ঢাকা ২৫ আষাঢ় ১৪৩২, বুধবার, ০৯ জুলাই ২০২৫
English

‘ইনভিজিবল স্টোরিজ’-এর দুই প্রদর্শনী

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৫:৩০ পিএম
‘ইনভিজিবল স্টোরিজ’-এর দুই প্রদর্শনী
ছবি: সংগৃহীত

আলিয়ঁস ফ্রঁসেজ দি ঢাকা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে গত শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বডি পাপেট থিয়েটার পরিবেশনা ‘ইনভিজিবল স্টোরিজ’-এর প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। পরিবেশনাটি পরিচালনা করেছেন প্রখ্যাত ফরাসি পাপেট শিল্পী লরি কানাক, যেখানে তিনি নিজেই পারফর্ম করেছেন বাংলাদেশের শিল্পী মো. ফরহাদ আহমেদের সঙ্গে। 

গতকাল শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হয়। প্রযোজনাটি বাংলাদেশ-ফ্রান্স যৌথ উদ্যোগে নির্মিত, যা আন্তসাংস্কৃতিক গল্প বলার বৈচিত্র্য ও সৃজনশীলতা তুলে ধরে। ঢাকায় প্রদর্শনীর পর, পরিবেশক মো. ফারহাদ আহমেদ ও স্বাতী ভদ্র আগামী আগস্টের মাঝামাঝি ফ্রান্সে ‘ইনভিজিবল স্টোরিজ’ নাটকের আন্তর্জাতিক সফরে অংশ নিতে যাচ্ছেন।

এই সফরের অংশ হিসেবে তারা শারলভিল-মেজিয়ের, প্যারিস, ক্লুনি, ডিজঁ এবং বেসাঁসোঁসহ ফ্রান্সের বিভিন্ন জায়গায় স্বনামধন্য উৎসব ও নাট্যমঞ্চে প্রযোজনাটি পরিবেশন করবেন।

‘ইনভিজিবল স্টোরিজ’ এক চমকপ্রদ অভিযাত্রার বর্ণনা, যেখানে দুজন বিজ্ঞানী ঢাকার প্রাত্যহিক জীবনে ভূতের প্রভাব নিয়ে গবেষণায় নিমগ্ন থাকেন। তাদের এই যাত্রা ধীরে ধীরে এক অতিপ্রাকৃত অভিযানে রূপ নেয়, যা তাদের নিয়ে যায় সুন্দরবনের রহস্যময় গহীনে। পারফরম্যান্সটি নানা ধর্ম ও লোককথা থেকে সংগৃহীত ভূতের গল্প ও অতিপ্রাকৃত বিষয়বস্তুকে নাচ, গান আর পাপেট্রির মাধ্যমে উপস্থাপন করেছে। 

মো. ফরহাদ আহমেদ একজন বহুমুখী নৃত্যশিল্পী, নৃত্যপরিচালক, থিয়েটার শিল্পী এবং পাপেটিয়ার যিনি ২০১২ সাল থেকে প্রাচ্যনাট থিয়েটার এবং ২০১৪ সাল থেকে জলপুতুল পাপেটসের সঙ্গে কাজ করছেন। 

/এমএস  

ছেলে ও স্বামীর সঙ্গে কথা বললেন ফরিদা পারভীন

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৭:৪৯ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৭:৪৯ পিএম
ছেলে ও স্বামীর সঙ্গে কথা বললেন ফরিদা পারভীন
ফরিদা পারভীন। ছবি: সংগৃহীত

দেশবরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন। দীর্ঘদিন ধরেই লিভার, ফুসফুস, কিডনি ও ডায়াবেটিস সমস্যায় ভুগছেন তিনি। সম্প্রতি ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক জটিলতা তৈরি হওয়ায় গুণী এই শিল্পীকে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে নেওয়া হয়েছে। তার অবস্থা বেশ সংকটাপন্ন বলে জানিয়েছেন তার স্বামী কিংবদন্তি বংশীবাদক গাজী আবদুল হাকিম। 

এদিকে গতকাল (৭ জুলাই) রাত থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এই শিল্পীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এই সংবাদে বিরক্ত প্রকাশ করেন শিল্পীর পরিবার। 

এ সম্পর্কে গাজী আবদুল হাকিম বলেন, ‘ফরিদা পারভীন ভীষণ অসুস্থ, তার কারণে আমাদের পুরো পরিবারের মানুষরা মানসিকভাবে ভেঙে পড়েছি। এই সময়ে এসে যদি এমন গুজব ছড়ায় তাহলে খুব কষ্ট লাগে। কেউ গুজব ছড়াবেন না। তিনি (ফরিদা পারভীন) এখনও বেঁচে আছেন। আগের মতোই হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।’

