সবজি হিসেবে কাঁচকলা কম-বেশি সবারই খাওয়া হয়। পেটে অস্বস্তি বোধ রোধ করতে কাঁচকলা বেশ উপকারী। এ ছাড়া রান্নায় বৈচিত্র্য আনতে কাঁচকলা দিয়ে তৈরি করতে পারেন মজার খাবার।
কাঁচকলা দিয়ে ইলিশ
উপকরণ
কাঁচকলা ৪টি (ফালি করে কাটা), ইলিশ মাছ ৬ পিস, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ ৩-৪টি আস্ত, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, লবণ ১ টেবিল চামচ।
প্রণালি
একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ৩-৪ মিনিট ভেজে নিন। এর পর আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ও লবণ দিয়ে ৫ মিনিট ভালো করে কষিয়ে নিন। এর পর ইলিশ মাছের পিসগুলো দিয়ে কিছুটা নেড়েচেড়ে কষিয়ে নিয়ে কাঁচকলাগুলো দিন। ২ কাপ পরিমাণ পানি দিয়ে দিন। পানি ফুটে উঠলে ঢাকনা দিয়ে অল্প আঁচে ১০ মিনিট রান্না করুন। কাঁচকলা সেদ্ধ হয়ে আসলে কাঁচা মরিচ ও ধনেপাতা কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু কাঁচকলা দিয়ে ইলিশ মাছ।
কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল
উপকরণ
কাঁচকলা ৪টি, শিং মাছ ৪টি, তেল ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ ৪টি, ধনিয়া পাতা কুচি ১ টেবিল চামচ, লবণ ১ টেবিল চামচ।
আরও পড়ুন: জলপাই ও চালতার স্বাদে
প্রণালি
প্রথমে মাছ ও কলা কেটে টুকরো করে ভালো করে পরিষ্কার করে নিন। রান্নার হাঁড়ি চুলায় বসিয়ে তেল দিয়ে গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। ভাজা পেঁয়াজের মধ্যে আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন। এর পর টুকরো করা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে এবং কলাগুলো দিয়ে দিতে হবে। ২ কাপ পরিমাণ পানি ও লবণ দিয়ে ১৫ থেকে ২০ মিনিট রান্না করুন। কাঁচা মরিচ ও ধনেপাতা কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলুন। হয়ে গেল কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল।
কাঁচকলার কোপ্তা
উপকরণ
কাঁচকলা ৪টি, বুটের ডাল আধা কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, নারিকেল বাটা ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ ৩-৪টি, কাজু বাদাম বাটা ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, তেজপাতা ২টি, দারুচিনি ২ টুকরা, এলাচ ৩ পিস, চিনি ১ টেবিল চামচ, লবণ ১ টেবিল চামচ, তেল ১ কাপ, ঘি ১ টেবিল চামচ, গরম মসলা ১ চা চামচ।
প্রণালি
প্রথমে ডাল ও কাঁচকলা সেদ্ধ করে ম্যাশ করে নিতে হবে। একটি বোলে সামান্য হলুদ গুঁড়া, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা মরিচ কুচি ও লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। একটি প্যানে তেল গরম করে তাতে মাখানো কাঁচকলার মিশ্রণ দিয়ে ছোট গোল কোফতা বানিয়ে ভেজে নিন। গোল্ডেন কালার হলে কোপ্তা নামিয়ে ওই একই প্যানে আদা বাটা, রসুন বাটা, নারিকেল বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাজু বাদাম বাটা, পেঁয়াজ বাটা, তেজপাতা, দারুচিনি ও এলাচ দিয়ে ভালো করে কষিয়ে নিন। এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কোপ্তা দিয়ে পানি ও লবণ দিয়ে ঢেকে রাখুন ১০ মিনিট। এর পর চিনি, ঘি ও গরম মসলা দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলুন। তৈরি হয়ে গেল কাঁচকলার কোপ্তা।
কলি