
আলিয়ঁস ফ্রঁসেজ দি ঢাকা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে গত শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বডি পাপেট থিয়েটার পরিবেশনা ‘ইনভিজিবল স্টোরিজ’-এর প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। পরিবেশনাটি পরিচালনা করেছেন প্রখ্যাত ফরাসি পাপেট শিল্পী লরি কানাক, যেখানে তিনি নিজেই পারফর্ম করেছেন বাংলাদেশের শিল্পী মো. ফরহাদ আহমেদের সঙ্গে।
গতকাল শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হয়। প্রযোজনাটি বাংলাদেশ-ফ্রান্স যৌথ উদ্যোগে নির্মিত, যা আন্তসাংস্কৃতিক গল্প বলার বৈচিত্র্য ও সৃজনশীলতা তুলে ধরে। ঢাকায় প্রদর্শনীর পর, পরিবেশক মো. ফারহাদ আহমেদ ও স্বাতী ভদ্র আগামী আগস্টের মাঝামাঝি ফ্রান্সে ‘ইনভিজিবল স্টোরিজ’ নাটকের আন্তর্জাতিক সফরে অংশ নিতে যাচ্ছেন।
এই সফরের অংশ হিসেবে তারা শারলভিল-মেজিয়ের, প্যারিস, ক্লুনি, ডিজঁ এবং বেসাঁসোঁসহ ফ্রান্সের বিভিন্ন জায়গায় স্বনামধন্য উৎসব ও নাট্যমঞ্চে প্রযোজনাটি পরিবেশন করবেন।
‘ইনভিজিবল স্টোরিজ’ এক চমকপ্রদ অভিযাত্রার বর্ণনা, যেখানে দুজন বিজ্ঞানী ঢাকার প্রাত্যহিক জীবনে ভূতের প্রভাব নিয়ে গবেষণায় নিমগ্ন থাকেন। তাদের এই যাত্রা ধীরে ধীরে এক অতিপ্রাকৃত অভিযানে রূপ নেয়, যা তাদের নিয়ে যায় সুন্দরবনের রহস্যময় গহীনে। পারফরম্যান্সটি নানা ধর্ম ও লোককথা থেকে সংগৃহীত ভূতের গল্প ও অতিপ্রাকৃত বিষয়বস্তুকে নাচ, গান আর পাপেট্রির মাধ্যমে উপস্থাপন করেছে।
মো. ফরহাদ আহমেদ একজন বহুমুখী নৃত্যশিল্পী, নৃত্যপরিচালক, থিয়েটার শিল্পী এবং পাপেটিয়ার যিনি ২০১২ সাল থেকে প্রাচ্যনাট থিয়েটার এবং ২০১৪ সাল থেকে জলপুতুল পাপেটসের সঙ্গে কাজ করছেন।
/এমএস