শুধু তাই নয়, আইসিইউতেই ফরিদা পারভীন তার স্বামী এবং বড় ছেলের সঙ্গে কথা বললেন আজ ৮ জুলাই রাতে। এমন তথ্যই দিয়েছেন গাজী আবদুল হাকিম। তবে কি কথা বলেছেন এই শিল্পী তা স্পষ্ট করেননি তিনি। 

এ সম্পর্কে নন্দিত এই বংশীবাদক খবরের কাগজকে বলেন, ‘মা-ছেলের এবং স্বামী-স্ত্রীর সঙ্গে যে আবেগের কথা থাকে সেসব কথাই বলেছেন ফরিদা পারভীন। এই কথা আসলে প্রকাশ্যে বলার মতো নয়। আগের চেয়ে ফরিদা ভালো আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’ 

তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকেও ফরিদা পারভীনের চিকিৎসার জন্য সহযোগিতা করার কথা জানানো হয়েছে।

 /এমএস  

যুক্তরাষ্ট্রে তানভীর তারেকের দুটি গানের ভিডিও

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৮:১৫ পিএম
যুক্তরাষ্ট্রে তানভীর তারেকের দুটি গানের ভিডিও
ছবি: তানভীর তারেকের সৌজন্যে

যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকো, লস এনজেলেস ও ডেথভ্যালিতে তানভীর তারেকের দুইটি মিউজিক ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে। একটি গান লিখেছেন নন্দিত অভিনেতা নির্মাতা আফজাল হোসেন। আরেকটি লিখেছেন তানভীন তারেক। গান দুটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর ও সংগীত করেছেন তানভীর তারেক নিজেই। মিউজিক ভিডিও দুটি পরিচালনা করেছেন রাজ হামিদ ও টিম আসিফ আকবর।

মিউজিক ভিডিও প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘একটানা গত কয়েক মাস বেশ কিছু মিউজিক ট্র্যাক তৈরির কাজ করেছি। ইচ্ছা আছে আমার মৌলিক গানের ১০০টি গানের সিরিজ প্রকাশ করার। সেই প্রজেক্টেই এই গানগুলো মুক্তি পাচ্ছে। কিংবদন্তি আফজাল হোসেন আমাকে ভালোবাসেন। প্রশ্রয় দেন। এ আমার জীবনের বিরাট প্রাপ্তি।

আমি তার পরিচালিত একটি চলচ্চিত্রে মিউজিকের কাজ করেছি। সেই ভালোবাসার সূত্রেই তার একটি কবিতাকে সুরারোপ দিয়ে গান বেঁধেছি। তাকে ডেমো ট্র্যাকটিও পাঠিয়েছি। গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন নাবিলা। নাবিলা পেশায় একজন আইটি ইঞ্জিনিয়ার। সে এখানে এআই নিয়ে ক্যালিফোর্নিয়াতে কাজ করে। মিউজিক ভিডিও দুটি তৈরি হচ্ছে রাজ হামিদের বায়োস্কপ ও হলিউড নির্মাতা আসিফ আকবরের প্রতিষ্ঠান টিএফপির ব্যানারে।’ 

তানভীর তারেক আরও বলেন, ‘মূলত বিদেশের মাটিতে খুব পেশাদার ক্যামেরা পার্সন ও টিম নিয়ে কাজ করাটা খুবই খরচসাপেক্ষ। সে ক্ষেত্রে আমি ভাগ্যবান যে, আমি এমন কিছু প্রফেশনাল টিমের সাপোর্ট নিয়ে কাজ করতে পেরেছি যারা বিশ্বমানের কাজ করে আসছে।

রাজ হামিদের বায়োস্কপ প্রডাকশন বাংলা ফিল্ম নিয়ে সারা বিশ্বে ডিস্ট্রিবিউশনের কাজ করে যাচ্ছে। আর আসিফ আকবর তো হলিউডের লায়নগেটের পরিচালক। আশা করছি গান দুটি শ্রোতা-দর্শকদের কাছে ভালো লাগবে।’ 

/এমএস  

সাইকো থ্রিলার ফিল্মে তারা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৭:৪৫ পিএম
সাইকো থ্রিলার ফিল্মে তারা
ছবি: সংগৃহীত

ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালো জাদুর রহস্য, ভয় ও অশুভতার আবহ নিয়ে নাটক নির্মাণ করেছেন গুণী নির্মাতা তানিম রহমান অংশু। তার নতুন নাটকের নাম ‘নসিব’। এই নাটকে উঠে এসেছে প্রেম, বিশ্বাস, প্রতিশোধ আর অশুভ শক্তির কারণে বিভিন্ন টানাপোড়েন। নাটকের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাল্য বোস। 

গানচিল প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই নাটকে গুরুত্বপূর্ণ তিনটি চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানজিন তিশা এবং প্রিয়ন্তি উর্বি। গত ৭ জুলাই গানচিল ড্রামার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ‘নসিব’ নাটকের ট্রেলার প্রকাশিত হয়েছে। আর প্রকাশের পর থেকেই দর্শকদের দারুণ সাড়া মিলছে। 

নাটকটি নিয়ে পরিচালক তানিম রহমান অংশু বলেন, ‘নসিব নাটকের মূল ভাবনাটা আমার। মানুষের জীবনে যে বিশ্বাস, ভয় ও নিয়তির খেলা চলে, তা নিয়েই এই গল্প। এতে ব্ল্যাক ম্যাজিক যেমন আছে, তেমনি প্রেম, প্রতিশোধ ও সাইকো থ্রিলার ধাঁচের টুইস্টও পাবেন দর্শক।’
নাটকটি সম্পর্কে তানজিন তিশা বলেন, ‘নাটকের গল্প অসাধারণ। এমন একটি ভিন্নধারার গল্পে অভিনয় করে সত্যিই ভালো লেগেছে। আশা করছি দর্শকরাও নাটকের মাঝে নতুনত্ব খুঁজে পাবেন।’ 

ইয়াশ রোহান বলেন, ‘এটা একেবারেই ভিন্ন ঘরানার কাজ। সাইকো থ্রিলার এবং ব্ল্যাক ম্যাজিকের মিশেল থাকায় চরিত্রে অভিনয় করতে গিয়েও নতুন অভিজ্ঞতা হয়েছে। গল্প ও নির্মাণে বৈচিত্র্য আছে। বিশ্বাস করি দর্শকের ভালো লাগবে।’ 

এ সময়ের মডেল অভিনেত্রী প্রিয়ন্তি উর্বি বলেন, ‘আমার চরিত্রটি আবেগে পরিপূর্ণ। এমন চরিত্রে অভিনয় করতে পেরে আমি নিজেও আনন্দিত। ট্রেলার প্রকাশের পর দর্শকদের কাছে ভালো সাড়া পাচ্ছি। নাটকটি প্রকাশের পর দর্শকদের প্রতিক্রিয়ার  জন্য অপেক্ষায় আছি।’ গানচিল ড্রামার ইউটিউব চ্যানেলে আগামীকাল ১০ জুলাই নাটকটি উন্মুক্ত হবে। 

/এমএস  

‘ডন ৩’ সিনেমায় রনবীরের সঙ্গে ফিরছেন শাহরুখ!

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৭:০২ পিএম
‘ডন ৩’ সিনেমায় রনবীরের সঙ্গে ফিরছেন শাহরুখ!
শাহরুখ খান। ছবি: সংগৃহীত

জনপ্রিয় ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে শাহরুখের জায়গায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে আরেক বলিউড তারকা রনবীর সিংকে। খবরটি পুরোনো হলেও ছবিটিকে ঘিরে আরেক নতুন জল্পনা শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর, রনবীর সিংয়ের পাশাপাশি ‘ডন ৩’ সিনেমায় ফিরতে পারেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া। আগের দুই সিনেমার মতো তৃতীয় কিস্তিতেও ফারহান আখতার এটি পরিচালনা করবেন। 

এই নির্মাতা একাধারে গায়ক ও অভিনেতাও বটে। যদিও প্রথম দুই সিনেমায় শাহরুখের পর তৃতীয় কিস্তিতে রনবীরকে কাস্ট করার কারণে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। রনবীরকে নেওয়ার বিষয়ে সম্প্রতি রাজ শামানির ইউটিউব চ্যানেলে এক আলাপচারিতায় মুখ খুলেছেন তিনি। ফারহান বলেন, ‘ডন ৩-এর জন্য আমরা যে ধরনের স্ক্রিপ্ট লিখেছি, সেখানে আমাদের পরবর্তী প্রজন্মের একজন অভিনেতার প্রয়োজন ছিল। দুর্ভাগ্যবশত, এই মুহূর্তে এর চেয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।’

