ঢাকা ২০ আশ্বিন ১৪৩১, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

ত্বকের যত্নে ফুল

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:১২ পিএম
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:১২ পিএম
ত্বকের যত্নে ফুল
মঢেল: জুঁই, মেক আপ: রেড বিউটি স্টুডিও অ্যান্ড স্যালন, ছবি: শরিফ মাহমুদ

রূপচর্চায় ফুলের ব্যবহার আদিকাল থেকেই চলে আসছে। চুলের যত্নে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে ফুল নানাভাবে ব্যবহার করা হয়। ফুলে থাকা ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট ত্বক মেরামত করার পাশাপাশি ব্রণের ভাবও কমায়। ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে ফুল। ফুলের ছোঁয়াতেই ত্বক হয়ে উঠে ফুলের মতো কোমল। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং মুখের দাগ কমাতে ফুল বেশ উপকারী। কখনো গোসলের পানিতে ফুলের পাপড়ি আবার কখনো মুলতানি মাটির সঙ্গে ফুলের বিভিন্ন অংশের উপাদান মিশিয়ে তৈরি করা হয় ত্বক উজ্জ্বল করার জন্য উপটান কিংবা ঘরোয়া প্যাক। আবার ফুল থেকে তেলের ব্যবহার বেশ জনপ্রিয়। মাথাব্যথা এবং হজমের সমস্যা থেকে মুক্তি দেয় ফুল। প্রাকৃতিকভাবে সৌন্দর্যের চাহিদা পূরণ করে ত্বককে হাইড্রেট করতে সহায়তা করে। ফুল দিয়ে ত্বক চর্চা সম্পর্কে জানিয়েছেন রেড বিউটি স্টুডিও অ্যান্ড স্যালনের স্বত্বাধিকারী রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন। 

গোলাপ 
গোলাপের পাপড়ি ত্বকে প্রশান্তি ছড়ায়। প্রাকৃতিকভাবে ত্বকের দাগ বা ছোপ দূর করার কাজে সহায়তা করে। দীর্ঘ সময় ধরে গোলাপজল ত্বকের যত্নের পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া ঘরোয়া রূপ চর্চায় গোলাপের ব্যবহার করা হয়। গোলাপ ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

গোলাপে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ যা আপনার ত্বকের সুস্থতা ধরে রাখে। গোলাপের পাপড়ির ফেসপ্যাক তৈরি করতে গোলাপের পাপড়ি বাটা ১ টেবিল চামচের সঙ্গে আধা চা-চামচ মধু মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিটের জন্য রেখে দিতে হবে। শুকিয়ে গেলে  হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এই  প্যাকটি  সপ্তাহে ১ দিন লাগাতে পারেন। রোদেপোড়া ভাব দূর হবে, ফিরে আসবে ঔজ্জ্বল্য। এই একই প্যাক কিন্তু শরীরের অন্য কোথাও দাগ ছোপ থাকলে সেখানেও প্রয়োগ করা যায়। টোনার হিসেবে গোলাপের বেশ উপকারী, প্রাকৃতিক উপায়ে টোনার তৈরি করতে কিছু গোলাপের পাপড়ি মাঝারি আঁচে ঢাকনা দিয়ে ঢেকে পানিতে ৪৫ মিনিটে ফুটিয়ে নিতে হবে। এরপর ঠাণ্ডা হলে একটি স্প্রে বোতলে পানি ছেঁকে নিয়ে এর মধ্যে কয়েক ফোঁটা রোজ এসেনশিয়াল তেল এবং ভিটামিন ই যুক্ত তেল যোগ করতে হবে। মিশ্রণটি ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে। ব্যবহারের আগে অবশ্যই ঝাঁকিয়ে নিতে হবে।

জুঁই 
জুঁই ফুল ত্বকের জন্যে খুবই উপকারী। বিভিন্ন প্রসাধনী, যেমন লোশন, সাবান এমনকি মুখের ক্রিমগুলোতেও জুঁই ফুল ব্যবহৃত হয়। এটি ক্ষতিগ্রস্ত ত্বক মেরামত করতে সাহায্য করে। জুঁই ফুল ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ত্বক নরম করে। এক টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে একমুঠো জুঁই ফুল পিষে নিতে হবে। এই মিশ্রণটি মুখে ম্যাসাজ করে ১০ মিনিটের জন্য রেখে দিতে হবে।  তারপর গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।এতে ত্বক পুষ্ট হবে এবং কোমল দেখাবে।

