আধুনিক সাজসজ্জার অন্যতম একটি ধারা হচ্ছে বোহেমিয়ান ধারা। সংক্ষেপে যা বোহো থিম হিসেবে পরিচিত। বোহেমিয়ান মানেই এলোমেলো নয়, এটি সৃজনশীল বিশৃঙ্খলা। বোহেমিয়ান ঘর মানেই কোনো নিয়মে বাঁধা নয়। এটি একটি শিল্পের মতো, আপনি যা ভালোবাসেন, তাই দিয়ে সাজাতে পারেন।
সাজাবেন যেভাবে
বোহেমিয়ান বা বোহো অন্দরসজ্জা ব্যক্তির শৈল্পিক চিন্তাভাবনাকে ফুটিয়ে তোলে। তাই ঘরের মধ্যে যদি এলোমেলো ভবঘুরে বিষয়টাকে ফুটিয়ে তুলতে হলে অবশ্যই অনেকগুলো দিকে খেয়াল রাখতে হয়। বিভিন্ন সাংস্কৃতিক উপাদানের সমন্বয় এবং পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের মাধ্যমে এখানে নান্দনিকতার প্রকাশ করা হয়। বর্তমানে অন্দরমহল সাজাতে জনপ্রিয় হয়ে উঠছে বোহো থিম। কুরুশে বোনা পর্দা, পুঁতির ঝালর, টুপি, ঝুড়ি, রঙিন কার্পেট, আদিবাসী শিল্পকর্ম, এমনকি ফেলে দেওয়া গাছের ডালেও সাজাতে ব্যবহার করা হয়েছে এই থিমে। বেতের ল্যাম্পশেড, নানা ধরনের কুশন ও মোড়া ব্যবহার করে বোহেমিয়ান ধারায় সাজানো হয়। চেয়ার, ম্যাট কিংবা ডিভান বোহেমিয়ান কুশন কভার দিয়ে সাজালে সৌন্দর্য সৃষ্টি হয়। লণ্ঠন, সুগন্ধি মোমবাতি, প্রদীপ, হারিকেন থেকে শুরু করে হারিয়ে যাওয়া ল্যান্ডফোন, রেডিও, ছোটখাটো বাদ্যযন্ত্র ঘর সাজাতে ব্যবহার করা হয়। এ ছাড়া সেকেন্ড হ্যান্ড আসবাব নতুন রূপে ব্যবহার করা হয় এই সাজে। নানি-দাদিদের আমলের সিন্দুক, আলমারি, ড্রেসিং টেবিলগুলো নতুন আঙ্গিকে সাজিয়ে ঘরের ঐতিহ্যবাহী এবং ব্যক্তিগত স্পর্শ যোগ করা হয়।

বিভিন্ন রঙের মিশ্রণ
বোহেমিয়ান ধারায় অন্দরে সাজাতে উজ্জ্বল রঙের প্রাধান্য বেশি পেয়ে থাকে। উজ্জ্বল রংগুলো অনেক বেশি প্রাণবন্ত করে তোলে ঘরকে। সবুজ, ব্রাউন, কমলা, নীলের শেড ব্যবহার করে ঘর সাজাতে পারেন। রঙের নিজস্ব স্বাতন্ত্র্য বজায় রেখে আধুনিক পরিবেশ তৈরি করে।
প্রকৃতির মিশ্রণ
প্রাকৃতিক উপাদানের ব্যবহার বোহো থিমে আসবাব এবং সাজসজ্জার মধ্যে বিভিন্ন ধরনের নকশা ও কারুকার্য প্রাধান্য পায়। বোহো থিমের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ‘মিশ্রণ’। এখানে সবকিছুই একত্রে মিশে থাকে, কোনো একটি নির্দিষ্ট সাজানোর প্যাটার্ন অনুসরণ করা হয় না। বিভিন্ন স্টাইল এবং উপাদানের মিশ্রণ এই থিমকে তার অনন্য পরিচয় দেয়। প্রতিটি জিনিস আলাদা আলাদা করে গল্প বলে, ঘরে আসা অতিথিরাও মুগ্ধ হয়ে যাবেন আপনার ঘরের সাজসজ্জা দেখে।

নরম আলো বোহেমিয়ান লাইটিং
নরম আলো ব্যবহার বোহো সজ্জা ঘরকে বেশি আকর্ষণীয় করে। নিয়মিত আলোর পরিবর্তে পরী লাইট, স্ট্রিং লাইট, লণ্ঠন বা সুগন্ধযুক্ত মোমবাতি বেছে নিতে পারেন। এ ছাড়া হাতে তৈরি নকশা করা টেবিল ল্যাম্প ব্যবহার করে আপনার ঘরে ছায়াময় পরিবেশ তৈরি করতে পারেন।
আসবাবপত্র
বোহো স্টাইলে ঘরকে সাজাতে হলে ঘরের আসবাবপত্রের মধ্যেও একটা বোহেমিয়ান লুক আনতে হয়। বিভিন্ন জিনিসপত্র দিয়ে সাজাতে পারেন ঘরকে। খাবার টেবিলে প্রথাগত গোল বা চারকোনা টেবিলের পরিবর্তে অন্য কোনো আকারের ডাইনিং টেবিল রাখতে পারেন। কাঠের, পুরোনো বা হস্তশিল্পজাত আসবাব বেছে নিন। নিচু বসার জায়গা যেমন- বিন ব্যাগ, ফ্লোর কুশন বা মরোক্কান পুফ ব্যবহার করতে পারেন।
অতিরিক্ত না হয়ে ভারসাম্য রাখুন
বোহেমিয়ান স্টাইলে ঘর সাজাতে স্বাধীনতা থাকলেও কিছু নির্দিষ্ট দিক খেয়াল রাখলে সাজটা সুন্দর, ভারসাম্যপূর্ণ ও আরামদায়ক হয়। ঘর পুরোপুরি বোঝাই না করে কিছু খালি জায়গা রাখলে মনও হালকা লাগে। বেশি রং বা প্রিন্ট ব্যবহার করলেও যেন চোখে ধাঁধা না লাগে। কিছু নিউট্রাল বা হালকা ব্যাকগ্রাউন্ড রাখতে হবে।
কলি