বিশ্বের প্রায় সব কটি দেশ নিয়ে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হলো ' জুম্বা কনভেনশন ২০২৪ (ZINCON 2024, Florida, USA) । অগাস্ট মাসের ৮ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্টিত এই সম্মেলনে বিশ্বের প্রায় ৬ হাজারের বেশি জুম্বা ইন্সট্রাক্টর অংশগ্রহণ করে।
বাংলাদেশ এবছরই প্রথম বারের মতো এই অনুষ্ঠানে যোগ দিয়েছে আর এতে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছেন সুমাইয়া চৌধুরী কৃতিকা। যিনি বাংলাদেশে একজন দক্ষ ফিটনেস কোচ হিসেবে বহুল পরিচিত এবং লাইসেন্স প্রাপ্ত জুম্বা ইন্সট্রাক্টর। এ প্রসঙ্গে সুমাইয়া চৌধুরী বলেন, এটা আমার জীবনের সব চেয়ে বড় একটা প্রাপ্তি। আমি কখনোই ভাবিনি যে এতো গুলো দেশের সাথে আমি আমার পতাকা নিয়ে দাঁড়াতে পারবো। এই সম্মেলনে জুম্বা ফিটনেস এর প্রতিষ্টাতা 'বেটো পেরেজ' সহ সব নাম করা ইন্সট্রাক্টর রা উপস্থিত ছিলেন। ৪ দিন ব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের গ্রান্ড হায়াৎ রিজেন্সি হোটেলে।
এছাড়াও দুই মাস ব্যাপী এই সফরে সুমাইয়া সংযুক্ত হয়ে কিছুদিন কাজ করেছিলেন টেক্সাস অঙ্গরাজ্যের গোল্ড’স জিম (GOLD’S GYM) এবং ফিটনেস ৪ জিম (FITNESS4 GYM) এবং রকবক্স ফিটনেস (ROCKBOX FITNESS) এর সাথে। সুমাইয়া আরও জানিয়েছেন যে, বাংলাদেশ এমং যুক্তরাষ্ট্র এই দুই দেশের ফিটনেস ইন্ডাস্ট্রির মধ্যে যে বিস্তর পার্থক্য রয়েছে সেটা নিয়ে তিনি দেশে কাজ করবেন এবং ফিটনেস এ নতুন মাত্রা যোগ করার ক্ষেত্রে নিজেকে নিয়োগ করবেন।
জাহ্নবী