গাঁদা ফুল
ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে গাঁদা ফুল বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাঁদা ফুলে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। এটি ত্বকের ভেতরের প্রদাহ কমাতে সাহায্য করে। মুখের দাগ দূর করতেও এই ফুল ভালো কাজ করে। গাঁদা ফুল ব্যবহারের আগে ভালো করে পাপড়িগুলো ধুয়ে নিতে হবে।

পরের ধাপে এর থেকে নির্যাস বের করে নিতে হবে। এ ছাড়া কিছু শুকনা গাঁদা ফুলের পাপড়ির গুঁড়া, আধা চা-চামচ হলুদ ও এক টেবিল চামচ দুধ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। পেস্টটি মুখে লাগিয়ে সঠিকভাবে ম্যাসাজ করে ১৫ মিনিট রেখে দিতে হবে। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। চাইলে এক মুঠো গাঁদা ফুল পানিতে ১০ মিনিট ফুটিয়ে নিতে পারেন। পানি ঠাণ্ডা করে ছেঁকে নিন। একটি তুলার প্যাড দিয়ে আপনার মুখে টোনার হিসাবে পানিটি প্রয়োগ করতে পারেন। এছাড়া এক কাপ গাঁদা ফুলের রসের সঙ্গে এক টেবিল চামচ মেথি এবং মৌরি সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন তা পেস্ট করে স্কাল্পে লাগিয়ে রাখলেই খুশকির সমস্যা থেকে মুক্তি মিলবে। 

জবা ফুল
জবা ফুল ত্বক চর্চায় পরিচিত একটি ফুল। এই ফুল চুলের যত্নের পাশাপাশি ত্বকের যত্নেও বেশ উপকারী। জবা ফুলে রয়েছে প্রোটিন, ভিটামিন, অ্যাসিড, ফ্যাট যা ত্বকের অতিরিক্ত তেল কমিয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ও বলিরেখা দূর করে। ফেসপ্যাক বানাতে জবা ফুলের পাপড়ি ছিঁড়ে প্রাকৃতিকভাবে শুকিয়ে নিতে হবে। সম্পূর্ণ শুকিয়ে গেলে গুঁড়া করে পাউডারটি মুলতানি মাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে। ত্বকের ধরন অনুযায়ী মধু, দই বা গোলাপজল যোগ করতে হবে। একটি ব্রাশ ব্যবহার করে মুখে মিশ্রণটি ২০ থেকে ৩০ মিনিট লাগিয়ে রাখতে হবে।

এরপর সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এ ছাড়া চুলের জন্য ছয়টি জবা ফুলের সঙ্গে আধা কাপ অ্যালোভেরার নির্যাস, টক দই ও একটি ডিম নিতে হবে। সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে মাথায় লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে একবার ব্যবহারে চুল হয়ে উঠবে ঘন ও কালো।

কলি

 

মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর অফিসিয়াল রাইটস পেল এএমটিসি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৭:১০ পিএম
আপডেট: ০৫ অক্টোবর ২০২৪, ০৭:১১ পিএম
মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর অফিসিয়াল রাইটস পেল এএমটিসি
মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর অফিসিয়াল রাইটস পাওয়ায় এএমটিসি’র সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম বৃহৎ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইন্টারন্যাশনাল। ‘বিগ ফোর’-এর অন্তর্ভুক্ত এই আসর ১৯৬০ সাল থেকে সৌন্দর্য, সৌহার্দ্য ও সাংস্কৃতিক বিনিময়ের প্রতীক হয়ে উঠেছে। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প (এএমটিসি) ২০২৪ সালের মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর জন্য অফিসিয়াল লাইসেন্সিং রাইটস অর্জন করেছে!

এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (৩ অক্টোবর) আজরা মাহমুদ এ তথ্য জানিয়েছেন। এই ঘোষণার পাশাপাশি আরো একটি খুশির খবর আপনাদের জানাতে চাই। আপনারা জানেন যে, শোকুবুতসু, শীর্ষ সারির সৌন্দর্য এবং পারসোনাল কেয়ার ব্র্যান্ড। আর এবার মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪-এর অফিসিয়াল স্পন্সর হিসাবে থাকছে শোকুবুতসু। আমরা আশা করছি, শোকুবুতসুর সহযোগিতায়, মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪-কে অন্যতর উচ্চতায় উন্নীত করতে পারব। এছাড়া সৌন্দর্যকে টেকসই করার ক্ষেত্রে বিশেস ভূমিকা রাখতেও সক্ষম হব।

মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪ নুজহাত তাবাসসুম এফা
মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪ নুজহাত তাবাসসুম এফা

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাপানি ব্র্যান্ড শোকুবুতসু সহজাত সৌন্দর্য ফুটিয়ে তোলে। এছাড়া ত্বককে প্রাকৃতিকভাবে সুন্দর রাখার যে রহস্য জাপানের সৌন্দর্য্যচর্চায় বিদ্যমান। এই বর্ষপ্রাচীন প্রাচীন জ্ঞানকে পুনরাবিষ্কারের মধ্যে দিয়ে সৌন্দর্য্যচর্চাকে অন্য মাত্রা দেওয়ার চেষ্টা করছে। এই ব্র্যান্ডের প্রতিটি সাবান উদ্ভিজ্জ উপাদানে তৈরি, যা ত্বকের ক্ষতি না করে গভীরভাবে পরিষ্কার করে এবং ত্বকের প্রাকৃতিক আর্দ্রতার ভারসাম্য রক্ষা করে  ত্বককে মোলায়েম, আর্দ্র ও মসৃণ রাখে। এ বছরের প্রতিযোগিতার মূল থিম অনুসারে, শোকুবুতসুর সম্পৃক্ততা ছড়িয়েছে দিয়েছে প্রেরণার সুবাতাস।

মর্যাদাপূর্ণ বৈশ্বিক ইভেন্টে মিস ইন্টারন্যাশনাল ২০২৪–এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নুজহাত তাবাসসুম এফা।  এফা বাংলাদশের একজন দক্ষ মডেল। এই সৌন্দর্য প্রতিযোগিতায় উদীয়মান তারকা হিসেবে তিনি বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জাপানের রাজধানি টোকিতেও অনুষ্ঠিতব্য মিস ইন্টারন্যাশনাল ২০২৪-এ তাঁর অংশগ্রহণ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় এফার মতো সুদক্ষ ও মেধাবীরা তাদের উপস্থিতি দিয়ে বাংলাদেশের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
এ বছরের প্রতিযোগিতা অনুষ্ঠি মূল থিম ‘সাটেইনেবিলিটি ইন পেজেন্ট্রি’। এই থিমকে বেছে নেওয়ার কারণ জাপানের জাতীয় সংস্থাগুলোকে স্বাধীন, স্বয়ংসম্পূর্ণ ও আত্মবিশ্বাসী হতে উদ্বুদ্ধ করা।

লায়ন কল্লোল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসাকি মিৎসুই বলেন, শোকুবুতসু, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নিবেদিত জাপানি ব্র্যান্ড। নুজহাত তাবাসসুম এফাকে মিস ইন্টারন্যাশনাল ২০২৪-এ স্পন্সর করতে পেরে আনন্দিত; কারণ তিনি মূল প্রতিযোগিতায় তাঁর সৌন্দর্য ও আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন।

এএমটিসির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আজরা মাহমুদ দুটি আনন্দসংবাদ শেয়ার করতে পেরে উচ্ছ্বাসিত। তিনি বলেন, এমন মর্যাদাপূর্ণ একটি প্রতিযোগিতার আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি। এই সুযোগ আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ; কারণ আমরা চাই বাংলাদেশের তরুণীদের ক্ষমতায়ন, ফ্যাশন এর বাইরের বৃহত্তর জগতে তাদের স্বপ্নপূরণে সহায়তা করতে। আমাদের ক্যাম্পের উদীয়মান ও অসাধারণ প্রতিভাধর এফা তাঁর মেধার ঔজ্জ্বল্য প্রদর্শন করবেন মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায়। এজন্য আমরা কেবল উচ্ছ্বশিত নই বরং আরো আনন্দিত এজন্য যে, এই ধরণের একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার পরম্পরা ও ঐতিহ্যের ধারায় আমাদের প্রতিযোগীও অবদান রাখতে উন্মুখ।

