদার। এর মধ্যে আমি বিয়ে করব। মা হব।’
অভিনেত্রী আরও বলেন, ‘দেখুন এভাবে হয়তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’
উল্লেখ্য, তারকাদের সঙ্গে এমন একান্ত আড্ডা নিয়ে প্রতি শুক্রবার হাজির হবেন জায়েদ খান। প্রথম শোর মাধ্যমে জায়েদ খান বেশ প্রশংসা কুড়াচ্ছেন। যার সূচনা হলো বেশ সফলভাবেই। তবে তানজিন তিশা করে নাগাদ দেশে ফিরবেন সেটা জানাননি।
/এমএস