শহরে যারা থাকেন তাদের প্রতিদিনের জীবনযাপনে গণপরিবহন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। গণপরিবহন ছাড়া একটা দিনও ভাবা যায় না। গণপরিবহনে চলাচলের সময় ভদ্রতা বজায় রাখা জরুরি। বাসের মধ্যে সম্মানজনক আচরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যাত্রী হিসেবে কিছু নিয়ম মেনে চলা আমাদের কর্তব্য।
নারী, শিশু ও প্রতিবন্ধীদের আসনে না বসা
বাসের সামনের দিকে যে ৯টি আসন নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকে সেসব আসনে অন্য কারও বসাটা এক ধরনের অভদ্রতা, সেই সঙ্গে নিন্দনীয়। অনেক সময় এ নিয়ে নারীদের সঙ্গে অনেক পুরুষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। মূলত নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য গণপরিবহন কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত পুরুষদের একান্ত প্রয়োজন ছাড়া বসা উচিত নয়।
অতিরিক্ত জায়গা নিয়ে না বসা
যেকোনো গণপরিবহনে নিজের প্রয়োজনের অতিরিক্ত জায়গা নিয়ে বসবেন না। অনেকে অতিরিক্ত জায়গাজুড়ে বসে থাকেন অথবা কোনো স্থান থেকে নতুন যাত্রী উঠলে সরে গিয়ে জায়গা করে দেন না। এগুলো এক ধরনের অভদ্রতা। কেউ বাসে উঠলে একপাশে সরে বসে তাকে বসার সুযোগ দিন। এমনভাবে বসতে হবে, যাতে পাশের যাত্রী যথেষ্ট জায়গা পান। সহযাত্রী নারী হলে বিষয়টির প্রতি আরও ভালোভাবে খেয়াল রাখতে হবে। কোনোভাবেই অন্যের বিরক্তির কারণ হবেন না।
ময়লা না ফেলা
গণপরিবহনে কোনোরকম ময়লা-আবর্জনা ফেলবেন না। কোনো প্যাকেট, পানির বোতল, ফলের খোসা ইত্যাদি নিজের সঙ্গে থাকা ব্যাগে জমিয়ে রাখুন। নামার পর ডাস্টবিনে ফেলে দিন।
উচ্চৈঃস্বরে কথা না বলা
পাবলিক বাসে চলাচলের সময় কখনোই মুঠোফোনে জোরে জোরে কথা বলবেন না। এতে আপনার আশপাশের সবাই বিরক্ত হতে পারে। বাসে উঠে মুঠোফোনে কথা বলা যতটা সম্ভব এড়িয়ে চলুন। একান্তই বলতে হলে যতটুকু সম্ভব সংক্ষেপে ও নিচু স্বরে বলার চেষ্টা করুন। লাউড স্পিকারে কথা বলা, ভিডিও কলে কথা বলা এবং অনবরত মোবাইলের রিংটোন বাজা- এগুলো গণপরিবহনে ভীষণ দৃষ্টিকটু এবং সহযাত্রীদের বিরক্তির কারণ হতে পারে। মোবাইলে গান শুনতে চাইলে হেডফোন ব্যবহার করুন। হেডফোন ব্যবহার করলেও শব্দ এমন পর্যায়ে রাখা উচিত, যেন তা পাশের যাত্রীর কান পর্যন্ত না যায়। সম্ভব হলে মোবাইলের রিংটোন বন্ধ করে রাখা যেতে পারে।
ভাড়া নিয়ে বাগবিতণ্ডা না করা
ভাড়া বা অন্য যেকোনো বিষয়ে হেলপার বা কন্ডাক্টরের সঙ্গে বাগবিতণ্ডা করবেন না। অনেক সময় বাসের সহকারী কিংবা চালকের সহযোগীর সঙ্গে অনেক অশালীন ভাষাতেও রাগ-অভিমান প্রকাশ করেন, এটা ঠিক না। যেকোনো সমস্যায় যুক্তি সহকারে কথা বলার চেষ্টা করুন। এসব বিষয়ে পারস্পরিক সহমর্মিতা বজায় রেখে সমাধান করা উচিত। নাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে সরাসরি অভিযোগ করুন।
স্টপেজ ছাড়া ওঠানামা না করা
আমাদের দেশে নির্দিষ্ট স্টপেজ ও বাসস্টেশন থেকে বাসে উঠা হয় না। যাত্রী হিসেবে দায়িত্ব হচ্ছে নির্দিষ্ট স্টপেজ ও বাসস্টেশন থেকে বাসে ওঠা। যদি নির্দিষ্ট স্থানে ওঠানামা করা হয় তাহলে বাসচালকরাও সতর্ক থাকবেন। নিজের সুবিধার জন্য যেখানে-সেখানে হাত তুলে বাস থামানোর নির্দেশ দিলে পথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ও যানজটের আশঙ্কা বেড়ে যায়।
কলি