মিস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক স্টিফেন দিয়াজও তাঁর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, দুই বছর ধরে আমাদের ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার বিষয়টি সত্যিই দারুণ। সৌন্দর্যের পাশাপাশি, বাংলাদেশের মানুষ তাদের কঠোর পরিশ্রম, মেধা ও অসাধারণ দক্ষতার জন্য সুবিদিত। এএমটিসির সঙ্গে আমাদের এই গাঁটছড়া অনন্য সম্মানের বিষয় এবং আমরা ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর অগ্রগতি দেখার অপেক্ষায় আছি।

এবছরের ১২ নভেম্বর টোকিও ডোম সিটি হলে অনুষ্ঠিত হবে মিস ইন্টারন্যাশনাল ২০২৪। এই ইভেন্টে বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নিবেন। এই আসরে তারা উদযাপন করবেন সৌন্দর্য, সংস্কৃতি এবং বৈশ্বিক সম্প্রীতির অনন্যতা।

এদিনের সংবাদ সম্মেলনে আজরা মাহমুদ ছাড়া আরও উপস্থিত ছিলেন শোকুবুতসুর ব্র্যান্ড ম্যানেজার সাদিয়া মাহজাবিন, সাংবাদিক শেখ সাইফুর রহমান ও মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪ নুজহাত তাবাসসুম এফা।

 

পূজায় সেইলরের নতুন কালকশন

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৩:৫৭ পিএম
আপডেট: ০৩ অক্টোবর ২০২৪, ০৩:৫৯ পিএম
পূজায় সেইলরের নতুন কালকশন
সেইলরের পোশাক ছবি : সংগৃহীত

শুরু হচ্ছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা। এই উৎসবকে আরও বেশি উৎসব মুখর ও প্রাণবন্ত করতে নারী, পুরুষ,শিশুদের  জন্য সেইলর নিয়ে এসেছে রঙিন সব পোশাক।  এবারের কালেকশনে থাকছে সালওয়ার সুট, পাঞ্জাবি, শার্ট, কুর্তি, টু পিস, টপসসহ বিভিন্ন ধরনের পোশাক।  

দিনভর আরামে ফ্যাশনেবল থাকার জন্য পুরুষদের পোশাকে  - সুনিপুণ গিযা কটন, সফট কটন, হাই কাউন্ট সুতার তৈরি ব্ল্যান্ডেড ফেব্রিকের মত নানান প্রিমিয়াম ফ্যাব্রিক ব্যবহার করা হয়েছে।  অন্যদিকে নারীদের পোশাকে  প্রিমিয়াম সিল্ক , রিঙ্কেল শিফন, প্রিন্টেড সফট সিল্ক সহ সবচেয়ে আরামদায়ক ফ্যাব্রিকের প্রাধান্য দিয়েছে সেইলর। মেরুন, হলুদ, লাল, গোলাপি, টিলসহ বাহারি রঙ নির্বাচন করার পাশাপাশি নিখুঁত ভাবে হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি, পার্ল প্রিন্ট, সিকুইন ওয়ার্ক ইত্যাদির মাধ্যমে ফ্লোরাল আর্টের প্রাধান্য পেলেও সমসাময়িক বিভিন্ন মোটিফের ডিজাইন পূজার কালেকশনকে করেছে আকর্ষণীয়।  এছাড়া পূজায় পছন্দের  জামার সাথে মিলিয়ে রয়েছে ফুটওয়্যার ও ব্যাগের কালেকশন। সাথে রয়েছে নানাবিধ উপহার সামগ্রীর সমাহার।

ছবি: সংগৃহীত

পরিবারের সবাই উৎসবের এ আনন্দে যেন একাত্ত হতে পারে সেই কথা চিন্তা করেই নতুন কালেকশনে রয়েছে কাপল ও ফ্যামিলি কম্বো।
 
