
দক্ষিণের তারকা অভিনেতা ধানুশ। বর্তমানে এই তারকা পরিচালক ভিগনেশ রাজার আসন্ন সিনেমা ‘অরুবাদাই’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। সিনেমাটি একটি নির্দিষ্ট সময়কালের ওপর ভিত্তি করে তৈরি করা হবে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ছবির প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন আরেক দক্ষিণী তারকা পূজা হেগড়ে। ভিলস ইন্টারন্যাশনাল প্রযোজিত এই ছবির শুটিং শুরু হবে চলতি মাসের ১৪ তারিখ থেকে। সবকিছু ঠিক থাকলে এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন ধানুশ ও পূজা হেগড়ে।
অ্যাকশন-ক্রাইম থ্রিলার জনরার ছবি ‘অরুবাদাই’ আগামী গ্রীষ্মে মুক্তি পেতে পারে বলে শোনা যাচ্ছে। এর আগে এ পরিচালক ‘পোর থোঝিল’ সিনেমাটি নির্মাণ করেছিলেন। এবার ‘অরুবাদাই’ দিয়ে আবারও তিনি পরিচালনায় ফিরছেন। উল্লেখ্য, বহুমুখী প্রতিভার জন্য পরিচিত ধানুশ অসাধারণ একজন অভিনেতার পাশাপাশি একাধারে লেখক এবং পরিচালকও বটে।
ধানুশের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কুবেরা’ তেলেগু ভাষায় বক্স অফিসে সাফল্য পেলেও তামিলনাড়ুতে তেমন সাড়া ফেলতে পারেনি। তা সত্ত্বেও, তিনি দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম ব্যস্ত ও চাহিদাসম্পন্ন তারকা হিসেবে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।
অন্যদিকে, চলতি বছরে এখন পর্যন্ত পূজা হেগড়ের দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে বলিউডের ছবি ‘দেবা’ তেমন ব্যবসাসফল না হলেও সর্বশেষ মুক্তি পাওয়া ‘রেট্রো’ ভালো দর্শকপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে সিনেমায় নিজের চরিত্র অনবদ্যভাবে ফুটিয়ে তুলে সবার নজর কেড়েছেন পূজা। সামনেও বেশকিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকবেন এই অভিনেত্রী।
ডেভিড ধাওয়ানের পরিচালনায় আসন্ন বলিউড সিনেমা ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’-তে দেখা যাবে তাকে। ছবিতে আরও আছেন বরুণ ধাওয়ান, ম্রুণাল ঠাকুর, মনীশ পাল প্রমুখ। এ ছাড়া জনপ্রিয় ‘কঞ্চনা’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি এবং রজনীকান্তের ‘কুলি’ সিনেমায়ও থাকছেন এ তারকা। উল্লেখ্য, কিছুদিন আগে থালাপাতি বিজয়ের ক্যারিয়ারের শেষ ছবি ‘জন নায়ক’-এ শুটিং সম্পন্ন করেছেন পূজা হেগড়ে।
/এমএস