রণবীরকে এই চরিত্রে বেছে নেওয়া প্রসঙ্গে ফারহান বলেন, ‘সে দুষ্টু, চঞ্চল, প্রাণশক্তিতে ভরপুর। আর এই চরিত্রে সেই শক্তিই প্রয়োজন। আমি মনে করি, তার অভিনয়ের এমন এক দিক রয়েছে যা এখনো অপ্রকাশিত। তার আগের চরিত্রগুলো অনেক লাউড এবং বড় পরিসরের হলেও ডন চরিত্রটি এর একদম বিপরীত। এখানে এক ধরনের সংযম প্রয়োজন, যেটা তার জন্য নতুন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।’ 

এদিকে ইন্ডিয়া টুডের একটি সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়াও ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে ফিরতে পারেন। একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, নির্মাতা ছবিতে শাহরুখ খানের চরিত্রটি ফিরিয়ে এনে কাহিনিতে নাটকীয়তা যোগ করতে চান। যদিও এই সুপারস্টার বর্তমানে তার ‘কিং’ ছবির কাজে ব্যস্ত আছেন, তবে ফারহানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তিনি এতে অংশ নিতে সম্মত হয়েছেন। 

সূত্রটি আরও জানায়, আগের দুই কিস্তিতে রোমা চরিত্রে অভিনয় করা প্রিয়াঙ্কা চোপড়াও আসন্ন ছবিটিতে ফিরতে পারেন। 

/এমএস  

‘ব্যাচেলর পয়েন্ট’র নির্মাতাকে লিগ্যাল নোটিশ

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৬:০৯ পিএম
‘ব্যাচেলর পয়েন্ট’র নির্মাতাকে লিগ্যাল নোটিশ
ছবি: সংগৃহীত

দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সিজন-৫ এর বিভিন্ন পর্বে অশ্লীলতা, সামাজিক অবক্ষয় ও নৈতিক বিচ্যুতির অভিযোগ তুলে নাটকের নির্মাতা কাজল আরেফিন অমিসহ সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। লিগ্যাল নোটিশে কাজল আরেফিন অমি, অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা ও বুম ফিল্মস প্রোডাকশন হাউজকে বিবাদী করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী মহি উদ্দিন এই লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশ পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই আইনজীবী। 

সুপ্রিম কোর্টের আইনজীবী মহি উদ্দিনের (মহি শামীম) পাঠানো লিগ্যাল নোটিশে বলা হয়েছে, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ৫ম সিজনের ১-৮ পর্বে এমন বহু সংলাপ রয়েছে যা অশ্লীল, ডাবল মিনিং এবং সমাজে বিশেষ করে কিশোর-তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। 

নাটকের সংলাপে ‘ডেট’, ‘উনিশ/বিশ’, ‘টাকা হলে শিশা খেতে পারতাম’, ‘বাঙালি পোশাক লুঙ্গি’ ইত্যাদি নিয়ে এমনভাবে কথা বলা হয়েছে যা নীতিনৈতিকতা পরিপন্থি। 

পাশাপাশি ‘ফিমেল’, ‘কিডনি’, ‘দই’ ইত্যাদি ডায়ালগগুলো তরুণদের মুখে মুখে ঘুরছে যা সামাজিক শালীনতা ও পারিবারিক রুচির পরিপন্থি। এমন সংলাপ নারীদের অবমাননা করে বলেও দাবি করেছেন তিনি। 

নোটিশে আরও উল্লেখ করা হয়, নির্মাতা কাজল আরেফিন অমি নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন, নাটকটি এখন সব বয়সী মানুষের জন্য তৈরি করা হচ্ছে। অথচ নাটকের ভাষা, ভাব ও উপস্থাপন একদমই পরিবারবান্ধব নয়। বরং এতে সামাজিক মূল্যবোধ, ধর্মীয় অনুশাসন এবং সাংস্কৃতিক ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

আইনজীবী উল্লেখ করেন, জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ অনুযায়ী শিশু ও কিশোরদের মানসিক গঠনে নেতিবাচক প্রভাব ফেলে এমন কনটেন্ট প্রচার করা অপরাধ। অথচ এই নাটকে একের পর এক অশ্লীল ও আপত্তিকর সংলাপ সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে এবং সেগুলো কিশোরদের আচরণ ও ভাষায় স্থায়ী প্রভাব ফেলছে। 

নোটিশে ৭ কার্যদিবসের মধ্যে নাটকের বিতর্কিত সংলাপ ও ভিডিওগুলো অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন আইনজীবী মহি উদ্দিন। 

/এমএস