এই বছর পূজায় আপনার ওয়্যারড্রোবকে দিন নতুনত্বের ছোঁয়া সেইলরের পূজার নতুন কালেকশনের সঙ্গে। যাতে উৎসবের প্রতিটি দিন আপনি হয়ে উঠতে পারেন অনন্য। কারণ উৎসব মানেই সেইলর। ব্র্যান্ডটির নতুন সকল সংগ্রহ পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল আউটলেট ও অনলাইনে।

কলি

জুম্বা আন্তর্জার্তিক সম্মেলনে বাংলাদেশের সুমাইয়া চৌধুরী

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৪:৪৭ পিএম
আপডেট: ০২ অক্টোবর ২০২৪, ০৪:৪৯ পিএম
জুম্বা আন্তর্জার্তিক সম্মেলনে বাংলাদেশের সুমাইয়া চৌধুরী
সুমাইয়া চৌধুরী। ছবি: সংগৃহীত

বিশ্বের প্রায় সব কটি দেশ নিয়ে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হলো ' জুম্বা কনভেনশন ২০২৪ (ZINCON 2024, Florida, USA) । অগাস্ট মাসের ৮ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত  যুক্তরাষ্ট্রে অনুষ্টিত এই সম্মেলনে বিশ্বের প্রায় ৬ হাজারের বেশি জুম্বা ইন্সট্রাক্টর অংশগ্রহণ করে।

বাংলাদেশ এবছরই প্রথম বারের মতো এই অনুষ্ঠানে যোগ দিয়েছে আর এতে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছেন সুমাইয়া চৌধুরী কৃতিকা। যিনি বাংলাদেশে একজন দক্ষ ফিটনেস কোচ হিসেবে বহুল পরিচিত এবং লাইসেন্স প্রাপ্ত জুম্বা ইন্সট্রাক্টর। এ প্রসঙ্গে সুমাইয়া চৌধুরী বলেন, এটা আমার জীবনের সব চেয়ে বড় একটা প্রাপ্তি।  আমি কখনোই ভাবিনি যে এতো গুলো দেশের সাথে আমি আমার পতাকা নিয়ে দাঁড়াতে পারবো।  এই সম্মেলনে জুম্বা ফিটনেস এর প্রতিষ্টাতা 'বেটো পেরেজ' সহ সব নাম করা ইন্সট্রাক্টর রা উপস্থিত ছিলেন। ৪ দিন ব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের গ্রান্ড হায়াৎ রিজেন্সি হোটেলে।  

এছাড়াও দুই মাস ব্যাপী এই সফরে সুমাইয়া সংযুক্ত হয়ে কিছুদিন কাজ করেছিলেন টেক্সাস অঙ্গরাজ্যের গোল্ড’স জিম (GOLD’S GYM) এবং ফিটনেস ৪ জিম (FITNESS4 GYM) এবং রকবক্স ফিটনেস (ROCKBOX FITNESS) এর সাথে। সুমাইয়া আরও জানিয়েছেন যে, বাংলাদেশ এমং যুক্তরাষ্ট্র এই দুই দেশের ফিটনেস ইন্ডাস্ট্রির মধ্যে যে বিস্তর পার্থক্য রয়েছে সেটা নিয়ে তিনি দেশে কাজ করবেন এবং ফিটনেস এ নতুন মাত্রা যোগ করার ক্ষেত্রে নিজেকে নিয়োগ করবেন।

জাহ্নবী

লাইফস্টাইল ব্যান্ড ভাইব্রেন্ট এখন টাঙ্গাইলে

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০৩:৩৮ পিএম
আপডেট: ০১ অক্টোবর ২০২৪, ০৩:৪০ পিএম
লাইফস্টাইল ব্যান্ড ভাইব্রেন্ট এখন টাঙ্গাইলে
টাঙ্গাইলে ভাইব্রেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ব্যান্ড ভাইব্রেন্ট এখন টাঙ্গাইলে। গত বৃহস্পতিবার টাঙ্গাইলের আকুর টাকুর পারায় নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মোল্লা, আউটলেটের যৌথ উদ্যোক্তা সৈয়দ জুবায়ের আবদুল্লাহ এবং তার মা সাদিয়া খান।

উদ্বোধনী উপলক্ষে টাঙ্গাইলবাসীর জন্য ভাইব্রেন্ট দিচ্ছে সাতদিন ব্যাপি ২৫% ডিসকাউন্ট। টাঙ্গাইলের মেগা এই স্টোরটিতে রয়েছে সকল বয়সী মানুষের জন্য ট্যান্ডি সু, পোশাক ও এক্সেসরিজ। পূজা উপলক্ষে ভাইব্রেন্টে থাকছে নতুন স্টাইলের নজরকাড়া কালেকশন। 

জাহ্নবী

বিশ্বরঙের আয়োজনে জমজমাট উদ্যোক্তা মেলা ‘শরৎ হাওয়া’

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০৩:২৫ পিএম
আপডেট: ০১ অক্টোবর ২০২৪, ০৩:৩৩ পিএম
বিশ্বরঙের আয়োজনে জমজমাট উদ্যোক্তা মেলা ‘শরৎ হাওয়া’
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিসহ উদ্যেক্তারা। ছবি: খবরের কাগজ

বিশ্বরঙ উদ্যোক্তা ভূমির আয়োজনে অনুষ্ঠিত হলো দুইদিনব্যাপী ‘শরৎ হাওয়া’। বিশ্বরঙের বনশ্রী আউটলেটে গত ২৯ এই প্রদর্শনীর আয়োজন করা হয়। ব্র্যান্ডটির নিজস্ব পণ্যের পাশাপাশি শোরুমের বড় একটা অংশজুড়ে বাছাইকৃত পণ্যের পসরা সাজিয়ে উপস্থিত নবীন উদ্যোক্তারা। ‘শরৎ হাওয়া’ শিরোনামের এই পণ্য প্রদর্শনীতে অংশ নিচ্ছেন ১৬ উদ্যোক্তা।

প্রদর্শনীতে সবচেয়ে বেশি চোখে পড়েছে বৈচিত্র্যময় ও ট্রেন্ডি ডিজাইনের পোশাকের সম্ভার—শাড়ি, পাঞ্জাবি, কামিজ, ওড়না ইত্যাদি। বিভিন্ন ম্যাটেরিয়ালে ন্যাচারাল ডাই, ব্লক ও স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট ও হাতের কাজ নজর কাড়ে। সঙ্গে ঐতিহ্যবাহী জামদানি ও অন্যান্য তাঁতের শাড়িও আছে। গয়না, ব্যাগ ও ঘর সাজানোর পণ্য আছে কয়েকজন উদ্যোক্তার। বাদ যায়নি হাতে বানানো উপহারসামগ্রী। আধুনিক গ্যাজেটস নিয়েও উপস্থিত আছেন তরুণ এক উদ্যোক্তা।

 প্রদর্শনীতে জনপ্রিয় অভিনয়শিল্পী রোজি সিদ্দিকী শাড়ি দেখছেন। ছবি: খবরের কাগজ

২৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় এক উৎসবমুখর পরিবেশে প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। উপস্থিত ছিলেন সৌন্দর্যবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, অভিনয়শিল্পী রোজী সিদ্দিকী, চলচ্চিত্র ও নাটক পরিচালক চয়নিকা চৌধুরী, কেশ–বিশেষজ্ঞ কাজী কামরুল ইসলাম, জ্যেষ্ঠ ফ্যাশন সাংবাদিক শেখ সাইফুর রহমান। এ ছাড়া এই আয়োজন যাঁর উদ্যোগে, বিশ্বরঙের কর্ণধার ও ডিজাইনার বিপ্লব সাহার উপস্থিত ছিলেন পুরো আয়োজনের মধ্যমণি হয়ে। বিকেলে বনশ্রী আউটেলেটে অভিনয়শিল্পী ফখরুল বাশার মাসুম ও মিলি বাশারও । ৩০ সেপ্টেম্বর মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনয় ও নৃত্যশিল্পী অপি করিম।

প্রদর্শনীতে জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী অপি করিম হ্যান্ড পেইন্টের শাড়ি দেখছেন। ছবি: খবরের কাগজ

দুই দিনের এই আয়োজনে দৃষ্টিনন্দন পণ্য নিয়ে অংশগ্রহণ করেছে রোদসী, পরিণীতা ফ্যাশন, ফ্লেয়ার, সাজো বাই সানজানা, তাস হ্যাঙ্গার, আমি আমরা, নান্দনিক কালেকশন, আকৃতা’স ক্রিয়েশন, মম ফানুস, যোহরা’স ভ্যানিটি, দ্য সলি, ক্রাফট ওয়ার্কস, এনএন বুটিক, ডোনাস হিউ, মিতার গল্প ও আরু—এই ১৬টি অনলাইনভিত্তিক লাইফস্টাইল ও ফ্যাশন উদ্যোগ।

মেলা ও অন্যান্য প্রদর্শনীর চেয়ে আলাদা ‘শরৎ হাওয়া’। বিশ্বরঙের উদ্যোক্তা ভূমি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ অন্যান্য জেলা থেকে বাছাই করেছেন বেশ কয়েকজন উদ্যোক্তাকে। তাঁদের পণ্য যাচাই-বাছাই করেছেন ফ্যাশন ডিজাইনার ও বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা। পণ্যের গুণগত মান, কোথা থেকে কাঁচামাল সংগ্রহ করা যায়—এসব খুঁটিনাটি বিষয়ে উদ্যোক্তাদের প্রশিক্ষিত করেছেন তিনি। পণ্যনকশা থেকে ব্র্যান্ডিং সব ব্যাপারে তাদের প্রস্তুত করেই এই প্রদর্শনীর আয়োজন।

প্রদর্শনীতে অপি করিম জুয়েলারি দেখছেন। ছবি: খবরের কাগজ

 

বিপ্লব সাহা বলেন, ‘বিশ্বরঙ বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করতে পছন্দ করে। উদ্যোক্তা ভূমি তৈরি করেছি সৃজনশীল শিল্পীদের নিয়ে। আমি শুধু আমার অভিজ্ঞতা থেকে তাঁদের পরামর্শ দিয়েছি—কোনটা ভালো আর কোনটা এড়িয়ে যাওয়া উচিত। ডিজাইন, ব্যবসা ব্যবস্থাপনা, বিপণন—সব দক্ষতা তারা রপ্ত করুক, এটাই আমি চাই। “শরৎ হাওয়া” প্রদর্শনীতে নিজস্ব ডিজাইন প্রদর্শন করছেন উদ্যোক্তারা। পরে এগুলোই ব্র্যান্ড হয়ে উঠবে বলেই আমার প্রত্যাশা। আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি তাঁদের পাশে থাকতে চেয়েছি'।

‘নতুন উদ্যোক্তাদের কাজ এত ভালো হবে, বুঝতে পারিনি প্রথমে। এখানে এসে মুগ্ধ হয়েছি। বিপ্লব সাহার সহায়তায় পরিপক্বভাবে কাজগুলো করেছেন উদ্যোক্তারা। তারা আরও এগিয়ে যাবে বলেই আমার প্রত্যাশা,’ বলেছেন সৌন্দর্যবিশেষজ্ঞ কানিজ আলমাস খান।

অভিনয়শিল্পী রোজী সিদ্দিকি বলেন, ‘সমসাময়িক অস্থিতিশীলতার কথা আমাদের সবার জানা। এই কঠিন সময়ে বিপ্লব সাহা উদ্যোক্তাদের সুযোগ করে দিয়েছে, কাজে ফিরিয়ে আনতে চেষ্টা করেছে, যা খুবই প্রশংসনীয়। মেলা ঘুরে মনে হয়েছে, এখানে অনেকের কাজ বেশ ভালো। আবার অনেকেই আছেন নতুন, তাঁদের যতটুকু অনভিজ্ঞতা আছে, বিপ্লবের সঙ্গে এভাবে কাজ করলে তা দ্রুতই কেটে যাবে আশা করছি।’

'আউটলেটের বৃহদাংশ নবীন উদ্যোক্তাদের জন্য ছেড়ে দেওয়ার ব্যাপারটি অভিনব ও অত্যন্ত প্রশংসনীয় এক উদ্যোগ', বলেন ফ্যাশন সাংবাদিক শেখ সাইফুর রহমান।

জাহ্নবী